-
ফরেক্স মার্কেটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লোভ। লোভ খুবই খারাপ একটি জিনিস। যা আমাদেরকে ধ্বংস করে দেয়। আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করলেই বুঝতে পারি লোভ কতটা খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। এই লোভকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেড করতে হবে। আমরা যদি এই নিয়ম মেনে ট্রেড করি তাহলে ফরেক্স মার্কেটে খুব তাড়াতাড়ি সফল হতে পারব। এটা নিশ্চিত।
-
হা ভাই ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আপনি মানি মেনেজমেন্ট আর আস্তে আস্তে ট্রেড না করতে পারলে আপনি ভাল করে ইনকাম করতে পারবেন না। আপনি যদি ট্রেড করতে গিয়ে তাড়া হোড়া করেন তবে আপনি ফরেক্স মার্কেটে বেশি লাভ করতে পারেবন না তাই যা করবে হিসাব করেই করতে হবে।
-
ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে সফলতা লাভ করতে হলে অবশ্যই একজন ট্রেডারের মধ্যে ধৈয্য ধারনের ক্ষমতা থাকতে হবে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আসবে তার কাছে কোন অবস্থায়ই মাথা নত করা চলবে না সাথে সাথে মানিম্যানেজমেন্ট যাকে ফরেক্সের ট্রেডিংয়ের প্রান বলা হয় সেই বিষয়ে আপনার পরিপূর্ন জ্ঞান থাকা আবশ্যক তাছাড়া আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে ভাল প্রফিট করতে হলে অবশ্যই লোভকে চিরতরে পরিহার করতে হবে।
-
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
আসলে আমরা সবাই এই কথাগুলো ভালভাবে জানি । কিন্তু কেউই সঠিক ভাবে মেনে চলতে পারে না । এই কথাগুলো মেনে চলতে পারলে আসলেই আমাদের অনেক উপকার হবে । আসলে জানার নাম জ্ঞান নয় মানার নামই জ্ঞান । আমরা যখন ট্রেড করতে যাই তখন একই ভুল বার বার করতে থাকি যেটি আমাদের জন্য হুমকি সরূপ বলে আমি মনে করি ।
-
বলা হয়ে থাকে ধৈর্য্যর ফল মধুর চাইতেও মিষ্টি বেশি । ফরেক্স মার্কেটে ধৈর্য্যর পরীক্ষা দিতে সবচেয়ে বেশি । আর এই পরীক্ষাতে যে জয়ী হয় তাকেই ভবিষ্যতের সেরা ট্রেডার হিসেবে বিবেচেনা করা হবে । তবে এর পাশাপাশি থাকতে হবে নির্লোভ মানসিকতা এবং একাউন্টের যথার্থ ম্যানেজমেন্ট । আমরা যদি নিজের একাউন্টের যথার্থ ম্যানেজমেন্ট করতে পারি তবে অবশ্যই আমরা ভাল ফলাফল পাব ।
-
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
-
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ লস হয়ে থাকে শুধু মাত্র ধৈর্য্যহীনতা , লোভী মানষিকতা এবং সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট এর অভাবে। সাধারণত নতুন ত্রেদার দের মাঝে ধর্য অনেক কম থাকে. এখানে মানুষ অল্পতেই ধর্য হারিয়ে ফেলে, ঠিক যেমনটি অল্প লাভেই তারা অস্থির হয়ে পরে, রাখবে নাকি ট্রেড ক্লাসে করবে, ঠিক তেমনি অল্প লস এও তারা অস্থির হয়ে পরে ।
-
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু