হ্যা আপনি ঠিকই বলেছেন বাংলাদেশ একসময় স্বয়ংসম্পূর্ন ছিল বাহিরের দেশের লোকেরা এখানে এসে বানিজ্য করতো যদিও সেসময়ের মতো এখন আর নেই তবে দিন দিন বাংলাদেশ যেভাবে উন্নতি করছে তবে হয়তো হারানো ঐতিহ্য ফিরে আসবে।
Printable View
হ্যা আপনি ঠিকই বলেছেন বাংলাদেশ একসময় স্বয়ংসম্পূর্ন ছিল বাহিরের দেশের লোকেরা এখানে এসে বানিজ্য করতো যদিও সেসময়ের মতো এখন আর নেই তবে দিন দিন বাংলাদেশ যেভাবে উন্নতি করছে তবে হয়তো হারানো ঐতিহ্য ফিরে আসবে।
আগের থেকে আমাদের দেশ অনেক বেশি অর্থনৈত্তিক ভাবে শক্তিশালী হচ্ছে আর আমার কাছে মনে হয় তার প্রধান কারন হল বর্তমানে প্রযুক্তি ব্যাবহার করে আমাদের দেশের অনেক বেকার যুবক-যুবতি আয় করছে যেমন ফরেক্স ট্রেডিংয়ের কাথাই ভাবা যাক এখান থেকে অনেকেইু প্রতিনিয়ত আয় করে নিজেদের এবং দেশের অর্থনৈত্তিক অবস।থার পরিবর্তনে অবদান রাখছে।
আমি মনে করি আমাদের হারান গর্ব ফিরে পাবার জন্য আমাদের কে প্রথমত শিক্ষিত জাতী হিশাবে প্রতিস্টীত করতে হব ।এর সাথে সাথে যদি আমরা ব্যাবসা বানিজ্জে উন্নতি করতে পারি তাহলে আমরা উন্নত জাতী হিসাবে প্রিথীবির বুকে মাথা উচু করে দারাতে পারব । এজন্য সব চেয়ে বড় হাতিয়ার হল ফরেক্স।
হ্যা বাংলাদেশ একসময় অনেক ধনি দেশ ছিল।কিন্তু এ কথা এখোনো হয়তো আমরা জানিনা।তবে আমার মনে হয় বাংলাদেশকে আমরা আবার সেই আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি আর সে জন্য দরকার আমাদের চেষ্টা একতা ও মনোবল।আমি চাই বাংলাদেশ তার গৌরব ফিরে পাক।
আমি ও আপনার সাথে একমত কেও যদি তার লস ঠেকাতে পারে তা হলে সে ফরেক্স মার্কেট এ লাভ করতে পারবে অনেকে আছে যারা ৫ পিপ্স টিপি দিয়ে স্টপ লস দেই ২০ পিস এই ধরনের টেড না করাই ভাল আমার মতে না বুঝে মন গড়া ভাবে টেড করলে আপনার লাভ হবে ২ থেকে ১ বার আর যখন লস হবে তখন আপনার অ্যাকাউন্ট এর বড় একটা লস হয়ে যাবে তা তুলতে আপনার অনেক কষ্ট হবে
বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ফরেক্স ট্রেড করা অতি জরুরি। এদেশে চাকুরিত সংখ্যা খুবই কম। আমাদের ফরেক্স করার জন্য এখন অন্য কোন জায়গায় যেতে হয় না। আমরা ঘরে বসে মেটা ট্রেডার চার্ট দেখতে পারি। আর নতুন যারা আসবে তাদের উতসাহিত করতে হবে।
বাংলাদেশ একসময় ধনী দেশ থাকলেও এখন অনেক বেশি অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য আছে । তাই আমাদের দেশকে বলা উন্ননশীল দেশ । যেখানে আমরা অনেক বেশি পরিমাণে ভালো করতে পারি । ফরেক্সে ভালো করতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে । ফরেক্সে ভালো করার মাধ্যমে আমরা চাইলে দেশের অর্থনৈতিক অবস্থাকেও শক্তিশালী করতে পারি ।
আমাদের দেশ খুবই সুন্দর,ঐতিহাসিক ছোট্ একটা দেশ সবাই যেমন এটা জানি, তেমনি জানি আমাদের সমাজের মানুষ গুলো অলস,পরশ্রীকাতর,কুসংস্কারাচ্ছন্ন৷বহু শিক্ষিত বেকার ঘরে বসে বসে ফালতু সময় কাটায়,বাইরে অহেতুক আড্ডা দিবে৷অথচ কষ্ট করে আয় করতে চায়না৷তাহলে আমাদের অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে ? আমরা ভৌগোলিক ভাবে স্বাধীন হলেও আর্থিক ভাবে এখোনোও পরাধীন৷আমরা বিশ্ব ব্যাংকের ঋণে সহায়তায় বেচেঁ আছি৷কী লজ্জা !! অথচ এই ফরেক্স মার্কেট আমাদের জন্য এক বিশাল আর্শিবাদ স্বরূপ৷এই ফরেক্স ট্রেড নিয়েও আমরা প্রায়ই অনেক বাজে মন্তব্য শুনি৷যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷পরিবারে কেউ শিক্ষিত গৃহিনী,কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে আরোও স্বচ্ছল ও উন্নত করতে পারেন৷
হ্যা ভাই বাংলাদেশের মানুষ যদি ফরেক্সে অথবা ক্যাপিটেল মার্কেটের বিভিন্ন সেক্টরে নিজের অবস্থানে থেকে ডেবলাভ করতে সক্ষম হয় এবং সবাই যদি নিরলস ভাবে কাজ করে যান, চেষ্টা করেন তাহলে অবশ্যই কোন না কোন এক সময় আমরা সেই সাফল্যকে আবার আগের পজিশনে ফিরিয়ে আনতে সক্ষম হব। তবে এর জন্য দরকার পরিশ্রম, দক্ষতা, ধৈর্য ও অভিজ্ঞতার প্রয়াসেই সেই হারানো গৌরব আবার ফিরে পাবার আশা করা যায়।
অবশ্যই আমাদের দেশ একদিন অনেক উন্নত হবে। আমরা যদি সঠিক ভাবে কাজ করে যেতে পারি তাহলে আমাদের ভবিষ্যত ভাল। সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের মানুষ অনেক মেধাবী সব কিছু করতে পারে। যদি সুযোগ দেয়া হয় আমাদের দেশের মানুষ অনেক *কিছু করতে পারে সেটার উদাহরন অনেক আছে। যদিও আমরা রাস্ট্রীয় ভাবে সুযোগ সুবিধা কম পাই তারপর আমাদের দেশের ছেলেরা-মেয়েরা আজ অনলাইনের মাধ্যমে কাজ করছে ডলার ইনকাম করছে। এবং ভবিষ্যতে যদি আমরা রাস্ট্রীয়ভাবে সার্পোট পাই তাহলে আমার মনে আমরা আরও ভাল করতে পারবো।