-
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
-
আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের অনেক বেশি পরিশ্রম করে ট্রেডিং করতে হবে,তাই ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেডিং করার মত আমার সময় নেই তাই আমি।ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে হলে প্রথমে ভাল ভাবে ট্রেডিং শিখা,তাই ফরেক্স এনালাইসিস করে যাচ্ছি।
-
ফএএক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে পারলে আপনাকে অথবা কাউকেই ফোল টাইম ট্রেডার হয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। কারন ফরেক্স মার্কেট সপ্তাহের পাচ দিন খোলা থাকে আপনি ইচ্ছে করলে যে কোন সময় আপনি ট্রেড করতে পারবেন।আর ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন।
-
যেহেতু ফরেক্স এর মাধ্যমেই ভবিষ্যত গড়ার ইচছা তাই এখানে ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য আপনাকে নিজের ট্রেডিং এর উপরে কনফিডেন্স থাকতে হবে। ফানডামেনটাল এবং টেকনিক্যল এনালাইসিস করে ট্রেডিং করতে হবে ।
-
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে।
কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
-
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের কারনে॥ ফরেক্স মার্কেটে যারা অল্প অল্প করে সফলতা নিয়ে আগাচ্ছে তাদের অনেকেই মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য মনস্থির করে । মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য ট্রেডারকে কতগুলো বিষয় প্রতি দৃষ্টি রাখতে হয় যেমন নিজের উপর কন্ট্রোল, ট্রেড ওপেনিং এ সতর্কতা, ইমোশনাল না হওয়া ইত্যাদি ।
-
এখন তো আমি স্টুডেন্ট তাই বাধ্যতামূলক ভাবেই হাফ টাইম ট্রেডিং করতে হচ্ছে.কিন্তু আমর আশা আমি ভবিশ্সতে ফরেক্স ট্রেডিং ফুল টাইম হিসেবে করব.তবে তা ঠিক যে এই লম্বা সময়ে যেমন আপনার লাভ এর বেশি হিতে পারে তেমনি আপনার লস এর পরিমান ও বেশি হতে পারে.তাই এই লম্বা সময়টা ত্রাদের দের অনেক চিন্তা ভাবনার সাথে ট্রেড করতে হয়.
-
ফরেক্সে ফুল্টাইম ট্রেডার হওয়া অনেক পরিশ্রমের ব্যাপার। ফরেক্সে টিকে থাকাটাই হল সবচেয়ে চ্যালেঞ্জ।।। আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা সবাই মুটমুটি ফরেক্সে কমবেশি লস করেছি।।। লস থেকে শিক্ষা লাভ ও করেশি।।।। তাই লস থেকে শিক্ষা নিয়ে যারা এগিয়ে যেতে পারবেন তারাই এখানে ফুল টাইম টিকে থাকার আসা করতে পারেন।।।।।
-
ফরেক্স মার্কেটে যেমন ফুল টাইম করা অনেক কষ্ট সাধ্য বেপার তেমনি আপনি পার্ট টাইমে ফরেক্স করেও ভাল করতে পারবেন না । সবার আগে আপনাকে ফরেক্স করা শিখতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে আপনি ফরেক্সকে কীভাবে নিতে চান সেটার উপর । আশা করছি বুঝছেন ।