আমরা ট্রেড করছি আর ব্রোকার রা একটা % নিবে না তা তো হয় না। ব্রোকার রা যতদূর জানি ট্রেড ওপেন করলে পিপ্স থেকে ৩% কেটে নেয়। যেটাকে স্প্রেড বলা হয়। এই স্প্রেড ই হল ব্রোকার দের লাভ। এই ভাবে ব্রোকার রা সব ট্রেডার দের কাছ থেকে ৩% করে স্প্রেড কেটে নেয় সে যত বড় কিংবা ছোট ট্রেডার ই হউক না কেন।