-
আমার যানা মতে ফরেক্স এর ফোরাম এ পোস্ট করা যায় ২৫ থেকে ৩০ তা কিন্তু আমি করি না করন কোন সময় জানি আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যার সেই ভয়ে আমি ১৫ তা করে পোস্ট করে থাকি । কোন এক্সপার্ট ভাই যদি বলতেন যে করটা করে পোস্ট করলে ব্যান হওয়ার জুকি কম তা হলে আমার খুব উপকার হত ।
-
জি আমি খুব বেশি একটা পোস্ট করি না, একটু ভয় থাকে. যতই নিয়ম কানুন মানি না কেন একাউন্ট হঠাত বান হয়ে যাবার ভয় সবসময় মনে থেকেই যায়. তাই আমি খুব বেশি একটা পোস্ট করি না, বরং আমি প্রতিদিন ১০ টি করে পোস্ট করি. এতে আমার মাসে ৩০০ পোস্ট করা হয়, যার মানে হলো আমার মাস শেষে ট্রেডিং একাউন্ট এ ৩০০ * ০.২০ = ৬০ ডলার করে যোগ হয়.
-
আমি ফরেক্সের এই ফোরামে প্রতিদিন ২০ থেকে ২৫ টা করে পোস্ট করি আর আমি সব সময়ই চেষ্টা করি যেন আমার পোস্টের মান যথেষ্ট ভাল এবং শিক্ষানীয় হয় ।কারন আমি চাই আমার পোস্ট দেখে যেন অন্য ট্রেডাররা কিছু না কিছু শিখতে পারে আর সেই উদ্দেশ্যেই আমি প্রতিদিন ফোরামে ভাল ভাল পোস্ট করার চেষ্টা করি। আর আমি মনে করি ফোরামের প্রত্যেক সদস্যরই এটি করা উচিত তাতে করে ফোরামের মান অনেক ভাল হবে।
-
আমি ফরেক্স ফোরামে ফরম পোষ্ট তেমন বেশি দিতে পারি না।কারন আমি একজন নারি। আমার অন্যন সকর কাজ ষেশ করে যেটুক সময় পাই সেই সময় আমি ফরেক্স ফোরামে ফরম পোষ্ট করে থাকি।আর ফরেক্স ফোরামে ফরম পোষ্ট করার আগে অন্যদের পোষ্ট পড়তে হয় এবং পরি তা থেকে আমি অনেক কিছু শিখতে পারি।তাই আমি ফরেক্স ফোরামে প্রতিদিন প্রায় ১৬ থেকে ২০টা আবার কখনো বেশি হয় আবার কম পাষ্টে করা হয়।ধন্যবাদ
-
আমি প্রতিদিন ফোরামে ১০ থেকে ১৫ টি করে পোস্ট করি এর বেশি তাইম পাই না। তাছার আমি প্রতিদিন পোস্ট করি না। জখন সময় পাই তখন করি। আপনারা পোস্ট করবেন যাতে কেউ কিছু শিখতে পারে। আমি ঠিক জানি না কয়টা পোস্ট করা যাবে।
-
আমি প্রতিদিন ফোরামে পোস্ট করার মতো পর্যাপ্ত সময় পায় না বলে প্রতিদিন ফোরামে পোস্ট করিনা। যখন সময় পায় তখনই পোস্টিং করি। এবং সময় ফ্রি থাকলে সে সময় বেষি পোস্টিং করার চেষ্টা করি। কারন আমি জানি ফোরামে পোস্টিং এর ব্যাপারে দৈনিক কোনো লিমিট নাই। লিমিটটা মাসিক হিসাবে ধরা হয়। তবে আমি দিনে গড়ে ১০-১৫ টি পোস্টিং করার চেষ্টা করি।
-
আমি প্রতিদিন ফোরাম পোস্ট করিনা আমি মাসে ১০ থেকে ১৫ দিন ফোরাম পোস্ট করি । আমি দিনে কখনো ১০ থেকে ১৫ টা আবার কখনো ২০ থেকে ২৫ পোস্ট করি । আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে ফোরাম পোস্টিং এর মান যেন ঠিক থাকে । আপনার ফোরাম পোস্টিং এর মান যদি খারাপ হয় তাহলে ঐ পোস্টিং এ বোনাস আপনি পাবেন না । সেই জন্য আপনাকে সঠিক নিয়ম এ সঠিক পোস্ট করতে হবে ।
-
ফরেক্স ব্যবসা করার জন্য একটি আর্থিক ভাবে সাহায্য করার অত্যান্ত ভাল মাধ্যম হচ্ছে ফরেক্স ফোরাম। আমি ফরেক্স ফোরাম প্রায় প্রতিদিন করে থাকি। চেস্টা করি যত বেশি পারি ফোরাম পুস্ট করার জন্য। প্রতি দিন আমি ২০-৩০ টার মত করে থাকি।
-
আসলে এখানে ফোরাম পোস্টের কোন লিমিট নেই। তবে আপনি যতগুলো পোস্ট করেন না কেন প্রতিমাসে সর্বোচ্ছ আপনি ২৫০ ডলার পাবেন। আর প্রতি দশ মিনিটে আপনি ৫ টির বেশি পোস্ট করতে পারবেন না। আমার মতে দিনে ৩০-৩৫ টার বেশি পোস্ট না করাই ভাল যদি নিয়মিত পোস্ট করে থাকেন। আর কপি পেস্ট হতে সাবধান।
-
ফরেক্স মার্কেটে বিনা ইনভেস্ট করে ট্রেড করা জায় ফোরাম পস্ট করে আর এই ফোরাম পস্ট করে যে বনাস হয় সেই বনাস দিয়ে ফএক্স মারকেটে ট্রেড করে টাকা উত্তলন করা জায় তবে এই ফরমে কিছু নিওম কানন আছে যেমন প্রতিদিন ফরামে পস্ট করা জায় মাত্র ৩০ টি আমি প্রতিদিন ফরামে পস্ট করি মাত্র ৩০ টি পস্ট করি ।