ফরেক্স মার্কেট থেকে আমি একবার টাকা তুলেছি। এখনো পর্যন্ত আর প্রপ্রিট করতে পারিনাই একবার লাভ হলে আরেক বার লস হয় আর এই কারনে মার্কেটে প্রপ্রিট ধরে রাখা যায়না। তাই আমাদের কে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স সম্পর্কে বেশি অভিজ্ঞাতা অর্জন করতে হবে।
Printable View
ফরেক্স মার্কেট থেকে আমি একবার টাকা তুলেছি। এখনো পর্যন্ত আর প্রপ্রিট করতে পারিনাই একবার লাভ হলে আরেক বার লস হয় আর এই কারনে মার্কেটে প্রপ্রিট ধরে রাখা যায়না। তাই আমাদের কে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স সম্পর্কে বেশি অভিজ্ঞাতা অর্জন করতে হবে।
ফরেক্স মার্কেটে আমি এখনও নতুন বর্তমানে ডেমু দিয়ে ট্রাই করতেসি লাইভ এ এখনও আসতে পারিনাই । তবে যতটুকু জানি আপনি ব্যাংক এর মাধ্যমে টাকা আনতে পারবেন ।
সময় ৫ থেকে ৭ দিন লাগতে পারে আমার এক ফ্রেন্ড ব্যাংক এর মাধ্যমে ৩ থেকে ৪ বার টাকা এনেছে মনেয়বকারস থেকে
আমার জানামতে ব্যাংকের মাধ্যমে ডলার উঠানো অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার এবং তাছাড়া এখানে অনেক ঝামেলা পোহাতে হয় ,তবে আমি এই ব্যাপারে নিশ্চিত নয় । আমার জানা ও দেখা মতে বেশিরভাগ ট্রেডার ডলার ব্যাংকের মাধ্যমে না নিয়ে অন্য উপায়ে উত্তলন করে থাকে । এ ক্ষেত্রে হ্যান্ড টু হ্যান্ড প্রক্রিয়া বেশি ব্যবহৃত হয় । টাকা অল্প সময়ে এবং সহজে উত্তলন করতে চাইলে এই প্রক্রিয়াই সবচেয়ে বেশি কার্যকর ।
হ্যা আমি ব্যাংকের মাধ্যেমে ডলার উঠাই। তবে মাঝে মাঝে ডলার ট্রান্সফার করেও ডলার তুলে থাকি । তবে আমি নতুন ট্রেডার হিসেবে এখন পর*্যন্ত বেশী ডলার উঠাতে হয় নি । আশা করি যেভাবে ট্রেড করতেছি এক সময় অনেক বেশী লাব করতে পারব এবং সফল হব ।
প্রফিট করা ডলার উত্তোলনের জন্য অনেক উপায় আছে। অনেক আছেন যার যার যেটা সুবিধা সেটা ব্যবহার করেন। অনেক আছেন স্ক্রিল বা নেটেলার এর মধ্যমে টাকা তুলতে পারে। ফরেক্স এর ডলার সরাসরি ব্যংকে পাঠানোর চাইতে অন্য পেমেন্ট এ পাঠালএ তারাতারি পাওয়া যাবে।
অব্যশ্যই আপনার ব্যাংক একাউন্ট থাকতে হবে৷আমাদের যে কোনো লোকাল ব্যাংকের মাধ্যমে প্রফিট উইথড্রো করতে পারবেন৷100$ এর বেশি প্রফিট ডলার হলে ব্যাংকের মাধ্যমে আনা খুবই ভালো হবে৷একদিকে চার্জ বা ফী কম কাটবে আর অন্য দিকে ব্যাংকে রেমিট্যান্সের একটা হিসাব থাকবে যা দেশের স্বার্থে জরুরী৷আমি একবার পরীক্ষামূলক 75$ উইথড্রো করেছিলাম সরকারি-অগ্রণী বংকের শাখায়,১৫ দিন সময় লেগেছিল এবং প্রায় ৫,৫০০ টাকা পেয়েছিলাম৷বাদ বাকী টাকা চার্জ বা রেমিট্যান্স ফী হিসেবে কেটে নিয়েছিলো৷
ব্যক্তিগতভাবে আমি সরাসরি ব্যাংক এর মাধম্যে টাকা উত্তোলন করিনি । আমি প্রথমে আমার ব্যালেন্স স্ক্রিল এ পাঠিয়েছি । সেখান থেকে ব্যাংক এ উইথড্র দিয়েছি । স্ক্রিল থেকে ব্যাংক এ আসতে চার পাচদিন সময় লাগতে পারে । তবে বেশিরভাগ ক্ষেতে দুই তিন দিন সময়ের ভিতর চলে আসে । বাংলাদেশের জন্য স্ক্রিল সব চেয়ে নিরাপদ এবং ভাল একটি পেমেন্ট মেথড।
আমি ব্যংকের মাধ্যমে এখনও উইথড্র করার সুযোগ পায়নি।কারন আমি এখনও বড় অংকের প্রফিট করতে পারিনি যে ব্যংকের মাধ্যমে উইথড্র করবো।এজন্য আমি নেটলারের মাধ্যমে ডলার উত্তোলন করি।আর সেই ডলার অন্যকে দিয়ে দিই এবং সে টাকা প্রদান করে। তবে ভবিষ্যতে বড় প্রফিট করতে পারলে ব্যংকের মাধ্যমে উত্তোলন করবো ভাবছি।
আগে আমি ব্যাংকের মাধ্যমে আমার ডলার উত্তোলন করতাম কিন্তু এখন আমি সেটা করি না। এখন আমি ইন্টারনেটেই আমার ডলার বিক্রয করে দেই। কারণ এতে বেশি লাভ হয়। ব্যাংকে ডলার উত্তোলন করলে অনেক কম রেট পাওয়া যায় কিন্তু ইন্টারনেটে বিক্রয় করে দিলে অনেক ভাল রেট পাওয়া যায়। আমার জানামতে বর্তমানে অনেকেই এই পদ্ধতিতে তাদের ডলার উত্তোলন করে থাকে। তাছাড়া বর্তমানে বাজারে ডলার চাহিদা অনেক বেশি, তাই ব্যাংকে উত্তোলনের প্রয়োজন পড়ে না।
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না।