ফরেক্স মার্কেটে ব্যাবসা করে অনেক তাড়াতারি বড়লোক হওয়া যায় সে জন্য ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করা,ফরেক্স মার্কেট এর নিউজ নিয়মিত দেখা,ফরেক্স ট্রেডিং করার সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা,এবং মানিম্যানেজমেন্ট ঠিক মত ব্যাহার করতে হবে।
Printable View
ফরেক্স মার্কেটে ব্যাবসা করে অনেক তাড়াতারি বড়লোক হওয়া যায় সে জন্য ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করা,ফরেক্স মার্কেট এর নিউজ নিয়মিত দেখা,ফরেক্স ট্রেডিং করার সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা,এবং মানিম্যানেজমেন্ট ঠিক মত ব্যাহার করতে হবে।
ফরেক্স একটি ব্যবসা যে ব্যবসা করলে অতি দ্রত যেমন ধনি হওয়া যাই তেমনি ফরেক্স সম্পর্কে না বুঝে ট্রেড করলে অতি তারাতারি ধ্বংস হওয়া যাই। ফরেক্সে ব্যবসা করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন ও ট্রেড করার দিক থেকে যদি ভালো অবিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি অতি তারাতারি ধনি হতে পারবেন।
আ জা ( আল্লাহ জানেন )। কিভাবে ধনী হওয়া যায় তা একমাত্র একজনই জানেন। হায়াত, মউত, রিজিক, দৌলত সব বিধাতার হাতে। আমরা ধনী হওয়ার চেষ্টা করতে পারি মাত্র। আমাদেরকে ভালভাবে বিভিন্ন এনালাইসিস নিয়ে ডেমোতে পড়ে থাকতে হবে। ভাল প্রাকটিস আমাদেরকে ভাল দক্ষতা দিবে।
ফরেক্স মার্কেট আপনি যদি আপনার মত করে সাজাতে পারেন তাহলে আয় করা আপনার জন্য বেশি একটা কস্টের কাজ হবে না। কারন ফরেক্স মার্কেটে টাকার কোন অবাব নেই বা এটা কখনো শেষ হবার না। যদি আপনার চিন্তার সাতে ট্রেড মিলে যায় তাহলে ধনী হয়া খুব কম সময় লাগবে।
যত দ্রুত ধনী হতে চাইবেন আপনার লস করার সম্ভাবনা ততই বেড়ে যাবে । তাই আমি মনে করি ফরেক্স কে দ্রুত ধনী হবার পথ মনে করাটা খুবই বোকামি । ফরেক্স ট্রেডিং কোন দ্রুত ধনী হবার পথ নয় । বরং ফরেক্স ট্রেডিং অন্যান ব্যবসায়ের চাইতেও কঠিন একটি ব্যবসায় হিসেবে বলা যায় । তাই ফরেক্স ট্রেডিং এর প্রতি গুরুত্ব দিতে হবে ।
ভাই আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে অতি সহজেই ধনি হওয়ার চিন্তা করেন তাহলে আপনি আপনার একাউন্ট খালি করে বসে থাকবেন।কারন ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি যদি ট্রেড করে বেশি লাব এর আসা করেন তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেননা।আমি ফরেক্স মার্কেট থেকে বেশি টাকা আয় করার ইচ্চাই ট্রেড করি না।কারণ আমি জখনি বেশি ট্রেড করি তখনি আমি লস করতে থাকি।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করে অতি সহজেই ধনি হওয়া যাই না।
আসলে ধনী হওয়া যাবে না ফরেক্স করে তা কিন্ত নয় । তবে শুধু বাই এবং সেল করলেই কিন্ত ধনী হতে পারবেন না । কারণ ফরেক্স মার্কেটে আমাদে মত নতুন ট্রেডাররা বাই সেল করেই ৯৫% এর মত লস করে মার্কেট থেকে হতাশ হয়ে চলে যায় । যে ৫% টিকে তারাই লেগে থাকে এবং ভবিষ্যতে অনেক বড় মাপের ট্রেডার হয়ে থাকে । অার ফরেক্স মার্কেটে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেকে দক্ষ করতে হবে আর অর্জিত দক্ষতা ও ভাল পরিমাণেল একটা ব্যালেন্স রেখে তবেই আপনি পারবেন বেশি করে লাভ করে ধনী হতে ।
ফরেক্স মার্কেটে লস করার কারন গুলোর মধ্যে অতি দ্রুত ধনী হবার ইচ্ছে বা লোভ অন্যতম ।তাই আগেই সাবধান হন ।মনে রাখবেন ফরেেক্স যদি আপনি ভাল দক্ষ ট্রেডার হতে পারেন তবে এখান থেকে ভাল আয় করতে পারবেন ।
আমি বলবো ফরেক্স মার্কেটে দ্রুত ধনী হওয়ার সহজ বা সরল কোন পথ নেই।একটা কথা বলা ভাল আপনি যদি দ্রুত ধনী হওয়ার সপ্ন নয়ে ফরেক্স করেন তাহলে ফরেক্স মার্কেট হতে আপনাকে অচিরেই বিদায় নিতে হবে।ফরেক্স মার্কেট ট্রেড করার মাধ্যমে ধনী হওয়া যায় কিনা তা আমি সঠিকভাবে বলতে পারবো না।কিন্তু এটুকু বলতে পারবো ফরেক্স মার্কেটে সঠিক ভাবে ট্রেড পরিচালোনার মাধ্যমে নিজেকে আর্থিক ভাবে সাবলম্বী করতে পারবো।
ফরেক্স মার্কেট বেশ প্রফিটেবল একটি মার্কেট। এই মার্কেটে অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডাররা যেমন অল্প সময়ের ভিতরেই অনেক টাকা কামাতে পারেন তেমনি অপর দিকে অনভিজ্ঞ ট্রেডাররা এই মার্কেটে অল্প সময়ে নিজের একাউন্ট জিরো করে ফেলতে পারেন। সফলতা নির্ভর করে নিজের জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতার উপর।