ট্রেড এর মাঝেমাঝে বিরতি দেওয়ার উচিৎ। কেননা ধরি কোন পেয়ার এ বাই ট্রেড দেওয়া আছে। এটা যে অনর্গল বাই করা যাবে এমন না। এটা যে কোন সময় সেল করাও লাগতে পারে। তাই মাঝেমধ্যে বিরতি দেওয়া ভালো। সকলকে ধণ্যবাদ।
Printable View
ট্রেড এর মাঝেমাঝে বিরতি দেওয়ার উচিৎ। কেননা ধরি কোন পেয়ার এ বাই ট্রেড দেওয়া আছে। এটা যে অনর্গল বাই করা যাবে এমন না। এটা যে কোন সময় সেল করাও লাগতে পারে। তাই মাঝেমধ্যে বিরতি দেওয়া ভালো। সকলকে ধণ্যবাদ।
আমি মনে ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় মাজে মধ্যে বিরতি দেওয়া উচিত। কারণ বড় বড় সফল ট্রেডআর দিনে বেশি ট্রেড করে না তারা ৫ থেকে ৬ তা ট্রেড করে ওপেন করে এখান থেকেই অনেক টাকা ইনকাম করতে পারে। তাছাড়া বেশি বেশি ফরেক্স মার্কেট এ ট্রেড ওপেন করলে অ্যাকাউন্ট রিস্ক এর মধ্যে পরে যায়। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় মাজে মধ্যে বিরতি দেওয়া উচিত।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে সবার ভাল লাগে তবে ট্রেড করতে করতে নিজের মধ্যে যখন একটা বিরক্তি আসে তখন ট্রেড করা থেকে দুরে থাকা ভাল হবে। কারন এমন হতে পারে আবেগে বেশি ভলিউমে ট্রেড করে নিজেকে লস করার জন্য তৈরি করছে। তাই মাঝে মাঝে ট্রেড থেকে দুরে থাকা ভাল।
আসলে ট্রেড করা একটা মজার ও উপভোগ্য ব্যাপার । তবে ক্ষেত্র বিশেষে দেখা যায় যে একজন ট্রেডার ট্রেড করতে করতে লাভবান না হয়ে বরং কিছুটা লস করেই বোর হয়ে গেল এবং এতে করে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল । সে ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ওই পরিস্থিতিতে ট্রেডে কিছুটা বিরতি দেওয়া প্রয়োজন । কেননা টানা ট্রেড করতে গেলে এক ধরনের বোরিং চলে আসতে পারে এটাই হল স্বাভাবিক ।
একটানা ট্রেড মানসিক ক্লান্তি সৃষ্টি করতে পারে। তাই আমিও মনে করি কাজের মাঝে বিরতি নেওয়া উচিত। একটানা অনবরত ট্রেড করলে ট্রেডিং কৌশল এ ব্যাঘাত ঘটতে পারে। তাই নতুন কৌশল তৈরির জন্য ট্রেড এর মাঝে বিরতি দরকার হয়।
ফরেক্সে ট্রেড করার সময় আমি ও মনে করি ট্রেডারদের মাঝে মধ্যে বিরতি নেওয়া উচিত কারন মার্কেট ট্রেন্ড বিভিন্ন সময় বিভিন্ন রেন্জে থাকে ফলে এমন অনেক সময় দেখা যায় চাহিদার কারনে আপনি আমি যে কারেন্সি দিয়ে ট্রেড করছি সেটি হঠাত করে অনেক বেশি পরিবর্তিত হতে পারে ফলে ট্রেডের প্রতিকূলে গেলে লসের সম্ভাবনা থাকতে পারে সেই কারনে ট্রেড থেকে মাঝে মধ্যে বিরতি নেওয়াটা ভাল বলে আমি মনে করি।
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন। কারন ফরেক্স মার্কেট এ আমাদের মাঝে মাঝে ট্টেড করা বন্ধ করা উচিত। কারন আমরা যতই জ্ঞানী ও অভিজ্ঞতা দ্বারা কাজ করি না কেন। মার্কেট মাঝে মাঝে অনেকটা ঘুরে যায় যা আমরা কোন ধারনা করতে পারি না। এতে আমাদের অনেকটা লসে পরিনত হতে হয়। তাই ফরেক্স এ আমাদের মাঝে মাঝে একটু বিরত থাকতে হবে।
ফরেক্স মার্কেট সপ্তাহে ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্তু মার্কেট সব সময় মুভ করে না। আর সারাদিন চার্টের সামনে বসে থাকতে ভালো লাগে না। আর সারাদিন মার্কেট এ ট্রেড ও করা যায় না। সারাদিন চার্টের সামনে থাকতে হলে নিজেকে ও সময় দিতে হয়। আর নিজের নধ্য বিরক্তি আসে। তাই সময়মত ট্রেড এ বসাই ভালো।
ফরেক্স মার্কেট সমান ট্রেড করলেই প্রফিট হয় না তাই মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত । কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় মার্কেট ট্রেন্ড দেখে ও বুঝে । তাই গরুর মত ট্রেড না করে ট্রেডে মাঝে মধ্যে বিরতি দেওয়া উচিত । তাহলে আমি মনে করি মার্কেট এনালাইসিস করতে ও মার্কেট ত্রেন্ড বুঝতে অনেক ভাল হবে ও প্রফিট ও অনেক করা যাবে ।
ফরেক্স ট্রেড খুব একটা কঠিন কাজ। এখানে ট্রেড করতে গেলে ট্রেডেদার কে বিভিন্ন বিষয়ের উপর নজর রাখতে হয়। এজন্য আমি মনে করি ট্রেডিং করার সময় বিরতি দেওয়া উচিত কারন মানুষ তো আর মেশিন না বিরতিহিন কাজ করলে অনেক সময় মানুসের ব্রেন কাজ করে না ।ফলে সে মার্কেট এ ট্রেড করার সময় ভুল করতে পারে । এ জন্য ট্রেডে বিরতি প্রয়োজন ।