-
আমি ফরেক্সে প্রতিদিন ট্রেড করি না আমি মার্কেট অ্যানালাইসিস করে এবং বিশেষ কোন সিগন্যাল থাকলে তা অনুসরন করে ফরেক্সে ট্রেড করে থাকি যার ফলে আমি প্রতিদিন ফরেক্স থেকে প্রফিট লাব করতে পারি না তবে আমি সব সময় চেষ্টা করি যখনই ফরেক্সে ট্রেড করি না কেন ঝুকি যেন সবৃনিম্ন হয় তা নিশ্চিত করতে।
-
আমি অবশ্য ফরেক্সে নতুন। আমি লাভ আর লস সম্পর্কে খুব ভাল একটা জানি না। তারপর ও আমি বলবো মানুষ নিয়মিত লাভ করতে পারে না, মাঝে মাঝে লসো হয়। কেননা লাভ আর লস নিয়েই মানুষের জীবন।
-
আমি ফরেক্স মার্কেটে প্রতিদিন ট্রেড করি না তাই প্রফিটও প্রতিদিন পাইনা । ফরেক্সে বুঝে কাজ করতে পারলে , মার্কেট বুঝে ভাল ট্রেড করতে পারলে ১ দিনে যা আয় করা যায় তা পরের দিন ট্রেড না করলেও চলে । তবে এক্ষেত্রে ফরেক্সে কোন লোভ করলে হবে না । ফরেক্সে যদি কেউ লোভ করতে থাকে তাহলে ফরেক্সে সে বেশি দিন টিকে থাকতে পারবে না । তাই মার্কেট বুঝে ভাল করে ট্রেড করতে পারলে প্রতিদিন প্রফিট করার দরকার হয় না ।
-
আমি তো এখন ডেমো ট্রেড করতেছি । আসা করি কিছুদিন পর রিয়েল ট্রেড করবো । সত্য কথা হল আমি সব সময় প্রফিট করতে পারি না । আমি ট্রেড বসালেই লস হয় । জানি না কি কারন । তবে আমি তো নতুন, কোন এনালাইসিস জানি না মার্কেট ট্রেন্ড ও বুঝি না তাই হয়তো আমার অনেক লস হয় । তবে আমি যখন পুরুন ট্রেডার হব তখন আমি অনেক লাভ করতে পারবো ।
-
ফরেক্স এ আমি প্রতিদিন ট্টেড করি না। কারন ফরেক্স এ প্রতিদিন ট্টেড করে লাভ করা যায় না। প্রতিদিন ফরেক্স এ প্রফিট করে আয় করাটা অনেকটা কঠিন বেপার। যারা অনেক জ্ঞা্নী এবং অনেক অভিজ্ঞতা আছে তারাই ফরেক্স এ প্রতিদিন প্রফিট করে আয় করতে পারেন।
-
যারা লং ট্রেড করেন তাদের ট্রেড মাসে খুব কমই হয়। তারা ট্রেড সেটাপ না পেলে ট্রেড করে না। তাদের প্রফিট গুলো সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিক হয়ে থাকে। যারা স্কাল্পিং করে তারা হয়তো অনেকে প্রতিদিন ট্রেড করে। আবার প্রফিট যে সব সময় তা ও নয়। কেননা মার্কেট সব সময় মুভ হয় না। তাই ডেইলী প্রফিট করা সম্ভব ও হয় না।
-
আমি মনেকরি,,ফরেক্স থেকে প্রতিদিন প্রফিট করা সম্ভব হোক সেটা অল্প বা সামান্য।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। ফরেক্স করার জন্য আমাদের ফরেক্স ট্রেডেএ আমাদের অনেক পরিশ্রমী হতে হবে।। শুধু প্রফিটের পেছনে ছোটলএ চললে হবে না ফরেক্স ট্রেডিং ভালভাবে বুঝে ট্রেডিং করতে হবে।।।
-
আমার মনে হয় ফরেক্স বিজনেসে সফল হওয়া খুব সহজ কথা নয়। এর জন্য দরকার পরিশ্রম, অভিজ্ঞতা এবং ট্রেড সম্পর্কে দক্ষতা। ডেমোতে ট্রেড করে অবশ্যই আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। কিন্তু কিছু নিয়ম বা নীতিজ্ঞান না থাকলে আপনি প্রফিট করতে পারবেন না। যেমন আপনি লোভ করলে আপনার ধ্বংস অনিবার্য। তাছাড়া বিজনেসে লস করে ইমোশনাল হওয়ার বদলে ধৈর্য্য ধরে পুনরায় ট্রেড শুরু করুন। আগে লসের কারণগুলো উদঘাটন করে, সেগুলো শুধরে নিয়ে ট্রেড করলে অবশ্যই সফল হবে। তাই আমার মনে হয় ডেমোতে ট্রেড দক্ষতা অর্জন করে নীতি মেনে ট্রেড করলেই ফরেক্স বিজনেসে সফলতা পাওয়া যাবে।
-
ব্যক্তিগতভাবে আমি মূলত ফরেক্সে লং টাইমফ্রেমে ট্রেড করি যার কারনে প্রতিদিন প্রফিট করা সম্ভাব হয় কখনও কখনও আবার কখনও কখনও দুই তিনদিন পর পর প্রফিট করি আলে এটি নির্ভর করে মার্কেট মুভমেন্টের উপর। তবে তার পরও আমি যখনই প্রফিট করি না কেন আমি কিন্তু বেশ ভালই প্রফিট করি।
-
ব্যাবসা করতে গেলে যেমন প্রতি দিন ভাল হলেও মাঝে মাঝে ব্যবসা মন্দা যায়,তেমনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলে কিছু দিন ভাল প্রফিট করতে পারলেও আবার মাঝে মাঝে আমাদের অনেক লস হয়ে যায়,তাই আমাদে উচিৎ যে দিন লস হবে সেই দিন ট্রেডিং না করে মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে।