-
আমি মনে করি ইন্টারনেটের যেকোন ধরনের একাউন্টের জন্যই আপনার পাস ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ন ফ্যাক্ট। সেটা আপনার সোশ্যাল মিডিয়া হোক আর ইমেইল হোক কিংবা ইকোনোমিক্যাল কোন একাউন্ট হোক। আপনার নিজের নিরাপত্তার জন্য ফরেক্সের পাস ওয়ার্ড সুরক্ষিত থাকা আবশ্যক। যেহেতু এটি মানি রিলেটেড একাউন্ট। আপনার নিয়মিতই ফরেক্সের পাস ওয়ার্ড চেঞ্জ করা উচিত। ফরেক্সের পাস ওয়ার্ড অবশ্যই চেঞ্জ করা যায়।
-
আমি মনে করি ইন্টারনেটের যেকোন ধরনের একাউন্টের জন্যই আপনার পাস ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ন ফ্যাক্ট। সেটা আপনার সোশ্যাল মিডিয়া হোক আর ইমেইল হোক কিংবা ইকোনোমিক্যাল কোন একাউন্ট হোক। আপনার নিজের নিরাপত্তার জন্য ফরেক্সের পাস ওয়ার্ড সুরক্ষিত থাকা আবশ্যক। যেহেতু এটি মানি রিলেটেড একাউন্ট। আপনার নিয়মিতই ফরেক্সের পাস ওয়ার্ড চেঞ্জ করা উচিৎ। ফরেক্সের পাস ওয়ার্ড অবশ্যই চেঞ্জ করা যায়।
-
শুধু ফরেক্স ট্রেডিং *একাউন্ট নয় অন্যন্য আরও অনেক একাউন্ট এর পাস ওয়ার্ড সহচেয় পরিবর্তন করা যায় এবং তা মাঝে মাঝে করা দরকার ।এর জন্য আপনাকে আগে একাউন্টে প্রবেশ করতে হবে এবং পাস ওয়ার্ড ্অপশনে গিয়ে তা পরিবর্তন করা যেতে পারে।
-
প্রত্যেক রিয়েল একাউন্টের পাসওর্য়াড নোটবুকে লিখে গোপনে সংরক্ষিত রাখা অতি জরুরী৷এই পাসওর্য়াড পরিবর্তন করতে হলে আপনার ব্রোকার আবার আপনাকে ভেরিফাইয়ের স্ক্যান ডকুমেন্ট গুলো চাইতে পারে৷আপনার ই-মেইল ও ফোন নাম্বার যাচাই করতে পারে এবং ফোন পাসওর্য়াড বা কীওর্য়াড চাইতে পারে৷আপনিই যে ঐ একাউন্ট হোল্ডার তা যাচাই করার জন্য৷এসব যাচাই করে নিশ্চিত হলে ব্রোকার আপনার একাউন্টের পাসওর্য়াড পরিবর্তন করতে দিবে৷
-
হ্যা ফরেক্স এ আপনি খুব সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করা যায় এবং এটা পরিবর্তন করারও দরকার, কেননা যেহেতু ফরেক্স মার্কেট টাকার সাথে সম্পর্ক আছে তাই এটা মাঝে মাঝে পরিবর্তন করা দরকার আছে। যেহেতু এটার মাধ্যমে আপনি টাকা লেনদেন করবেন ঐ হিসাবে এটার গুরুত্ব অনেক বেশি। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রোফাইলে যেতে হবে এবং এডিট অপশনে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন।
-
আমার জানামতে ফরেক্স এর একাউন্ট এর পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, আপনি ট্রেডিং কেবিনেট এ লগইন করতে হবে, এবং সেখান থেকে সেটিং থেকে আপনি চাইলেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন. আর নতুবা আপনি চাইলে লিভে চ্যাট করে তাদের সহায়তা নিতে পারেন, তা আপনাকে পর্যাপ্ত দিক নির্দেশনা করে দিবে, যাতে আপনি সঠিক এবং সুন্দরভাবে আপনার ট্রেডিং একাউন্ট এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন।
-
ফরেক্সের একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। খুব সহজেই আপনি পরিবর্তন করতে পারবেন। এজন্য আপনাকে ইনস্টা ফরেক্সের ক্লায়েন্ট ক্যাবিনেট এ লগইন করে একাউন্ট সেটিং এর অপশনে গিয়ে পরিবর্তন করতে পারবেন। তাছাড়াও মেইল করে রিকুয়েস্ট পাঠাতে পারেন এবং লাইভ চ্যাটের মাধ্যমে সাহায্যে নিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
-
ফরেক্স হলো অান্তর্জাতিক অনলাইন মুদ্রা লেনদেনের ব্যাবসা, ফরেক্স ব্যাবসা করতে হলে অবস্যই ফরেক্স সম্পের্ক ভাল ধারনা থাকতে হবে, শুরুতে ডেমো অ্যাকাউন্ট ভাল ভাবে শিখে নেয়া উচিৎ। ফরেক্স ব্যাবসায় লোভ এবং ভয় কে এরিয়ে যাওয়া একান্ত জরুরি বিষয়।
-
জী ভাই আপনি খুব সহজেই আপনার একাউন্ট এর পাস ওয়ার্ড চেন্জ করতে পারবেন,এর জন্য আপনি আপনার কিলায়েন্ট ক্যাবিনেট এ ধুকে একাউন্ট সেটিংস এ জেয়ে করতে পারবেন,আমার মতে মাঝে মাঝে একাউন্ট এর পাস ওয়ার্ড পরির্বতন করা ভালো এতে একাউন্ট সেফ থাকে,তাই আপনিও করতে পারেন।
-
ইন্টারনেটের যেকোন ধরনের একাউন্টের জন্যই আপনার পাস ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ন ফ্যাক্ট। সেটা আপনার সোশ্যাল মিডিয়া হোক আর ইমেইল হোক কিংবা ইকোনোমিক্যাল কোন একাউন্ট হোক। আপনার নিজের নিরাপত্তার জন্য ফরেক্সের পাস ওয়ার্ড সুরক্ষিত থাকা আবশ্যক। যেহেতু এটি মানি রিলেটেড একাউন্ট। আপনার নিয়মিতই ফরেক্সের পাস ওয়ার্ড চেঞ্জ করা উচিত। ফরেক্সের পাস ওয়ার্ড অবশ্যই চেঞ্জ করা যায়।