-
ফরেক্স মার্কেটে আমরা দুই ভাবে প্রফিট করে থাকি যদি মনে হয় মার্কেট বা কোন কারেন্সি পেয়ার উপরে উঠতে পারে সেই সময় যদি বাই দেই আবার দাম বারার পরে ক্লোজ করে দিলে প্রফিট হবে,আবার যদি মনে হয় আবার কারেন্সি পেয়ারের দাম কমতে পারে সেই সময় যদি সেল দেই তাহলে দাম আরো কমলে ক্লোজ করে দিলে আমাদের প্রফিট হয় এভাবে আমরা ফরেক্স থেকে লাভ করে থাকি।
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে এই মুদ্রা ট্রেড করা হয়ে থাকে। ট্রেড দুই প্রকার। বাই ট্রেড ও সেল ট্রেড। এই দুই ভাবেই ট্রেড করে আপনি লাভ করতে পারেন। ধরুন আপনি ১.১০ রেটে ১১০০ ডলার দিয়ে ১০০০ ইউরো কিনলেন। এখন যদি রেট পরিবর্তিত হয়ে ১.২০ হয় তাহলে আপনি আপনার কেনা ১০০০ ইউরো বিক্রি করে ১২০০ ডলার পাবেন। এভাবে আপনি ১০০ ডলার লাভ করলেন।
-
অনেক দিক থেকে লাভ লস হয় আমি জা জানি তা নিয়ে এই মুহূর্তে আমি আলচনা করব । প্রথমত আপনি যদি অভিজ্ঞতা না নিয়ে এই খানে আসেন তাহলে আপনি লস দিবেন , আর দ্বিতীয়ত আপনি যদি বেশি লোভ করেন , আর তিন নাম্বার হচ্ছে আপনি যদি কারেঞ্চি সম্পর্কে ভালো করে না জানেন । লাভ করতে হলে আওি সব ভালো ভাবে জানতে হবে । আর না হয় আপনি লস দিবেন ।
-
সাধারণত লাভ লস সব কিছু আমরা বুজি।ফরেক্স মার্কেট এ লাভ লস দুনোটি রয়েছে।আমরা যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করি তখন আমাদের ট্রেড টি যদি আমাদের অনুকূলে না আসে তাহলে আমাদের লস হবে আর যদি আমাদের ট্রেড টি যদি আমাদের অনুকূলে আসে তাহলে আমাদের আয় হবে।আর এই ভাবেই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভ লস করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভ লস কে কন্ট্রোল করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে হবে।না হয় আমরা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবোনা।
-
ফরেক্স মার্কেটে আপনি বাই (buy) অথবা সেল (sell) করবেন।একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন।মনে করুন আপনি ১.১৮০০ এক্সচেঞ্জ রেটে EUR/USD - তে ১০,০০০ ইউরো কিনলেন $১১,৮০০ ডলার দিয়ে। দুই সপ্তাহ পর EUR/USD এক্সচেঞ্জ রেট বেড়ে ১.২৫০০ হল। তখন আপনি $১২,৫০০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৭০০ ডলার।
-
লাভ: ফরেক্স এ ট্রেড ওপেন করার পড় যদি আপনার অনুকুলে যায় তাহলে লাভ হবে।যেমন- আপনি একটি ট্রেড বাই ওপেন করলেন ১.১২৩৪ এবং লট .০১। এবার যদি তা বেরে ১.১২৩৪ হয় তাহলে আপনার লাভ হল ১০০x০.০১=১.০০ ডলার ।
লস: ফরেক্স এ ট্রেড ওপেন করার পড় যদি আপনার প্রতিকুলে যায় তাহলে লস হবে।যেমন- আপনি একটি ট্রেড সেল ওপেন করলেন ১.১২৩৪ এবং লট .০১। এবার যদি তা কমে ১.১১৩৪ হয় তাহলে আপনার লস হল ১০০x০.০১=১.০০ ডলার । ফরেক্স এ এভাবে লাভ এবং লস হয় ।
-
আমার ভাই এর কথার সাথে আমি সম্পর্ণ একমত । ফরেক্স ব্যবসার পূর্ব শর্ত হল ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানা তার পর ফরেক্সে ট্রেড করা । ফরেক্স মার্কেট থেকে অর্থ লাভ করা খুবই কঠিন । অনেকে লাভ করতে গিয়ে ক্ষতির সম্মুক্ষীন হয় । তায় ভাল ভাবে জেনে ট্রেড করলে লাভ করা সম্ভব অন্যথায় ক্ষতির সম্ভাবনা রয়েছে ।
-
ফরেক্সে আমরা মুলত বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে ট্রেড করে থাকি।। ফরেক্সে কাজ করার অনেক গুলো নির্দিষ্ট ট্রেডিং স্ত্রাটেজি আছে।। আমরা বিভিন্ন কারেন্সি নিয়ে কাজ করে লাভবান হতে পারি,,কারন বিভিন্ন দেশের কারেন্সিরর মুল্য প্রতিনিয়ত পরিবর্তনশিল।।।
-
ফরেক্স এ অনেক ভাবে লস হয় আবার লাভ ও হয়। ফরেক্স বিষয়ে জ্ঞান না থাকলে, না বুঝে ট্রেড করলে, আবেগ থাকলে ফরেক্স লস হতে পারে। একই ভাবে ফরেক্স এর জ্ঞান, জেনে বুঝে ট্রেড করলে, এবং আবেগ কে দুরে ঠেলে ট্রেড করে লাভ হয়।
-
ভাই যদিও মারকেটে usd/bdt কারেন্সি পেয়ার নাই তার পর আমি এটা দিয়ে বঝাই যদি কার বুঝতে সুবিধা হয় । যারা বঝে তারা ত বঝেই যারা বঝেনা এটা তাদের জন্য । ধরুন আপনি ৭৮ টাকা করে ১০০ ডলার কিনলেন এবং ২ দিন পর আপনি ১০০ ডলার ৮০ টাকা রেটে বিক্রি করলেন আপনার তখন কি প্রফিত হবেনা? তখন আপনি ২০০ টাকা প্রফিট করবেন । এভাবেই ফরেক্সে লাভ করে।