-
ফরেক্স এ সফলতা অর্জন তারাই করতে পারে যারা প্রফেশনাল ট্রেডার।যার দক্ষতা যত বেশি তার সফলতার হার তত বেশি।আমাকে যদি বলতে হয় আমি এখনো তেমন পর্যায়ে পৌছাই নি যাতে নিজেকে সফল ট্রেডার মনে করব।তবে হ্যা আমি যদি আমার ট্রেড চালিয়ে জেতে পারি তাহলে একদিন অবশ্যয় সফল ট্রেডার হতে পারব।
-
আমি কেন সবাই সফল মনে করবে যদি ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করা যায় তবে ফরেক্স মার্কেটে সবাই সফল হবে যদি আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করে আর বেশি বেশি ডেমো ট্রেড করে ফরেক্স মার্কেটে রিয়াল ট্ররড করে তবেই সে নিজেকে সফল হিসাবে ধরতে পারবেন।
-
হ্যা , ফরেক্স মার্কেটে কাজ করে নিজেকে সফলতা অর্জন করা যাবে । অামরা বেশী মার্কেটে থাকার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা এ্যানালাইসিস না করে কাজ করব না ।
-
আমি ট্রেডে দক্ষ কিনা জানিনা। ধারাবহিক ভাবে লাভ করে যাচ্ছি। এবং ফরেক্সেকে জানার জন্য চেষ্টা করে যাচ্ছি। কারন ফরেক্স শিখার শেষ নেই।তবে জানি নিজের ট্রেডিং কৌশল এবং লাভের হিসেবে আমি খুশি। এটা সম্ভব হয়েছে দীর্ঘ ৬ বৎসর পথ চলার ফলে। আমি ফরেক্সকে অনেক ভালবাসি।
-
ফরেক্স মার্কেটে আমি নিজেকে তখনই সফল মনে করতে পারবো যখন এখানে নিজেকে দক্ষ করে তুলতে পারবো।আমি এখনো ফরেক্স শিক্ষানিবিস আছি চেষ্টা করে যাচ্ছি যাতে ভালোকরে ফরেক্স শিখতে পারি এবং নিজেকে এখানে দক্ষ করে তুলতে পারি।
-
আমি এখনো সফল না তবে আমি যদি আমার সকল ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার পরিপূর্ন প্রয়োগ ঘটিয়ে ট্রেড করতে থাকি তা হলে অবশ্যই আমি ফরেক্সে শতভাগ সফলতা অর্জন করতে পারব আশা করি।
-
ফরেক্স ট্রেডিং আমার নিয়মিত সফল পেশা৷এখানে আমি সফল এবং গর্ববোধও করি৷নতুন ট্রেডারদের জন্য ফরেক্স ট্রেডিং এর মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়,নিয়ম,তন্ত্রমণ্ত্র সবই এই ফোরামে লিখে রাখছি৷ আমার গত সাড়ে তিন বছরের নিয়মিত বাস্তব অভিজ্ঞতার আলোকেই এই লেখা সম্ভব হচ্ছে৷নতুন ট্রেডারগণ যেন আমার লেখাগুলো পড়ে বুঝে সঠিক ভাবে কাজে লাগাতে পারে৷তা হলেই লেখার এত কষ্ট স্বার্থক হবে৷ফরেক্স মার্কেটে আমি অসফলতার তেমন কিছুই দেখিনা৷শুধু পেলাম অধৈর্য্য ও লোভের জাল দিয়ে তৈরি অতি সূ্ক্ষ্ণ বিশাল ফাদঁ৷
-
না ভাই আমি নিজেকে এখনো পুরোপুরি সফল মনে করি না কারন আমার লক্ষ্য এখনো পুরন হয়নি,তাই যতদিন না আমার লক্ষ্য পুরন হচ্ছে ততদিন আমি নিজেকে একজন সফল ট্রেডার মনে করতে পারি না।
-
ফরেক্স এ অনেক দিন ধরে ট্রেড করছি। আমি অনেক ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেছি। আসলে কোন্টাই সফলতা পাচ্ছি না। আমি লন্ডন সেশনে ট্রেড নেই তারপর ও মার্কেট থেকে কিছু পিপ নিতে পারি না। মার্কেট এ আমি সর্বদাই লস করি। আমি তারপর ও আশা করছি আমি আমার লসগুলো কাটিয়ে তুলতে পারব।
-
না ভাই আমি নিজেকে এখনো পুরোপুরি সফল মনে করি না কারন আমার লক্ষ্য এখনো পুরন হয়নি,তাই যতদিন না আমার লক্ষ্য পুরন হচ্ছে ততদিন আমি নিজেকে একজন সফল ট্রেডার মনে করতে পারি না।