-
ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেড করে তারা ট্রেড করে অনেক বেসি আয় করতে পারে।কিন্তু ধিরে ধিরে তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা থেকে দুরে সরে যাই।আমিও ফরেক্স মার্কেট এ নতুন অবস্থাই ট্রেড করে অনেক আয় করেছি।কিন্তু পরবর্তীতে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আর আয় করতে পারি নাই। এর পরে আমি একের পর এক ফরেক্স মার্কেট এ ট্রেড করে অনেক লস করি।তবে এখন আমি আবার ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করে আয় করতে পারতেছি।
-
হ্যাঁ সবাই শুরুতে অনেক প্রফিট করতে পারে কিন্তু এক পর্যায়ে তারা সেই ধারা বাহিকতা ধরে রাখতে পারে না। যার অনেক গুলো কারন রয়েছে প্রথমত, তারা অতিরিক্ত লোভ করে ফেলে ফরেক্স মার্কেটে কখনো লোভ করা যায় না দ্বিতীয়ত, তারা এই সম্পকে খুব ভালো ভাবে না বুঝা, ভালো ভাবে না বুঝে ট্রেড করতে গেলে লস করতে তো হবেই
-
আমার মতে ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্থায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে সুতরাং আমার বিশ্বাস শুরুতে কম প্রফিট হওয়ার কথা।
-
ফরেক্স মার্কেটএ শুরুতে লাভ করা কঠিন বিষয়য়।কারন ফরেক্স মার্কেটএ যারা প্রথম দিকে ট্রেড করে তাদের অনেক কিছুই অজানা থেকে অভিজ্ঞতাও অনেক কম আর এ কারনে ফরেক্স মার্কেট এ প্রথম দিকে প্রফিট করা খুব কঠিন।
-
ফরেক্স মার্কেটে শুরুর দিকে সবাই প্রফিট করে সেটা আমি ঠিক মানতে পারলাম না । কেননা আমার জানা মতে ফরেক্স মার্কেটে শুরুর দিকে সবাই লস করেন । আস্তে অস্তে যখন তারা দক্ষ ট্রেডার হয়ে ওঠেন তখন তারা প্রফিট করতে থাকেন । এটাই হলো একজন ট্রেডারের বৈশিষ্ঠ্য ।
-
ফরেক্স মার্কেট সবাই প্রফিট করতে পারে না ফরেক্স মার্কেট লাভলস দুটোই আছে ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করতে হলে অবশ্যই আপনাকে অনেক ধাপ অর্জন করতে হবে।প্রথমত আপনাকে ফরেক্স বিষয় অনেক পড়াশুনা করতে হবে।লোভ থেকে বিরত থাকতে হবে ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে তাহলে আপনে ফরেক্স মার্কেট থেকে শুরুতে প্রফিট করতে পারবেন বলে আমার মনে হয়।
-
আমিও সবার মত প্রথম দিকে ভাল প্রফিট করেছিলাম। তখন মনে করেছিলাম যে ফরেক্স অনেক সহজ। কিন্তু আস্তে আস্তে অনেক কঠিন মনে হচ্ছিল। যতই দিন যেতে লাগল ততই লাভ করা অনেক কঠিন হয়ে পরল। প্রথমে তেমন আনাল্যইসিস করে ফরেক্স করতাম না। পরে বুঝে করতাম কিন্তু লস হত। আসলে ফরেক্স করতে হলে নিজের মানসিকতা ঠিক রাখা লাগে। তানাহলে লসের ভাগিদার হতে হয়।
-
ফরেক্সে আপনি প্রথমে প্রফিট করতেই পারেন।। তাই বলে আপনি ফরেক্সে দক্ষ হয়ে জাননি।। ফরেক্সে প্রফিট করা কোন বড় ফাক্টর নয়।। এখানে টিকে থাকাটাই সবচেয়ে বড় ফ্যাক্টর।।
-
না বুঝে অনেকেই এই ব্যবসা করতে পারে কিন্তু পড়ে সেটা আর টিকে থাকে না । দক্ষতার সাথে এই ব্যবসা করতে হবে তাহলেই সফলকাম হওয়া সম্ভব । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
আসলে আমার মনে হয় আপনার মতো সবার ভাগ্যে প্রথম প্রথম এই রকম প্রফিট জুটেনা।কিছু না জেনে ট্রেড ওপেন করলে, প্রফিট করার ক্ষেত্রে ভাগ্যের সহায়তা থাকতে হয়।কারন কোন রকম এনালাইসিস করা ছাড়া ট্রেড ওপেন করার কথা আমি চিন্তা করতে পারি না।