-
ফরেক্স মার্কেটে আমি নতুন ।আমি মনে করি রিয়ালে ব্যাবসা শুরু করার আগে অবশ্যই ডেমোতে প্রেকটিস করা প্রয়োজন । কমপক্ষে ৬মাস ডেমোতে প্রেকাটিস করে ফরেক্স সম্পর্কে ধারণ,জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে তারপর রিয়ালে ব্যাবসা করতে পারেন ।এতে করে আপনার ব্যাবসায় সফলতা আসা ১০০ভাগ নিশ্চিত।
-
নতুন দের জন্য আমার পরামর্শ যে আপনারা ফরেক্স মার্কেটে কাজ করার আগে ফরেক্স কে ভাল করে জেনে শিখে আসেন । কারন আপনি না জেনে ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন না । ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে ভাল করে ফরেক্স কে শিখে কাজ করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন করে কাজ শুরু করছেন বা শুরু করতে চান তাদের কাছে আমার কথা হল যে আপনারা কাজ করতে হলে ফরেক্স কে আগে ভাল করে জানুন । ফরেক্সে কাজ করার সময় কোন লোভ করবেন না । ফরেক্সে লোভ করলে ভাল করতে পারবেন না । সব সময় লোভ কে পরিহার করার চেষ্টা করেন তাইলেই আপনি ফরেক্স মার্কেটে ভাল আয় করতে পারেন ।
-
আমি ও একমত আপনার শাতে । কষ্ট চারা কিছু অরজন করা সমভব নয় । প্রিথিবিতে জত জুন মানুস আজকে শীর্ষ ধনী তাদের এতিহাস পরজালচনা করলে দেখা যাবে তারা লাইফ অনেক কষ্ট করে আজকীর এই পজিসত্নে আস্ল। তবে নতুন রা জারা এইতার শাতে যুক্ত হচ্ছে তাদের অবশ্যই কষ্ট করএ জেন ভালো করে এই টা আয়ত্ত করে নেয়।
-
ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর আইন মেনে ট্রেড করতে হবে।যেমন-ট্রেড করার সময় ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে,ট্রেড করার সময় বেশি লোভ করা জাবেনা,ট্রেড করার সময় নিজের আবেগ কে কন্ট্রোল করতে হইবে,ডেমো একাউন্ট এ ট্রেড করে প্রশিক্ষণ নিতে হবে। আমরা যদি এই বিষয় গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করতে পারবো এবং ট্রেড করে আয় করতে পারবো।
-
উক্ত কথাগুলো অবশ্যই একজন নতুন ট্রেডারকে সামনের পথ চলতে অনেক সাহায্য করবে । তবে অবশ্যই মনে রাখতে হবে যে শুধু পড়লেই বিষয়গুলো হবে না বরং এই বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে আসার জন্য অামাদেরকে কাজ করতে হবে । আমি একজন নতুন ট্রেডার হিসেবে যে বিষয়গুলোর জন্য বাঁধাগ্রস্থ হই তা হল আমাদের সিরিয়াসনেস ও শিখার ইচ্ছাটা অনেক কম । যার কারণে আমরা বারংবার পিছিয়ে পড়ি । তবে বরাবরের মতই আমাদের লোভটা অনেক বেশি ।
-
ফরেক্স এ নতুনদের জন্য বিভিন্ন বিষয় লক্ষ্য রাখতে হবে.যেমন নতুনদের রিয়েল ট্রেড করার আগে ডেমো ট্রেড করা উচিত.ইমোশনাল হবিয়া উচিতনা ট্রেডিং এ কিন্তু নতুন রা প্রায় ট্রেডিং এ এই ভুলটি করে থাকে.ধর্য ধরে ট্রেড করতে হবে.এবং লস হলে উঠেপড়ে লস উত্তোলন করার দরকার নেই.কারণ বের করার চেষ্টা করুন ভুল কেন হলো এবং তা শুধরানোর চেষ্টা করুন.
-
একজন নতুন ট্রেডার কে অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয়। প্রথমেই তাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে ভালো করে। তার ট্রেডিং জ্ঞান কে ইউটিলাইজ করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে মার্কেটে টিকে থাকার মন্ত্র জানতে হবে। পেশা হিসেবে ফরেক্সকে ভালো করে নিতে হবে। ট্রেডিং ভালোভাবে করতে হবে। তাহলেই একজন নতুন ট্রেডার ভালো ট্রেডার হতে পারবে। সবার আগে ডেমোতে নিজেকে গড়ে তুলতে হবে ।
-
ফরেক্স মার্কেটের প্রফিট ও স্বাধীনতার গল্প শুনে অনেক নতুন ট্রেডার এই মার্কেটে ট্রেডিং করতে আসেন। ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করবার আগে নতুন ট্রেডারদের বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। এই মার্কেটে তারাই একমাত্র সফল হতে পারেন যাদের এই মার্কেটের উপর ভাল রকমের অভিজ্ঞতা রয়েছে। ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। কিভাবে নির্ভুল মার্কেট এনালাইসিস করতে হয় তা শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট এর উপর পরিষ্কার ধারণা রাখতে হবে।
-
আমার মতে, যারা নতুন তাদের ডেমো ট্রেডে অনুশীলন করার বিকল্প নাই। ডেমোতে অনুশীলন করলে রিয়েল ট্রেডে যে বিষয়গুলো আছে তার সবকিছুই পাওয়া যাবে। অভিজ্ঞতা বাড়বে কিন্তু প্রফিট করলে টাকা উইথড্র দেয়া যাবে না এবং লস করলেও কোন ক্ষতি হবে না। এখানে অভিজ্ঞরা সফল, আর ধৈর্য ধরে সময় শ্রম ব্যয় করে অনুশীলন চালিয়ে যাওয়া উচিত নতুদের।