আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। তই এটা কে স্পেয বলে থাকে।
Printable View
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। তই এটা কে স্পেয বলে থাকে।
স্প্রেড হল ব্যোকারের কমিশন বা ফি। যখন আমরা একটা ট্রেড ওপেন করি তখন ব্রোকার আমাদের কাছ থেকে তাদের কমিশন কেটে নেয়। ট্রেড ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাই তিন পিপস লসে ট্রেডটি ওপেন হয়, এটাই হল ব্রোকারের কমিশন। এই কমিশন দিয়ে ব্রোকার হাউজ চলে।
প্রতিটা ট্রেড শুরু হউয়ার সময় কিছু অংশ ব্রোকার কমিশন হিসেবে কেটে নেয়। এর পর থেকেই লাভ লসের হিসাব শুরু হয়।ব্রোকার যে অংশটুকু কেটে নেয় সেটাই হল স্প্রেড।
ফরেক্সে কোন নতুন ট্রড ওপেন করলে কিছু পিপস লসে থাকে এটাই হলো স্প্রেড । বিভিন্ন ব্রোকারের থেকে আমরা কিছু না কিছু সুবিধা নিয়ে থাকি , আমরা যখন নতুন ট্রেড অপেন করি তখন কিছু ট্রেড লসে থাকে তখন ট্রেডারের সেই লস ব্রোকারের লাভে পরিনত হয় । ব্রোকারের কাজ এই লস নিয়ে থাকা । সব ব্রোকারের আবার একই লস রেট এক নয় । বিভিন্ন ব্রোকারের বিভিন্ন লস রেট থাকে , যার ফলে বিভিন্ন ট্রেড ওপেন করলে লস যাওয়া পিপসের পরিমাণ বিভিন্ন ধরনের হয়ে থাকে । লস যাওয়া পিপসের পরিমানেই হলো স্প্রেড ।
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
স্প্রেড হলো একটি কারেন্সি পেয়ারের বিট প্রাইস ও আস্ক প্রাইস এর মধ্যকার পিপস এর পার্থক্য । ব্রোকার ভেদে এই স্প্রেড ভিন্ন হতে পারে , সাধারণত 1 থেকে 3 পিপস পর্যন্ত হয় । এই স্প্রেড ব্রোকার ট্রেড ওপেন করার সময় সার্ভিস চার্জ হিসেবে কেটে নেয় তাই ট্রেড ওপেন করার পর দেখা যায় ট্রেড টি কিছু লসে ওপেন হয়েছে।
লাভ বান হয় । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।