অ্যাকাউন্টের ডিপোর্জিটের উপর ভিত্তি করে ব্রোকার ট্রেডারকে মার্জিন এবং ফ্রি মার্জিন প্রদান করে থাকে । আর মার্জিন এবং ফ্রি মার্জিন হল সেই জিনিস যা না থাকলে আপনি কখনই ট্রেড করতে পারবেন না অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যথেষ্ট রয়েছে । কিন্তু মার্জিন এবং ফ্রি মার্জিন একেবারেই নেই তা হলে আপনি আপনার ঐ অ্যাকাউন্ট আর ট্রেড করতে পারবেন না ।