-
অবশ্যই ফরেক্স মার্কেটে দৈনন্দিন কাজের মত এটাও করতে হবে । অামরা যদি অন্য কাজের মত এটা করি তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা সব সময় এ্যানালাইসিস করে তারপর কাজ করতে হবে । দৈনন্দিন কাজের মত এটাই অামাদের কাজ করতে হবে । যার যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
-
আমি এরকম কখনোই মনে করি না যে ফরেক্স আমাদের দৈনন্দিন কাজে কোন ব্যাঘাত ঘটাচ্ছে। অন্যান্য কাজের ফাঁকেফাঁকে ফরেক্স এর জন্য সময় ব্যয় করা সম্ভব বলে আমি মনে করি। তাছাড়া ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হতে পারলে অনেক বেশী আয় করা সম্ভব ।
-
ফরেক্স এর জন্য আমাদের দৈনন্দিন কোন কাজে সমস্যা হবে বলে আমি মনে করি না। কারন, আমরা আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশিও ফরেক্স করতে পারি। ফরেক্স এ আমাদের ফোল ডে সময় দেওয়ার কোন দ্রকার নেই। তাই, প্রতিদিনের কাজের পাশাপাশি ফরেক্স করা যায় বলে আমি মনে করি।
-
ফরেক্স থেকে যখন নিয়মিত আয় হতে থাকবে। তখন ফরেক্স প্রিয় হয়ে যাবে। কারন টাকা আয় হচ্ছে। তখন দিনের সকল কাজের মাঝে ফরেক্সের অবস্থান অনেক পাকাপোক্ত হয়ে যাবে। ফরেক্সকে অবহেলার অবকাশই পাবেন না।
-
আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতায় নিজেকে দক্ষ করে তুলতে পারেন তা হলে ফরেক্স ট্রেডিং আপনার দৈনন্দিন কাজ কর্মের উপর তেমন কোন প্রভাব বিস্তার করতে পারবে না। এতে করে আপ্নে অনেক আয় করতে পারবেন।
-
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷আপনি তো ফরেক্স ট্রেডিং করে আপনার মূল্যবান সময় নষ্ট করতে আসেননি বরং ব্যাবসা করে আয় রোজগার করতে আসছেন৷দৈনান্দিন সকল কাজ করেই সব মানুষ তাদের নিজ নিজ পেশায় নিয়োজিত থাকে৷এতে ব্যাঘাত ঘটার কী আছে ? আপনি সেশন বুঝে ৫/৬ ঘন্টা ট্রেড করলেই যথেষ্ঠ হয়৷
-
হ্যা ভাই অন্য যেকোন কাজের পাশাপাশি ফরেক্স ব্যবসা করা যায়।এতে করে দৈনন্দিন কাজের উপর কোনো প্রভাব ফেলেনা বলে আমার মনে হয় আর আমি ফরেক্স মার্কেট পার্ট টাইম জব হিসেবে নিয়েছি।আমি ফরেক্স মার্কেট বারতি আয় বলে মনে করি।ফরেক্স মার্কেটকে পেশা হিসেবে বেচে নিয়েছি
-
ফরেক্স এর জন্য প্রকৃতপক্ষে সর্বক্ষন আমাদের টার্মিনালের সাথে বসে থাকতে হয়না এমনকি সর্বক্ষনই এনালাইসিসের প্রয়োজন হয়না। আমরা নতুন অবস্থায় অনেকেই টার্মিনাল নিয়ে বসে থাকি এবং পরিশেষে যারা বেশিক্ষন টার্মিনাল নিয়ে বসে থাকি আর এনালাইসিস করতে থাকি তাদেরই ট্রেড নিয়ে সমস্যা বেশি হয় এবং লস করে থাকি। দীর্ঘ সময়ব্যাপী ট্রেড করাই ভালো। সুতরাং ফরেক্সকে পার্টাইম হিসাবে নেওয়া যায়।
-
ফরেক্স এ সফল হতে হলে কিছু সময় ফরেক্স এ দিতে হবে। কারন মার্কেট এ যদি কেউ সময় না দেয় তাহলে সে মারকেট এ অভিজ্ঞ হতে পারবে না। আমি যখন সময় পাই তখন চার্ট এ বসে ট্রেড করি। আবার যখন সময় না পাই তখন পেন্ডীং অর্ডার বসিয়ে দেই।
-
আমরা জানি ফরেক্স মার্কেটটা হছে গ্লোবাল মানের ব্যবসা,এবং এই ব্যবসা সম্পূর্ন অনলাইন ভিত্তিক । ইন্টারনেট সংযোগ সহ যেকোন একটা ডিভাইসের মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করা হয় । সুতরাং আপনি যদি সঠিক ভাবে এই ব্যবসা পরিচালনা করার জন্য সময় বরাদ্দ রাখেন তবে এটা দৈনন্দিন কাজের উপর কোন প্রভাব ফেলেবেনা । প্রত্যেকটি ট্রেড ওপেন করার পর লাভ/লস যাই হোক না কেন আপনার যদি তা মেনে নেয়ার ক্ষমতা থাকে তাহলে এই ব্যবসা দৈনন্দিন কাজে কোন ব্যঘাত ঘটায় না ।