-
একই সময়ে একই পেয়ারে একই লটে বাই এবং সেল করাকে হেজিং বলে।সমান লটে বাই এবং সেল এন্ট্রি নিলে যখন ভালো পজিশন বুঝতে পারা যায় তখন বাই অথবা সেল ক্লোজ করে প্রফিট করে নেওয়া যায়।এজন্য হেজিং একপ্রকার স্ট্রাটেজি হিসেবে পরিনত হয়েছে। আমি নিজেও মাঝে মাঝে হেজিং স্ট্রাটেজি ব্যবহার করে প্রফিট করে থাকি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করেছি অনেক দিন হলো । অামিও আমর এক ভাইয়ের কাছে থেকে ধারণা নিয়ে হেজিং স্ট্রেটিজি করা শুরু করেছিলাম । ভালই প্রফিট হয় । তবে যেদিন একটা ট্রেড আপনার আয়ত্বের বাইরে চলে যাবে সেদিন আপনাকে আপনার ব্যালেন্স খালি করতে হবে । যেকোন একটা স্টেট্রেজিতে ৬মাস ডেমো ট্রেড করে লাভজনক পর্যায়ের যাওয়ার পরই আপনার আপনার রিয়েল ট্রেড করা উচিত। যদি হেজিং স্ট্রেটেজি প্রয়োগ করে ট্রেড করতে হয় তাহলে ভাই ট্রেড করারই প্রয়োজন নাই। আগে ভালভাবে ফরেক্স শিখে তারপর ট্রেড করুন লাভ হবে।
-
হেজিং হলো ফরেক্স এর হাত বদল করা যেটাকে বলা হয় মুদ্রা সেল করা একজন থেকে অন্য আরেকজনকে মুদ্রা সেন করাকে হেজিং বলে তবে যখন মুদ্রামান এর উপর ই করে দুজনের সম্মতি ভাবে মুদ্রা কেনাবেচা করা হয় এবং তা থেকে যে লাভ হয় ধুলো থেকে হাত বদল করে তাকে বলে হেজিং বলে তবে হেজিং এর মূল কথা হলো একজন থেকে অপরজনের হাত বদল করা।
-
ফরেক্স ট্রেডিং এ হেজিং এ বলতে একই পেয়ারে দুইটি কারেন্সি এর মধ্যে ট্রেডিং করার সময়। ফরেক্স এ আমরা উভয় কারেন্সি তে বাই এবং সেল করে ট্রেড করতে হবে। ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের প্রচুর সময় দেয়ার প্রয়োজন নেই ।তবে যারা হেজ করে আমি আমার দৃষ্টিকোন থেকে তাদেরকে ট্রেডার হিসেবে মানতে নারাজ। কারণ মার্কেট এ দুইটার যে কোন একটা ঘটবেই তা হল হয় আপ না হয় ডাউন। যে কোন একটা প্রেডিক্ট করতে পারাই ট্রেডিং তাই নয় কি।
-
আমার জানামতে ইহা একটি চরম ফাউল স্ট্রাটেজি। কেননা এখানে একদিকে লাভে লাভ হতেই থাকবে আবার অন্যদিকে খালি লস এর পাল্লা বাড়তেই থাকবে। তবে যারা হেজ করে আমি আমার দৃষ্টিকোন থেকে তাদেরকে ট্রেডার হিসেবে মানতে নারাজ।তবে যারা হেজ করে আমি আমার দৃষ্টিকোন থেকে তাদেরকে ট্রেডার হিসেবে মানতে নারাজ। কারণ মার্কেট এ দুইটার যে কোন একটা ঘটবেই তা হল হয় আপ না হয় ডাউন। যে কোন একটা প্রেডিক্ট করতে পারাই ট্রেডিং তাই নয় কি।
-
হ্যাজিং হলো একটি পেয়ারে সেল ও বাই দুইটি সম পরিমান লটে এন্ট্রী নিয়ে ব্যালেন্স বাচানোর বৃথা ও রিস্কি চেষ্টা করা ৷ আপনার ভূল এনালাইসিসের ফলে একটি ওপেনিং ট্রেড যখন প্রচুর লসের দিকে চলে যাচ্ছে তখন ঐ অপেনিং লটের সম পরিমান আরেকটি বিপরীত এন্ট্রী করা হয় যেন ব্যালেন্সটা জীরো হয়ে না যায় ৷ এটা নতুন ট্রেডারগন এনালাইসিস না বোঝার কারনে প্রায়ই করে থাকেন ৷
-
আমার মনে হয় খুব কম ট্রেডাররাই এই কৌশল ব্যবহার করে থাকেন, আর সাধারণত অনেক বড় বড় ট্রেডাররাই এই কৌশল ব্যবহার করেন। আমার মনে হয় এই কৌশল অনেক কঠিন অন্যান্য কৌশল থেকে আর এই কারণেই ট্রেডাররা এই কৌশল এড়িয়ে চলেন। কারণ মার্কেট এ দুইটার যে কোন একটা ঘটবেই তা হল হয় আপ না হয় ডাউন। যে কোন একটা প্রেডিক্ট করতে পারাই ট্রেডিং তাই নয় কি।
-
আমার মনে হয় খুব কম ট্রেডাররাই এই কৌশল ব্যবহার করে থাকেন, আর সাধারণত অনেক বড় বড় ট্রেডাররাই এই কৌশল ব্যবহার করেন। আমার মনে হয় এই কৌশল অনেক কঠিন অন্যান্য কৌশল থেকে আর এই কারণেই ট্রেডাররা এই কৌশল এড়িয়ে চলেন। মার্কেট এ দুইটার যে কোন একটা ঘটবেই তা হল হয় আপ না হয় ডাউন। যে কোন একটা প্রেডিক্ট করতে পারাই ট্রেডিং তাই নয় কি।
-
ফরেক্স থেকে প্রফিট করার জন্য সিস্টেম এর কোন অভাব নেই। যে যেভাবে মার্কেট থেকে প্রফিট করে নিতে পারে। কেউ হেজিং করে ভালো প্রফিট করে। আবার কেউ স্টপ লস ব্যবহার করা ছাড়াই ফরেক্স মার্কেট থেকে প্রফিট করছে। প্রফিট করাটা নিজের কাছে।
-
আমি ফরেক্স হেজিং স্ট্রাটিজি সম্পর্কে একটু বিশ্বাসি না । কারন পরস্পর বিপরীত দিকে ট্রেড খুললে বেশিরভাগ ক্ষেত্রে লসের সম্মুখীন হতে হবে । কারন আপনার যখন লাভ হবে তখন তাড়াতাড়ি ক্লোজ করে দিবেন আর যখন লস হবে তখন অপেক্ষা করতে থাকবেন আর এ কারনেই ধরা খাবেন । আমি এসব স্ট্রাটিজি কিছুদিন ট্রাই করেছিলাম লাভ হয়নি ।