অবশ্যই আমাদের কে ট্রেড করার আগে কোথায় স্টপ লস ব্যাবহার সেটা সম্পর্কে আমাদের সঠিক ধারনা থাকতে হবে তাহলে আমাদের অনাকাঙ্ক্ষিত লস থেকে বাস্তে পারব।ফরেক্স মার্কেটে মাঝে মাঝে জর বয়ে যায় সেই জর থেকে বাস্তে হলে আমাদের স্টপ লস খুবই প্রয়োজন।
Printable View
অবশ্যই আমাদের কে ট্রেড করার আগে কোথায় স্টপ লস ব্যাবহার সেটা সম্পর্কে আমাদের সঠিক ধারনা থাকতে হবে তাহলে আমাদের অনাকাঙ্ক্ষিত লস থেকে বাস্তে পারব।ফরেক্স মার্কেটে মাঝে মাঝে জর বয়ে যায় সেই জর থেকে বাস্তে হলে আমাদের স্টপ লস খুবই প্রয়োজন।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে আপনি স্টপ লস ব্যবহার করার ধরকার নেই কারন আপনি যদি বেশি ডিপোজিট করেন তবে আপনার স্টপ লস ব্যভার করে নাভ নেই। তবে আপনার ব্যলেন্স যদি কোম হয় তবে তবে আপনি স্টপ লস ব্যবহার করতে পারেন বলে আমি মনে করি।
স্টপ লস ইউস করলে একাউন্ট অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা পায়। প্রতি ট্রেডে আপনার অনুমিত ঝুকি অনুযায়ী স্টপ লস লাগাতে হয়। অনেক সময় দেখা যায় স্টপ লসে প্রাইস আগে হিট করে তারপর আপনার টার্গেট এর দিকে মার্কেট যায়। কিন্তু আপনার ট্রেড তো বন্ধ হয়ে গেছে। এর একটি কারন হল আপনি মার্কেটে সময়ের আগে এন্ট্রি করেছেন। এই সকল ট্রেডার দের স্টপ লস বাড়ানো উচিত প্যহবা না ইউস করা ভাল।
স্টপ লস আপনি আপনার এন্ট্রি পয়েন্ট এর উপর নিরভর করে আর আপনি যদি হুট হাট ট্রেড নেন তবে এস এল খাবেন এটাই সাভাবিক কারন একটু অপেক্ষা করলে মারকেট আপনার দিকেই আসতো। তবে মারকেট এর সাপোরট আর রেসিস্ট্যান্স লেভেল গুলো একটু বিবেচনায় রেখে যদি আপনি ট্রেড করেন তবে ১ঃ২ মানে স্টপ লস ৫০ পিপ্স থাকলে ১০০ পিপ্স টীপী।
স্টপ লস প্রত্যেক্টি ট্রেড এর সময় কি অনুপাতে দেয়া উচিত আমি ট্রেড করলে শুধু স্টপ লস হিট করে তারপর আবার ট্রেড আমার দিকে ঘুরে দাড়ায়। তাহলে আমার কি করা উচিত?
আমি মনে করি আমাদের কে ট্রেড করার আগে কোথায় স্টপ লস ব্যাবহার করতে সেটা আমাদের কে বের করতে হবে। তবে বেশি স্টপ রস ব্যাবহার করার আগে আমাদের কে চিন্তা করে দিতে হবে।কারন অনেক সময় স্টপ লসের কারন হয়ে দাড়ায় এই স্টপ লস।
আমি স্টপ লস ব্যবহার করিনা । লাভ পাচ্ছি ইনশাল্লাহ। আমি মুভিং এভারেজ ক্রসিং নিয়ে কাজ করি।অনুকূলে ট্রেডে এন্ট্রি ২/৩ টার বেশী পাই না। তাতেই আমার ভাল লাভ হয়। টাইমফ্রেম ৪ ঘন্টার নিচে আমি দেখি না। আমার কাছে এটাই মূল সুত্র মনে হচ্ছে। (EMA-14 and EMA-50)
ভাই আমি ফরেক্স নতুন তাই আমার বর ভাইদের কথা অনুশারে আমার মনে হয় আপনি টপ লস কম দেও্য়া উচিত আর প্রফিট বেশি দেওয়া উচিত | তবে আমার মনে হয় আপনাকে মাকেট অনুশারে তা সেট করা ইথিক হবে | ফরেক্স এর সাথে থাকুন ফরেক্স থেকে আয় করা সম্ভব|
স্টপ লস ফরেক্স মার্কেটে ট্রেডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা ভালো হলে স্টপ লস বেশি দিতে পারেন। আর যদি ফরেক্স মার্কেটে নতুন হোন তবে স্টপ লস কম দেয়া ভালো। এতে মূলধন হারানোর ভয় থাকেনা।
এটা নির্ভর করবে আপনার উপর যে আপনি কতটুকু রিস্ক নেবেন।তবে একটা একাউন্টের উপর সর্বোচ্চ ৫ % রিস্ক নেওয়া ঠিক হবে।তাই স্টপ লস এমন খানে সেট করতে হবে যাতে আপনার ব্যলেস্নের উপর তেমন একটা ক্ষতি হবে না।যদি আপনার ইনভেস্ট ১০০ ডলার হই তাহলে আপনি ৫ ডলার পর্যন্ত লস বহ্ন করবেন।