ফরেক্সে শুরুতে সবাই অনেক প্রফিট করে, এবং আমি ও করেছিলাম। একদিনে তিনশ ডলার আয় করেছিলাম। পরের দিন আবার সব লস করেছিলাম। আসলে ফরেক্স অভিজ্ঞতার বিকল্প নেই। কারন আপনি হয়তো অল্প সময় অনেক প্রফিট করতে পারেন কিন্তু সেটাকে ধরে রাখাই মুল বিষয়।
Printable View
ফরেক্সে শুরুতে সবাই অনেক প্রফিট করে, এবং আমি ও করেছিলাম। একদিনে তিনশ ডলার আয় করেছিলাম। পরের দিন আবার সব লস করেছিলাম। আসলে ফরেক্স অভিজ্ঞতার বিকল্প নেই। কারন আপনি হয়তো অল্প সময় অনেক প্রফিট করতে পারেন কিন্তু সেটাকে ধরে রাখাই মুল বিষয়।
আসলে বেশিরভাগ ক্ষেত্রে যে সব নতুন ট্রেডার ফরেক্স মার্কেটে লাভ করে তাদের বেশির ভাগ হল ভাগ্যর জোরে লাভ করে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে যে সব নতুন ট্রেডার লস করে তাদের বেশিরভাগ কারণ হল সঠিকভাবে মানিম্যানেজমেন্ট অণুসরন না করা ,( আমি নিজেও একজন নতুন ট্রেডার ) আমি নিজেও যখন একদম শুরুর দিকে ফরেক্স মার্কেটে ট্রেড করি তখন আমার লক্ষ্য ছিল যে আমি শুধু মাত্র প্রফিট করব !! অর্থ্যাৎ দক্ষতা কিংবা ট্রেডিং কৈশল আয়ত্তে আনার চাইতেও আমাদের বেশিরভাগের লক্ষ্য থাকে যে শুধু প্রফিট আর প্রফিট করব!!! যেটা লুজার হওয়ার অন্যতম কারণ তাই প্রফিটের পিছনে না ছুটে দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বিকার করতে হবে
আপনার শিরোনামের সাথে পোস্ট টা খুব বেশি অপ্রাসঙ্গিক মনে হয়েছে। আপনি ফরেক্স নিয়ে আলোচনার পরিবর্তে খাওয়া নিয়ে আলোচনা করছেন। যাই হোক আমার দেখা মতে অধিকাংশ ট্রেডারই বিগিনিং পর্যায়ে অনেক লস করেন। যারা একটু লাভ করেন তাদের লাভের পরিমানও বেশ সীমিত। অর্থাৎ নতুন অবস্থায় প্রফিট করাটা বেশ কষ্টকর। সেক্ষেত্রে একজন নতুন অবস্থায় কি করে প্রফিট করবে।
শুরুতে সবাই প্রফিট করতে পারে এ কথা পুরোপুরিভাবে সত্যি নয় । তবে অনেকেই অনেক বেশি প্রফিট করতে পারে । এর একটি কারন হতে পারে ভয় হীন ভাবে সিন্ধান্ত নেয়া । শুরুতে কম জানে তাই মার্কেট সম্পর্কে ভয়ও কম থাকে । এ কারনেই প্রফিট কম হয় ।
যারা ফরেক্সে ট্রেড ক্যাবল নতুন শুরু করে তারা ট্রেড করা সম্পর্কে খুব সতর্ক থাকে কারণ তারা মনে করে একটু ভুল হলে লস হয়ে যাবে। ফরেক্স শুরুতে অল্প পারছেনট দিয়ে ট্রেড করে এবং লসের সম্মুখীন দেখলে তারা তারি ক্লস করে দেই। যারা প্রথমে ট্রেড করে তারা মনে করেন বেশি ট্রেড করা যাবেনা।
আমার মতে আমরা যখন নতুন থাকি তখন একটা ট্রেড করার আগে অনেক ভেবে ট্রেড ওপেন করি এবং ট্রেড ওপেন করতাম ০.০১ লটে আর এখন একটু বুঝি তাই ০.১ এ লটে ট্রেড ওপেন করি আর তাই এখন লস করি কারন এখন বেশি বুঝি, আমার মতে আমাদের এত বেশি ওভার কনফিডেন্ট নিয়ে কাজ করা ভাল না দিকে এত বেশি ওভার ছিলাম না তাই এত রিস্কও নিতাম না তাই তখন ট্রেডে প্রফিট করতাম আর এখন ট্রেডে লস করি।
ফরেক্স মার্কেটে প্রথমে সবাই লাভ করার অনেক কারন রয়েছে। আর এর মধ্য প্রথম কারন হচ্ছে ফরেক্স মার্কেট না বুঝে ট্রেড করে এমকি অনেক লাভ করে থেকে।কিন্তু এই লাভটা বেশি দিন স্থায়ি হয় না দেখা জায় যে দশ দিন লাভ করে একদিনেই একাউন্ট জিরু করে ফেলে। তাই আমাদের বুঝে শুনে ট্রেড করা উচিত।
ফরেক্সের শুরুতে সবাই খুব বেশী লাভবান হয়ে থাকে কারণ সে সময় অনুভূতি এবং আবেগ দিয়ে ট্রেড করে । সে ট্রেড বেশী দিন স্হায়ীত্ব হয় না । আবেগ অনুভূতি দিয়ে কখনো ট্রেড করা যায় না । সে ট্রেড করলে অবশ্যই লসে পড়তে হবে । সুতরাং আমরা ধৈর্য্য ধারণ করে তারপর ট্রেড করব ।
ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করার সময় যারা নতুন ট্রেডার তারা অনেক প্রফিট করে থাকে কারন নতন অবস্থায় অনেক কিছু না জেনে ট্রেডিং করে থাকে বিধায় এই সময়ে বেশির ভাগ ট্রেডার প্রফিট করলেও পরে তা টিকে থাকেনা কারন ট্রেডিং করার মত ভিত্ত না গঠন করে ট্রেডিং করে থাকে না তাই ভাল ট্রেডিং না শিখে ট্রেড করা ঠিক না।
আমরা শুরুতে নিয়ম মেনে ট্রেড করি পড়ে যখন লাভ করতে থাকি নিজেকে ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার মনে করি। এর ফলে বড় ভলিউমে ট্রেড করি আর লস করতে থাকি একসময় একাউন্ট জিরো করে মার্কেটে দর দোশ দিতে থাকি।