-
ফরেক্সে যে তিন ধরনের এনালাইসিস রয়েছে তাদের মধ্য অন্যতম হল এই টেকনিকেল এনালাইসিস । আসলে টেকনিকেল এনালাইসিস অনেক বেশি গুরুত্বপুর্ন । কেননা এর মাধ্যমে আমরা নিজেদের ট্রেড সম্পর্কে অনেক বেশি ধারণা লাভ করতে পারি । আর সেই ট্রেড দ্বারা আমরা লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে । তাই টেকনিকেল এনালাইসিসকে গুরত্ব দিয়ে দেখতে হবে ।
-
মার্কেট মুভমেন্টের বিগত কিছুদিনের তথ্যকে একত্রিত করে যে অ্যানালাইসিস প্রনয়ন করা হয় তাই হল টেকনিক্যাল অ্যানালাইসিস।আপনি যদি ফরএক্স মার্কেটে এনালাইসিস ছাড়া ট্রেড করেন তবে আমি মনে করি ফরক্স মার্কেটে খুব একটা ভাল করতে পারবেন না তাই টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটের জন্য খুবই ধরকার।
-
টেকনিকাল এনালাইসিস বলতে আমরা মার্কেট নিয়ে এনালাইসিস কেই বুঝাই।আপনি যদি ফরএক্স মার্কেটে এনালাইসিস ছাড়া ট্রেড করেন তবে আমি মনে করি ফরক্স মার্কেটে খুব একটা ভাল করতে পারবেন না তাই এনালাইসিস ফরেক্স মার্কেটের জন্য খুবই ধরকার।
-
মার্কেট মুভমেন্ট ফরেক্স মার্কেটে সব সময় এক জায়গায় থাকে না বিভিন্ন সময় মার্কেট ট্রেন্ড চাহিদার কারনে বিভিন্ন প্রাইজে মুভ করতে থাকে।তাকেই মূলত টেকনিক্যার অ্যানালাইসিস বলে।
-
টেকনিক্যাল এনালাইসিস হল মার্কেট এর মুভমেন্ট এর উপর ভিত্তি করে প্রাইসের বাড়া কমার সাথে নিজের দক্ষতা লাগিয়ে ভবিষতে মার্কেট এর কি অবস্তা হবে তার উপর ভিত্তি করে যে এনালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল এনালাইসিস বলা হয়। বেশিরভাগ ট্রেডার রা টেকনিক্যাল এনালাইসিস ব্যাবহার করে ট্রেড করে থাকে।
-
টেকনিক্যাল এনালাইসিস হল একটি চার্ট। যার মাধ্যমে আমরা পুর্বের প্রাইস মুভমেন্ট এবং বর্তমানের প্রাইস মুভমেন্ট সম্পর্কে বুঝতে পারি। পুর্বের এবং বর্তমানের প্রাইস মুভমেন্ট দেখে সিদ্ধান্ত নেই যে ভবিষ্যতের প্রাইস কেমন হবে। অর্থাৎ একটি ট্রেড ওপেন করার পুর্বে ধারনা নেই যে প্রাইস বাড়বে না কমবে। ফরেক্স ট্রেড করার ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস ভুমিকা অনেক বেশি।
-
সাধারনত ফরেক্স মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে । যথা ১। ফান্ডামেন্টাল ২। টেকনিক্যাল ও ৩। সেন্টিমেন্টাল । ফরেক্স মার্কেটে আপনার একটি ট্রেড ওপেনের ক্ষেত্রে এই তিন ধরনের এ্যনালাইসিস গুরুত্বপূর্ন । সাধারনত পূর্বে যা ঘটেছিল ভবিষ্যতেও তা ঘটতে পারে বলে আমরা আশা করতে পারি । তাই মার্কেটের চার্টের উপর ভিত্তি করে যে এ্যানালাইসিস করা হয় থাকে টেকনিক্যাল এ্যনালাইসিস বলা হয় । ধন্যবাদ ।
-
বিগত দিনের মার্কেট চার্ট পড়ে পরবর্তী মার্কেট মুভমেন্ট কি হতে পারে তা বের করার বা বোঝার পদ্দতিকেই টেকনিক্যাল এনালাইসিস বলে । বিভিন্ন চার্ট,ট্রেডিং টুল, এবং মার্কেট তথ্যের উপর ভিত্তি করে ইহা নির্নয় করা হয় । এতে করে ট্রেডাররা পূর্বের মার্কেট ডাটা এনালাইসিস করে পরবর্তী ট্রেড করতে পারে । বিশ্বের সব ট্রেডারদের কাছে এ পদ্ধতি খুব জনপ্রিয় ।
-
টেকনিক্যাল এ্যানালাইসিস বলতে আমরা ট্র্রেড ব্যবসা করার একটা উত্তম মাধ্যম হিসেবে বিবেচনা করেছি । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আমিও চেষ্টা করব ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স মর্কেটে এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ । ফরেক্স মার্কেটে সফল হতে হলে সর্ব প্রথম একজন ভালো বিশ্লেষক হতে হবে । যার বিশ্লেষণী যত বেশি এবং বিশ্লেষণের কার্যকারীতা যত বেশি সে তত বেশি পরিমাণে এগিয়ে থাকবে । ফরেক্স মার্কেটে অামরা যারা ট্রেড করি তারা মনে করি এই মার্কেটে টিকে থাকতে হলে নিজেকে ইনভেষ্ট করতে হবে । নিজেকে সর্বদা সময় দিতে হবে । এর কোন বিকল্প নেই । প্রথমে টেকনিকেল এনালাইসিসকে আয়ত্তে আনতে হবে ।