-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা এবং এই ব্যবসায় যে কোন ব্যক্তি যে কোন সময় প্রবেশ করতে পারবেন। যদি আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞানের অধিকারী হন। তবে আমি বিশেষ করে বলতে চাই যে পেয়ার গুলো ট্রেড করে আপনি অধিক লাভবান হতে পারবেন সেগুলো হলো gbpusd, audusd, eurjpy, eurusd । এই কয়েকটি পেয়ার এ ট্রেড করে আপনি ভাল মুনাফা অর্জন করতে পারবেন। যদি আপনি এই কয়েকটা পেয়ার সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে পারেন তখনই আপনার ব্যবসায় সফলতা আসবে।
-
আমি অনেকগুলি কারেন্সি পেয়ারের মধ্যে যেগুলিতে সুধাজনক চ্যানেল পাই সেখানে ট্রেড করি । তবে যারা নতুন ট্রেডার তাদের জন্ন পরামরশ হলো সুধু মাত্র eurusd এবং gbpusd এই দুটি কারেন্সি পেয়ারে ট্রেড করে শিখতে পারবেন ।
-
আমি দুইটা কারেন্সি নিয়ে ট্রেড করি। আমি ফরেক্সে বেশ অনেক আগে থেকেই ট্রেড করছি। প্রায় আট নয় মাস ট্রেড করছি।এক মাসে আমি দুইটা কারেন্সী নিয়ে ট্রেড করেছি। মেইনলি ইউরো ইউএসডি নিয়ে ট্রেড করি। এটাই আমার ফেভারিট কারেন্সী। এছাড়া জিবিপি ইউএসডি।
-
আমি সাধারণত euro/usd তে ট্রেড করতে better fel করি।তা ছাড়া usd/aus এ ও ট্রেড করি।আর অনেক সময় মার্কেট আনালাইসিস উপর পেয়ার ট্রেড নির্ভর করে।যে পেয়ার এর আনালাইসিস এবং নিউজ ভাল হয় সেই পেয়ার এই ট্রেড করা হয়।
-
আমি যখন ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করি তখন আমি একটা পেয়ার এ ট্রেড করতাম তারপর ৫ টা ৬ মাস পর ৭ টা এখন প্রাই ৩০ থেকে ৩৫ টা পেয়ার এ ট্রেড করি আপনি ফরেক্স মার্কেট এ যত দিন যাবে আর আপনার ট্রেডিং সিস্টেম যদি ভাল হয় তা হলে আপনি ফরেক্স মার্কেট এ বেশি পেয়ার এ ট্রেড করতে পারবেন আমি অনেক কে দেখছি তারা শুরু ১ টা পেয়ার এ ট্রেড করে লাভ করছে ফরেক্স মার্কেট এ
-
আমি শুধু একটি কারেন্সি পেয়ারে ট্রেড করি জে.পি.ওয়াই । আপনি একাধিক মার্কেট অনুসরন করতে সঠিক অ্যানালাইসিস করতে পারবেন না । একটি নিয়ে কিছুক্ষন অ্যানালাইসিস করতে করতে অন্য মার্কেট এ চলে যাবেন , যা খুবই ভয়ানক । একটি মার্কেট নিয়েই ট্রেড করলে মার্কেট এর সকল গতিবিধি আপনি খুব সহজেই বুঝতে পারবেন । একটি মার্কেটে ট্রেড করেই আপনি শেষ করতে পারবেন না । তাই একাধিক মার্কেট নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই ।
-
আমি অধিকাংশ সময় তিন পেয়ারে ট্রেড করে থাকি। আর সেগুলো হচ্ছে gbpusd, eurjpy, eurusd। কা্রণ একাধিক পেয়ারে ট্রেড করলে সবগুলো সম্পর্কে সঠিক তথ্য সহজেই এনালাইসিস করা যায় না। এজন্য আমি সাধারণ কয়েকটি পেয়ারে ট্রেড করি। যা আমার প্রত্যেক ট্রেডেই বেশির ভাগ সময় ভাল প্রফিট অর্জন আসে। এজন্য আমি মনে করি আগে আপনি মার্কেটের পেয়ার এর গতিবিধি সম্পর্কে আপনাকে জানতে হবে তবেই আপনি উক্ত পেয়ার থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবেন এর আগে নয়।
-
ফরেক্স মার্কেট এ আমি মেজর ৩ কারেঞ্চি পেয়ার গুলো নিয়ে ট্রেড করি । এই কারেঞ্চি পেয়ার গুলোতে ট্রেড করলে আমরা ভালো ট্রেড করতে পারবো । ফরেক্স মার্কেট এ এই কারেঞ্চি পেয়ারগুলি খুব জনপ্রিয় । তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই কারেঞ্চি পেয়ার গুলো ছাড়া ট্রেড করি না ।
-
বর্তমানে আমি লাইভ ট্রেডিং থেকে দূরে আছি অর্থাৎ এই মুহূর্তে কোন ট্রেডিং করছি না।তবে অতীতে যখন ট্রেডিং করেছি তখন সর্বদাই চেষ্টা করেছি 2 থেকে 3 টাকা কারেন্সির মধ্যে সীমাবদ্ধ থাকার। যেমন euro usd, gbp usd এবং usd cadকেননা এই কারেন্সি গুলোর মুভমেন্ট ৎসম্পর্কে আমি বেশ অভিজ্ঞ যার ফলে এই কারেন্সি গুলোতে ট্রেডিং করতে যেমন আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি তেমনি আমার প্রফিট করার সংখ্যাও তুলনামুলক বেশি থাকে। তবে একজন ট্রেডার চাইলে তার পছন্দ মতো যতগুলো খুশি ততগুলো কারেন্সিতে ট্রেডিং করতে পারে। কিন্তু আমার কাছে কিছু নির্দিষ্ট কারেন্সিতে ট্রেডিং করাই বেশি লাভজনক বলে মনে হয়।
-
আমার কাছে ফরেক্স মার্কেট এ গোল্ড এবং এই জাতীয় সব কারেঞ্চি তে ট্রেড করতে ভালো লাগে । চেষ্টায় আছি যাতে একটা পেয়ারে ট্রেডের সুযোগ বা পেলে অপর পেয়ারগুলোতে ট্রেডের সুযোগ নিতে পারি । এজন্য আমি মনে করি আগে আপনি মার্কেটের পেয়ার এর গতিবিধি সম্পর্কে আপনাকে জানতে হবে তবেই আপনি উক্ত পেয়ার থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবেন এর আগে নয়।