ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
Printable View
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
ফরেক্স একতা আন্তর্জাতিক বিজনেস মার্কেট , এখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে কাজ করা হয় । যেহেতু অন্রর্জাতিক মার্কেট , অনেক দেশের মানুষ এই মার্কেটে কাজ করে তাই আমি মনে করি ফরেক্সে বিজনেস করে ভরসা করা যায় । ফরেক্সের ভাল করে কাজ করতে পারলে ও ফরেক্স বুঝতে পারলে ফরেক্সে বিজনেস করে অনেক লাভবান হওয়া যায় । ফরেক্সে যদি কেউ ধৈর্য নিয়ে ভাল করে কাজ করতে পারে তাহলে সে ফরেক্সের উপর ভরসা পাবে আর ফরেক্সকে পেশা হিসাবে নিতে পারে ।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর । ফরেক্স মার্কেট আমরাই শুধু ট্রেড করছি না,বরং সারা বিশ্বের মানুষ এখানে ট্রেড করছে এবং তা বিশ্বাসের সাথেই করছে । বিশ্বাস তাই অনেক বড় একটা জিনিস । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং ফরেক্স বিষয়ে পরিপূর্ণ ভরসা রাখতে হবে তবেই আমরা ভালো করতে পারব ।
ফরেক্স আর সব ব্যবসার মতই লাভ লোসের ব্যপার আছে ।ভাল ভাবে জেনে বুঝে করলে ফরেক্স অবশ্যই লাভজনক ব্যবসা ।তবে না বুঝে অল্প সময়ে অনেক বেশী কিছুর আশা করাটা ঠিক নয় এবং ফরেক্স তা বলেও না । তাই ফরেক্স এর উপর আমার ভরসা আছে ।
ফরেক্স এর উপর ভরসা বিশ্বাস থাকলে হবে না। ফরেক্স কখনোই উদাও হবে যাবে না। এটাই হল বিশ্বাস। তবে ভরসা থাকতে হবে নিজের ট্রেডিং কৌশলের উপর। নিজের এ্যানালাইসিসের উপর। যে আমার এ্যানালাইসিস যেটা বলছে মার্কেট সেভাবেই মুভ করবে। আপনার এ্যানালাইসিস এর উপর মার্কেট এর মুভমেন্ট যদি মিলে যায় তাহলে সেই এ্যানালাইসিস এর উপর বিশ্বাস রেখেই আপনাকে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেটকে অনেকেই বলে যে ভরসা করতে নেই । তবে আমার মতে এখানে ফরেক্স এর কোনো দোষ হতে পারেনা । আমার কাছে যেটা মনে হয় সেটা হলো আপনাকে মার্কেট থেকে প্রফিট করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে । অন্যথায় আপনিতো লস করবেন ই ।