-
ফরেক্স হল উম্নুক্ত ব্যাবসা প্লাটফর্ম যেখানে সবাই ব্যাবসা করতে পারে । সব শ্রেনীর মানুষ এর জন্য এ মার্কেট । তবে এই মারকেটে ব্যাবসা করতে হলে প্রচুর সময় এবং পরিশ্রম করতে হয়। নিজেকে অনেক দক্ষ করে গোড়ে তুলতে হয় । কেননা দক্ষতা এবং পরিশ্রম ই হল এই ব্যাবসার গোপন মূলধন ।
-
বর্তমানে ফরেক্স এখন সবার জন্যই উন্মুক্ত। এখানে যে কোন পেশার যে কোন মানুষ চাইলে একে একমাত্র পেশা কিংবা অন্য কোন পেশার পাশাপাশি ফরেক্সকে বেছে নিতে পারে। এই খানে কে কত তুকু সময় দেবে তা যার যার বাক্তিগত ব্যাপার।
-
ফরেক্স একটি উনমুক্ত ব্যবসা । তাই এখানে যেকেউ বা যে কোনে শেনীর মানুষ কাজ করতে পারে । আমার অভিজ্ঞতা বলে একজন মানুষ যদি নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এবং মানষিক পরিপক্বতা থাকে তবেই সে ফরেক্স করতে পারবে কারণ নূন্যতম শিক্ষা ব্যাতিত ট্রেড করলে অনেক বিষয় বুঝতে পারবেন না।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এই ব্যবসা সকলের করার অধিকার রয়েছে । এই ব্যবসা যে কোন শ্রেণীর মানুষ করতে পারে । শুধু এই ব্যবসা করতে হলে তার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে । এই ফরেক্স ব্যবসা এখন বিভিন্ন দেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে । এই ব্যবসা করে এখন অনেক মানুষ অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে । তাই আমি মনে করি নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই ফরেক্স ব্যবসা করা সম্ভব ।
-
ফরেক্স একটা আন্রর্জাতিক ব্যবসা , এখানে মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয়ে থাকে । ফরেক্সে ব্যবসা করে খুব অল্প সময়ের ভেতর অনেক টাকা আয় করে নিজের আর্থিক অবস্থার উন্নতি করা যায় । ফফরেক্সে সব শ্রেণীর বা সব পেশার মানুষ কাজ করতে পারে । ফরেক্সে কাজ করার জন্য দরকার ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান দক্ষতা আর ভাল ট্রেডিং করার ক্ষমতা । ফরেক্সে ভাল ট্রেড করতে পারলে ফরেক্স থেকে ভাল লাভ করা যাবে আর টাকাও অনেক আয় করা যাবে ।
-
ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করে আয় করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোণ প্রকার যোগ্যতার দরকার হয় না।আপনি চাইলেই ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করতে পারবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে।তাহলেই আমরা ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করে আয় করতে পারবো।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করি আরো ২ বছর আগে।আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
ফরেক্স সকল পেশার মানুষের জন্ন এখানে কোন ধরাবাধা কিছু নাই । অন্য পেশার পাশাপাশি এই ব্যাবসা করা যায় । তবে সময় বের করবে নিজের পেশার সাথে তাল মিলিয়ে নিরধাওরন করে নিবে ।
-
ফরেক্স ব্যাবসায় যে কেউ প্রবেশ করতে পারে এখানে কোন বাধ্যবাধকতা নেই।তবে যারা ফরেক্সে গুরুত্বের সহিত কাজ করতে পারে তাদের পক্ষে ফরেক্স শিখাটা কঠিন হবে না।আর অনেকেই অন্যান্য কজের পাশাপাশি ফরেক্স করেন তাদের পক্ষে ফরেক্স শিখাটা একটু কঠিন।কারন ফরেক্স যদি মুক্ত অবস্থায় করা যায় সেখানে চাপ একটু কম থাকে এবং ভালো করে শিখা যায়।তবে ফরেক্স ব্যাবসায় সবচেয়ে গুরুত্বপূর্ন হলো শিক্ষা।শিক্ষিত না হলে ফরেক্সের অনেক কিছুই বুঝা যাবে না যার ফলে এখানে টিকে থাকা কঠিন হবে।
-
ফরেক্স এ সকল পেশার মানুষ কাজ কোড়টে পারে । ফোড়েক্স ই কাজ কোড়টে হোলে আপণাকে প্রথমে ফোড়েক্স এর ট্রেড ওপেণ করতে হবে তারপর ট্রেড কোড়ে লাভ করতে পারলে আয় করতে পারবেন। এ কাজ টি করার জন্য কোন শ্রেনি পেশা বাক্তি ইত্যাদি বিচার করে না।ফরেক্স আপনি নিজের পেশার পাশাপাশি করতে পারবেন আথবা পেশা হিসেবে নিতে পারবেন।বরতমানে অনেক স্টুডেন্ট ফরেক্স করে পড়াশোনা পাশাপাশি আয় করছে। আপনি চাইলে ফরেক্স থেকে আয় করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে সব শ্রেনীর মানুষ অবশ্যই কাজ করতে পারবে এতে কোন প্রকার বাধা নেই তবে যেই এখানে ট্রেড করুক না কেন তাকে সর্ব প্রথম অবশ্যই ফরেক্স ট্রেডিংয় বিষয়ে জ্ঞান লাভ করতে হবে আর এটি করতে হবে তার সফলতা এবং স্থায়ী ভাবে ফরেক্সে টিকে থাকার জন্য।