-
২৫ ভাগই ঠিক হবে বেশি আশা করলে আপনি বড় বড় লটে ট্রেড নিবেন ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ধারা খাবেন । তাই প্রফিট সব সময় একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে । আর প্রফিট করলে সাথে সাথে ওই দিনের জন্য ট্রেডিং বন্ধ করে দিতে হবে বলে আমি মনে করি । তাহলেই ভাল হবে ।
-
28 ভাগ আয় করা মানে খুব ভাল। *কিন্ত আমার মনে হচ্ছে যদি কেহ ধৈর্যের ট্রেনিং সেন্টার দিতো আমি সেখানে প্রথম ছাত্র হতাম। কারন আমার ধৈর্য্য নেই প্রফিট দরকার আরো বেশি যার কারনে মাস শেষে কিছুই থাকে না বরং চাকুরীর টাকা থেকে আরো ডিপোজিট করতে হয়্
-
২৫ ভাগ আমার কাছে অনেক বেশি মনে হয় কারন আমি যদি আমার ব্যালেন্সের ২৫ ভাগ প্রতি মাসে লাভ করতে চাই তাহলে আমাকে অনেক বেশি রিক্স নিতে হবে।আর কোন যদি বিপরীত ঘটে তাহলে বিশাল লসসের সম্মূখিন হতে হবে।আমি প্রতি মাসে আমার একাউন্টের ১৫ ভাগ লাভ করতে পারলেই খুশি থাকবো।
-
ফরেক্স মার্কেটে সবার প্রথমে আমি আমার যে পরিমান বিনিয়োগ করা থাকবে মার্কেটে সেই পরিমান তুলার পর শুধু মাত্র ২০% লাভ হলে আমি অনেক খুশি থাকব । যেমন আমি যদি ৫০০ ডলার বিনিয়োগ করে যদি ২০% পাই লাভ তাহলে এক মাসে এর থেকে আর কিছু চাওয়া নেই । আর যদি সুযোগ পাওয়া যায় তাহলে এর থেকে ৮০% লাভ করা যায় এক মাসে ।
-
ব্যালেন্সের ২৫ ভাগ প্রতি মাসে লাভ করতে চাই তাহলে আমাকে অনেক বেশি রিক্স নিতে হবে । একজন প্রফেশনাল যখন অনেক দিন ফরেক্স করতে করতে প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে হয় । অামরা কম করে লোভ করব তাহলেই অামরা সফলকাম হতে পারব । অামরা অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
আমি প্রতি মাসে 5% থেকে 10% প্রফিট হলেই খুশি এবং সন্তুষ্ট৷কিছু প্রফিট নিয়ে মাস শেষ করতে পারলেই যথেষ্ঠ সুখ মনে করি৷লস দিয়ে মাস শেষ হলে মনে ব্যাথা থাকে৷আগ্রহ কমে যায়,কষ্ট লাগে৷আবার ভালো করে স্টাডি করা লাগবে৷ সঠিক ভাবে এনালাইসিস করতে হবে৷তাই অল্প অল্প করে প্রফিট নিয়ে মাস পাড়ি দিতে পারলেই বেচেঁ যাই৷
-
১০-১৫% হলেও আমি খুশি। কেননা এখানে আমার ইঙ্কাম হচ্ছে। আর মজার বিষয় হলো এখানে আপনি যে কোন সময় ট্রেড করে লাভবান হতে পারছেন। আর ফরেক্স এ বেশি লাভ করা ভালো নয়। এখানে অল্প অল্প করে বেশি লাভ করে খুশি থাকাটাই ভাল।
-
ফরেক্স মার্কেট এ আমি ২৫% ইনকাম করতে পারলে খুশি কারন আমি যদি ফরেক্স মার্কেট এ রিস্ক ছাড়া ২৫% ইনকাম করতে পারলে আমি খুশি কারন আপনি যদি বাংলাদেশ এর ব্যাংক এ ১০০০০০ টাকা রখেন তা হলে আপনি ব্যাংক থেকে সুদ পাবেন ৭০০ টাকা থেকে ১০০০ টাকা আর এই ১০০০০০ টাকা দিয়ে যদি আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তা হলে আপনি পাবেন ২৫০০০ টাকা এই ভাবে আপনি ৪ মাস ট্রেড করলে আপনার আসল টাকা উঠে আসলো তারপর যা ইনকাম করলেন তা আপনার প্রতিমাস এর লাভ
-
এই আয় টা আমার মএ খারাপ না। ২৫ ভাগ আয় করা খুব অই ভালো। এর চেয়ে বেশী আশা করে লস দেওয়ার দরকার নেই। ফরেক্স ২০-২৫% আয় করা সবচেয়ে নিরাপদ। এর চেয়ে বেশী আয় হতে পারে। কিন্তু কম নিয়ে সনুষ্ট থাকা ভা্লো।
-
আমি অব্যশই মাসে ২৫% আয় করতে পারলে খুশি। কারন এটা আমার জন্য যথেষ্ট। কেননা যদি আমার বেশী ব্যলেন্স থাকে তাহলে আমি লট সাইজ বারালেই আমি বেশী প্রফিট করতে পারব। ফরেক্স অল্প অল্প করে আয় করাটাই নিরাপদ।