আপনি যে কোন ব্যবসাই করেন না কেন কিছুটা লাভ লসের ঝুকি নিতেই হয়, কিন্তু অন্য ব্যবসা বিবেচনায় ফরেক্স ব্যাবসা যেমন লাভজনক তেমন ঝুকিপূর্ন, যখন আপনি যদি না বুঝে ট্রেড শুরু করেন তাহলে আপনার জন্য খুব রিস্কি হবে ।
Printable View
আপনি যে কোন ব্যবসাই করেন না কেন কিছুটা লাভ লসের ঝুকি নিতেই হয়, কিন্তু অন্য ব্যবসা বিবেচনায় ফরেক্স ব্যাবসা যেমন লাভজনক তেমন ঝুকিপূর্ন, যখন আপনি যদি না বুঝে ট্রেড শুরু করেন তাহলে আপনার জন্য খুব রিস্কি হবে ।
ঠিক কথা বলেছেন ভাই আমারা শুধু ফরেক্স মার্কেটে সবাই লাভটা দেখছি যে শুধু লাভ আর লাভ করব কিন্তু এই লাভের পিছনে যে অনেক লস থাকে সেটা সম্পর্কে যদি আপনি ধারনা নানেন তবে আপনি ভুল কপ্রবেন বমে আমি মনে করি। তাই লাভের সাথে অনেক লস হতে পারে বলে মনে করি।
হ্যা আমাদের সবাইকে এই বিষয়টি মাথায় রাখা উচিত । ফরেক্স মার্কেট যেমন লাভজনক তেমনই ঝুকিপূর্ণ । মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন লোকই লস করে । আর এই ৯৫ জনের ৯০ জনই হচ্ছে নতুন ট্রেডার । তাই মার্কেটে নতুনরা এই ব্যাপারটি খেয়াল রাখা উচিত । মার্কেট থেকে যদি আপনি শুধু লাভ করতে চান তাহলে আম বলব এটা একটা বুকামি ।
হ্যা আপনি সুন্দর কথা বলেছেন আমি আপনার সাথে একমত ফরেক্স যেমন লাভজনক তেমন ঝুকিপূর্ন | ফরেক্স থেকে আপনি যত সহজে আয় করতে পারবে থিক তত সহজে লস ও করতে পারেন | তবে ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি দক্ষতা ছারা ফরেক্স থেকে আয় করা যায় না |
ফরেক্স যেমন লাভজনক তেমন ঝুঁকিপুর্ন এটা একদম বাস্তব। ফরেক্স সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে হবে। তাহলে রিস্ক অনেকাংশে কমে যাবে। আর বাস্তব হচ্ছে এই যে, লাভ করতে হলে আপনাকে কিছু রিস্ক নিতে হবে। তবে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করলে রিস্ক অনেকাংশে কমে যাবে। একজন ট্রেডারকে সবসময় মানি ম্যানেজমেন্টের ব্যাপারে সজাগ থাকতে হবে। তাহলে আপনার জন্য ফরেক্স মার্কেটে সফলতা এর্জন অনেকাংশে সহজ হয়ে পড়বে।
ফরেক্স বাবসা ঝুকিপূর্ন কিন্তু আপনি ফরেক্স ভাল করে শিখতে পারলে আপনি ভাল করতে পারবেন । আপনি নিওম মেনে ফরেক্স করতে পারলে আপনি রিস্ক ছাড়া ফরেক্স করতে পারবেন । যারা নতুন তারা রিক্স নিয়ে বাবসা করে ফরেক্স বাবসা করে ঝুকিপূর্ন ফরেক্স করে থাকেন । আপনি ঝুকিপূর্ন ছাড়া ফরেক্স করতে পারেন ।
ফরেক্স লাভজনক ব্যবসা বলেই আমরা লোভ পরে যাই। আর ফরেক্স ঝুকিপূর্ণ বলেই একাউন্ট জিরো হয়ে যায়। আমাদের উচিত অতিরিক্ত লোভ থেকে বিরত থাকা। এবং ঝুকি কমাতে লিভারেজ কম নেয়া। নিজস্ব একটি ট্রেডিং ম্যানেজমেন্ট তৈরী করা।
আপনি পরিশ্রম করলে তার ফলাফল অবশ্যই পাবেন ।আপনি সময় নিয়ে ফরেক্স এ পরিশ্রম করেন এবং আপনি যখন টাকা উপার্জন শুরু করবেন দেখবেন আপনার সমস্যা গুলো তখন আপনাকে ছেরে যাবে তাই বলা যায় যে ফরেক্স আপনার জীবনকে সুন্দর করে দিবে যদি আপনি পরিশ্রম করেন।
ভাই আপনি থিক বলেছেন ফরেক্স যেমন লাভজনক তেমন ঝুকিপূর্ন ফরেক্স মাকেট করে অনেক লস করছে আবার ফরেক্স করে লাভ করে অনেক টাকার মালিক হচ্ছে | তাই ফরেক্স মাকেট করার আগে ভাল ভাবে বুঝে শুনে ফরেক্স মাকেট কোড়া ঠীক হোবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
আবেগ নিয়ন্ত্রণ করা ফরেক্স ব্যবসার সফলতার চাবি। সাথে ফান্ডামেন্টাল টেকনিক্যল জ্ঞান থাকা দরকার। ফরেক্স যেমন লাভের জায়গা তেমনি লসের জায়গা। ইনডিকেটর এর নির্দেশনা গুলো বুঝে এনালাইসিস করে নিয়মিত ট্রেড করলে সফলতা আশার সম্ভাবনা বেশি।