ফরেক্স মার্কেটের বেশি প্রচলিত কারেন্সি পেয়ার হলো ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি পেয়ার । ফরেক্স মার্কেটে আর কোন পিয়ারে ট্রেড না করলেও চলবে কারন আপনি যদি একটি পিয়ারে ভাল করতে পারেন । আমরা বেশী করে কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
Printable View
ফরেক্স মার্কেটের বেশি প্রচলিত কারেন্সি পেয়ার হলো ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি পেয়ার । ফরেক্স মার্কেটে আর কোন পিয়ারে ট্রেড না করলেও চলবে কারন আপনি যদি একটি পিয়ারে ভাল করতে পারেন । আমরা বেশী করে কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
ট্রেড করার জন্য ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের কারেন্সি পিয়ার আছে।আপনি চাইলে সবধরনের কারেন্সি পিয়ারে ট্রেড করতে পারেন।তবে এতে করে আপনিই বেশি অসুবিধায় পরবেন।তবে ফরেক্স মার্কেটে সবচেয়ে জনপ্রিয় কারেন্সি হল মেজোর কারিন্সি।কারন মেজোর কারেন্সিতে ট্রেড করলে স্প্রেড কম কাটে এবং মার্কেটের ভলালিটি ভালো থাকে।এই মেজোর কারেন্সির মধ্য সবচেয়ে নপ্রিয় কারেন্সি হচ্ছে ইউরো ইউএসডি।যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের উচিত হবে এই কারেন্সিতে ট্রেড করা।
ফরেক্স মার্কেট এ সব পেয়ার যে মুভ করে তা নয়। যেই পেয়ার এ মানুষ বেশি ট্রেড করে সেই পেয়ার এ মার্কেট উঠানামা প্রচুর করে। কিছু পেয়ার আছে একেবারেই মার্কেট মুভ করে না। তবে শুধু একটি কারেন্সি নিয়েও ট্রেড করলে ফরেক্স এ সফলতা পাওয়া সম্ভব।
সাধারণত মেজর কারেন্সী পেয়ারগুলোই সর্বাধিক জনপ্রিয় এবং বেশি লেনদেন হয়ে থাকে৷যেমন-eur/usd,gbp/usd,usd/jpy,aud/usd/nzd/usd,cad/usd ইত্যাদি পেয়ারগুলোতে সর্বাধিক লেনদেন হয়৷তাই ট্রেডারগণ নির্দ্বিধায় এই সব পেয়ারে ট্রেড করেন৷এই সব পেয়ারে রিস্ক কম থাকে তাই ভালো লাভ করা যায়৷আর ক্রস কারেন্সী গুলোতে রিস্ক বেশি থাকে৷নতুন ট্রেডারদের জন্য eur/usd ই নিরাপদ ও ভালো প্রফিটেবল হবে৷
আমি ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার কে দেখছি তারা মাত্র একটা পেয়ার এ ট্রেড করে তারা এই এক পেয়ার এ ট্রেড করে অনেক অনেক ডলার লাভ করে যেমন ফরেক্স মার্কেট এ কিছু ট্রেডার আছে যারা গোল্ড এ ট্রেড করে তাদের গোল্ড ট্রেডার বলে আবার অনেক ট্রেডার আছে যারা শুধু eur/usd তে ট্রেড করে আবার অনেক ট্রেডার নিউজ ট্রেড করে আপনার ট্রেডিং সিস্টেম যেই পেয়ার যাই আপনি সেই পেয়ার এ ট্রেড করেন ভাল লাভ করতে পারবেন
ভাল প্রফিতের জন্য মেজর কারেঞ্চি পেয়ার গুলুতে ট্রেড করা বুদ্ধিমানের কাজ । ক্রস কারেঞ্চি গুলুলে স্প্রেয়াদ বেশি। তাই ত্রাদ করতে মজা লাগে না। eur/usd হচ্ছে ওয়রলদের নাম্বার ১ ফরেক্স কারেঞ্চি পেয়ার। একসাথে অনেকগুলু কারেঞ্চিতে ট্রেড করা উছিত নয়। আপনার কাছে ভাল মনে হয় এমন একটা কারেঞ্চি পায়ার নিয়ে সারা জীবন ত্রাদ করুন। সফল হবেন।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ভালভাল কারেন্সি নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে বলে আমি মনে করি।ফরেক্স মার্কেটে সব চেয়ে জনপ্রিয় কারেন্সি হল ইউরো ইউএসডি এই পিয়ারটিতে ট্রেড করে সবাই অনেক আনন্দ পায় এবং এটি থেকে সবাই অনেক লাভবান হয়ে থাকে বলে আমি মনে করি।
হ্যা ভাই ব্যাপারে আমি আপনার সাথে একেবারে একমত। কারন প্রফিটের জন্য আপনি যদি কোন চাহিদাপূর্ণ কারেন্সি পেয়ার আগের থেকেই সিলেকশন করতে না পারেন তাহলে আপনার সবরকম পরিশ্রম একসময় বৃথা হয়ে যেতে পারে। কারন এখানে বেশ অনেকগুলো যেমন মেজর কারেন্সি, মাইনোর কারেন্সি এবং ক্রস কারেন্সি পেয়ারও রয়েছে এর মধ্য থেকে আপনি আপনার সুবিধামত যে কোন একটি কারেন্সি পেয়ার নিয়ে সেখানে কাজ করতে পারেন।
আসলে ফরেক্স এ অনেক পেয়ার আছে যে যেকোনটাতে ট্রেড করতে পারেন। প্রায় সবাই বলেন ইউরোইউএসডি ভাল পেয়ার সবচেয়ে বেশী চাহিদাপূর্ন এবং লাভও নাকি বেশী করা যায়। দু:খের বিষয় আমি ইউরোইউএসডি কখনই ভাল লাভ করতে পারি নাই তার কারণটা কি এখনও বুঝতে পারিনি। আমি বেশীর ভাগ সময় ইউএসডিজেপি তে ট্রেড করি তাতে মোটামুটি লাভ হয়ে থাকে। যাই হোক একেক জনের কাছে এক এক পেয়ার খাপ খায় সবার সবার সাথে সবটা যায় না। তাইতো এত পেয়ার না হলে একটা বা দুইটা পেয়ার দিলেই হতো তাই নয় কি?
আমি ফরেক্স মার্কেটে সাধারণত কয়েকটি পেয়ারের উপর ট্রেড করি এবং সেগুলো থেকে আমি বেশ প্রফিট অর্জন করতে সক্ষম হয়েছি। আমি যেসব পেয়ারগুলোতে ট্রেড করি সেগুলো হচ্ছে eurusd, usdjpy, audusd and gbpusd। আর এগুলো থেকে আমি মোটামুটি বেশ ভাল প্রফিট অর্জনে সক্ষম হয়েছি। তবে একেক জনে ট্রেডারের কাছে একেক পেয়ার খাপ খাইয়ে ট্রেড করে প্রফিট অর্জন করে থাকে। তাই আমি মনে করি আপনি যেই পেয়ারেই ট্রেড করুন না কেন আগে আপনাকে উক্ত পেয়ার সম্পর্কে ভাল দক্ষ ও অভিজ্ঞতার মাধ্যমে পেয়ার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং উক্ত পেয়ার সম্পর্কে বোঝার মত ক্ষমতা থাকতে হবে তাহলে আপনি অবশ্যই উক্ত পেয়ার হতে ভাল আয় করতে পারবেন। সেটা যে কোন পেয়ারই হোক না কেন।