-
আমি ফরেক্স মার্কেটে অভিজ্ঞ কিনা তা আমি সঠিক ভাবে বলতে পারোনা।কারন আমি ফরেক্স মার্কেটে মাত্র 2 মাসের ও কিছু কম সময় ধরে ডেমো প্রাক্টিস করে রিয়েল এাউন্ট খুলে ছিলাম এবং কয়েক দিনের মধ্যে একাউন্ট জিরো করে ফেলেছিাম।তবে আমি থেমে থাকিনি আবার ফরেক্স মার্কেটে কাজ শুরু করি এবং কয়েক মাসের মধ্যে আমি লস গুলো রিকোভারি করতে পেরেছিলাম।আমি প্রত মাসে ফরেক্স মার্কেটে ট্রেড করে সামান্য লাভ করি।আমি ফরেক্স মার্কেটে প্রায় আট মাস ধরে কাজ করছি আর তাই আমি ফরেক্স মার্কেটে নিজেকে অভিজ্ঞ মনে না করে একজন স্টুডেন্ট মনে করি।
-
ভাই ফরেক্স মার্কেটে অভিজ্ঞ হওয়ার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে । একজন ট্রেডার ফরেক্স মার্কেটে অভিজ্ঞ হতে হলে কমপক্ষে ৩ থেকে ৪ বছর সময় লাগবে । মার্কেটে অভিজ্ঞ হওয়ার জন্য *আপনাকে ডেমো একাউন্ট খুলে বেশি বেশি প্রাকটিস করতে হবে । তাছাড়া আপনাকে মার্কেট সম্পর্কে পড়াশুনা করা দরকার । আপনি www.bdpips.com এর সাহযোগিতা নিতে পারেন ।
-
আমি কোনভাবেই নিজেকে অভিজ্ঞ বলতে পারি না । কারণ আমি সম্পূর্ণরুপে ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার । আর এই ট্রেডিং জীবন শুরু করেছি মাত্র অল্পকিছুদিন হল । তাই এত অল্প সময়ে কেউ ফরেক্সে অভিজ্ঞ হতে পারে না । ফরেক্স অভিজ্ঞ ও দক্ষ হতে হলে অনেক সময় ধরে নিয়মিতভাবে ফরেক্স নিয়ে থাকতে হয় । তাই আমি মনে করি যে ধারাবাহিকভাবে ফরেক্স এর সাথে লেগে থাকলে একসময় দেখবেন ফরেক্সের উপর এমন অভিজ্ঞ হয়েছেন যে ছোটখাট একটা বইও লিখে ফেলতে পারবেন ।
-
আসলে অভিঞ্জ আর অনভিঞ্জ সেটা নির্ভর করে আপনার সাকসেস রেটের উপর।আপনি যদি ভাল ট্রেডার হোন ,তাহলে নিজেকে এক প্রকার দক্ষই বলতে পারেন।আর আপনি যদি দক্ষতা না রাখতে পারেন তাহলে ফলাফল এর বিপরীত।
-
আমি ফরেক্স ব্যবসা করি কিছু দিন হল । আমি এখনো ফরক্স এ অবিজ্ঞ হতে পারি নেই।আমি ফরেক্স বিষযে তেমন খুভ একটা জানি না তবে কিছু দিন ভাল করে কঠোর পরিশ্রম করে আশা করি আমিও একদিন ভাল একজন ফরেক্স এ অবিজ্ঞ হতে পারবো।
-
ফরেক্স অভিজ্ঞতা অনেকটা সোনার হরিণ কিংবা সোনার ডিম পাড়া হাঁসের মতো। তাই যত তাড়তাড়ি অভিজ্ঞতা অর্জন করা যায় ততই মঙ্গল। তাই চলুন জীবনের মূল্যবান সময় আর অপচয় না করে এখন থেকেই শুরু করি। সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।
-
না আমি ফরেক্স সমন্ধে অভিজ্ঞ নই । আভিজ্ঞতা অর্জনের চেষ্টা করে যাচ্চি। বিভিন্ন ভিডিও টেউটিারিয়াল ডাউনলোড করে সেগুলো দেখে দেখে শেখার চেস্টা করছি। এনালাইসিস শিখছি, স্ট্রাটেজি শিখতে ছি । আশা আছে অভিজ্ঞ হবার।
-
আমি ফরেক্স সম্পর্কে ততটা অভিজ্ঞ নই,তবে ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানার,বুঝার চেষ্টা করছি। আমি মনে করি যে ফরেক্স এ যত বেশি সময় দেবে সে তত বেশি অভিজ্ঞ হবে।তাই আমিও একজন অভিজ্ঞ ট্রেডার হতে চাই।
-
যে কোন বিষয় ভাল করে অভিজ্ঞ হতে হলে তাকে সেই বিষয় এর প্রতি ভাল করে কাজ করে যেতে হবে তাহলেই সে তার সেই বিষয় ভাল মানের অভিজ্ঞ অর্জন করতে পারবে । আমি প্রায় 2 বছর হতে গেল আমি এই ফরেক্স ব্যবসায় সাথে জড়িত তার পরেও অনেক কিছু শিখতে পারছি । আস্তে আস্তে এই ফোরমের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন এবং নিজের কাজ ভাল করে চালায় যান ।
-
ফরেক্সে অভিজ্ঞতা অর্জনের কোন শেষ নেই আপনি এখানে যত বেশি ট্রেড করবেন ।আমি নতুন তাই আমিও শিখছি যাতে আমি ফরেক্স এর উপর অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি ও ভাল কাজ করতে পারি,,,।