-
ভেরিপাই ছাড়া একাউন্তে ট্রেড করা যায়। তবে আমাদের উদ্দেশ্য হল ইনকাম করা, কিন্তু তা আপনি তুলতে পারবেন না। ট্রেড করেন লভ্যাংশ পাওয়ার প্রধান উদ্দেশ্য নিয়ে। ভেরিপাই ছাড়া ট্রেড করবেন আপনি যদি লাভ করেন তবে তার লভ্যাংশ উত্তলন করতে পারবেন না। লভ্যাংশ তোলার জন্য অাপনাকে একাউন্ট ভেরিফিকেশন করতে হবে।
-
আমার জানা মতে অ্যাকাউন্ট যাচায় করা ছাড়াও আপনি ট্রেড করতে পারবেন, তবে টাকা উঠাতে পারবেন এমন কিছু আমার জানা নাই, তাই আমি আমার গুরুদের কাছে জানতে চাইছিলাম এই বিষয়ে, তারা আমার জানিয়েছে ট্রেড অ্যাকাউন্ট যাচায় ছাড়া ট্রেড করা থেকে বিরত থাকার জন্য, যেহেতু ফরেক্স ট্রেড অ্যাকাউন্ট যাচায় করার নিয়ম আছে তাই যাচায় হয়ে গেলে ট্রেড অ্যাকাউন্ট ব্যবহার করা উত্তম।
-
অ্যাকাউন্ট ভেরিফাই না করে ট্রেড করা ঠিক নয় , কারন অ্যাকাউন্ট ভেরিফাই না করলে আপনার মূল উদ্দেশ্য সফল হবে না । আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন না ।
-
আমরা প্রায় সবাই জানি একাউন্ট ভেরিফাই ছাড়া ফরেক্সেট্রেড করা সম্ভব কিন্তু একাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেড থেকে পাওয়া লভ্যাংশ উত্তোলন করা সম্ভব না তা আমার মনে হয় একাউন্ট ভেরিফাই করেই ট্রেড করা উত্তম । একাউন্ট ভেরিফাই থাকলে আপনি নিশ্চিন্তে ট্রেড করে লভ্যাংশ উত্তোলন করতে পারবেন ।
-
একাউন্ট ভেরিপাই ব্যাতিত ফরেক্স ট্রেডিং করতে পারবেন তবে আপনি যে উদ্দেশ্য এখানে এসেছেন সেটা পুরণ হবে না । কেননা আমাদরে সবারই মুল ও প্রধান উদ্দেশ্য হল এখান থেকে লাভবান হওয়া । কিন্ত আমরা যদি লাভ করিও তা উত্তোলন না করতে পারি । কেননা উত্তোলন করার শর্ত হল একাউন্ট অবশ্যই ভেরিপাইয়েড হতে হবে । আর ভেরিপাইয়েড একাউন্ট মাত্রই লাভের অংশ তোলা যায় ।
-
একাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেড করা যাবে কিন্তু ট্রেড করার পর আপনি যে লভ্যাংশ টা পাবেন তা তুলতে পারবেন না। আর একাউন্ট ভেরিফাই ছাড়া কিছু সমস্যা দেখা দিতে পারে তাই একাউন্ট ভেরিফাই করে নেওয়া ভালো।। এতে আপনার আর কোন চিন্তা থাকবে না একাউন্ট নিয়ে। ধন্যবাদ।
-
আপনি একাউন্ট ভেরিপাই ছাড়া ট্রেড করতে পারবেন তবে টাকা উঠাতে হলে একাউন্ট ভেরিপাই করতে হবে।কিছু ব্রোকার আপনাকে একাউন্ট ভেরিপাই ছাড়া ট্রেড করার অনুমতি দেই তবে টাকা উঠাতে পারবেন না। তাই আমাদের কে সব কিছু ঠিক রেখে একাউন্ট ভেরিপাই করে নিতে হবে।
-
ফরেক্সে একাউন্ট ভেরিফাই করা ছাড়া ট্রেড করা যায়। ট্রেড করার জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত ডিপোজিটের। তবে ট্রেড করে লাভ করার পর লাভ উত্তোলনের জন্য একাউন্ট ভেরিফাই করার প্রয়োজন হয় কারন ব্রোকার কখনোই একজন ট্রেডার আসল কি নকল নিশ্চিত না করে উত্তোলনের সুযোগ দিবেনা। একাউন্ত ভেরিফাই করার জন্য প্রয়জনীয় ডকুমেন্ট অনলাইনে ব্রোকারকে প্রদান করতে হবে।
-
একাউন্ট ভেরিফাই ছাড়া আপনি ট্রেড করতে পারবেন।কিন্তু আপনি যখন ট্রেড করে লাভ করবেন তখন আপনার লভ্যংশ আপনি উত্তেলন করতে পারবেন না।আপনার লভ্যংশ উত্তেলন করতে হলে আপনাকে অবশ্যই আইডি ভেরিফাই করতে হবে। তবে ভেরিফাই করে নেওয়া টা ভালো। এতে অযাচিত কিছু সমস্যা থেকে বেচে যাবেন।
-
একাউন্ট ভেরিফাই ছাড়া অবশ্যই ট্রেড করা সম্ভব । তবে আপনি যে উদ্দেশ্য ট্রেড করবেন তা পূরণ হবে না । এখানে উদ্দেশ্য বলতে বুঝাচ্ছি যে আপনি ট্রেড করেন লভ্যাংশ পাওয়ার প্রধান উদ্দেশ্য নিয়ে । কিন্ত যখন ভেরিপাই ছাড়া ট্রেড করবেন তখন আপনি যদি লাভ করেন তবে তার লভ্যাংশ উত্তলন করতে পারবেন না ।