আসা করি সবাই আল্লাহুর রহমতে ভালআছেন , আমারা জানি ব্যাকার জাতির জন্য একটি অভিসাপ, ব্যাকার মানুষকে বিভিন্ন অপরাধ জগতে নিয়ে জায় ও যার কারনে মানুষ বিভিন্ন খারাপ কাজ করে যেমন চুরি ,ডাকাতি ইত্যাদি, তবে আমি মনে করি সবাই যদি ভালকরে কাজ শিক্ষে ফরেক্স এ সময় ব্যায় করে তাহলে সবার জন্য ভাল হবে আশা করি ।