-
প্রত্যেক ট্রেডারের উচিৎ তার মূলধন কে রক্ষা করা। এটা অবশ্যই মানি ম্যানেজমেন্টে থাকা উচিৎ, যেটা হচ্ছে স্টপ-লস। এটা ধরনের ট্রেড ওপেন করবার পূর্বেই সেট করে নেয়া দরকার। এর পরিমাণ এনালাইসিসের শুদ্ধতার উপর বিবেচনা করে ধারণা সেট করা হয়। যা ট্রেড লসের দিকে গেলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।
-
হ্যাঁ আমি স্টপ লস ব্যাবহার করি । স্টপ লস না ব্যবহার করলে আপনি কোন লস এর লিমিট রাখলেন না । আপনার কোন ট্রেড ওপেন আছে আপনি স্টপ লস দিলেন না আপনি কম্পিউটার এর সামনে নাই সেই সময় কোন নিউজ রিলিজ হল তখন মার্কেট অনেক মুভ করে আপনার অ্যাকাউন্ট ০ করে দিল । এই কারন এ আপনা কে স্টপ লস ব্যাবহার করতে হবে।
-
স্টপ লস খুবই গুরুত্বপূর্ন কিন্তু আমি আরেকটি ব্যাপারও বিশ্বাস করি যে অনেকসময় এটি বিনা করনে আমাদের ব্যালান্স - করে থাকে অর্থাৎ ব্যবসায়ে লস হয়। যেমন হঠাৎ আপনি দেখছেন যে মার্কেট এর দাম এখনই কমতে পারে তখন আপনি একটি সেল ট্রেড দিলেন যে ছিল ঐ দিনের সর্বোচ্চ মার্কেটের কাছাকাছি এবং তখন আপনি স্টপ লস দিলেন মনেকরুন ১০ পিপস কিন্তু স্পাইকের কারনে মার্কেট হঠাৎ আপনার স্টপ লস ক্রস করে আবার ৩০ পিপস পর্যন্ত নেমে গেল কিন্তু আপনার ট্রেড ততক্ষনে ক্লোজ হয়ে গেছে বিনিময়ে দেখলেন আপনি লস খেয়েছেন। তাই আমি মনে করি বেশিরভাগ সময়ে স্টপ লস ব্যবহার করতে হলে একটু ভেবে করুন কারন আপনার মানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তবে ২০০ পিপস লসে গেলেও আপনার ট্রেড ক্লোজ হবেনা যদি আপনার মার্জিন লেভেল ১০% এর নিচে না আসে। আর ২০০ পিপস লস আপনার পুরা সপ্তাহ জুড়ে থাকবেনা হয়তোবা কখন আবার ২৫০ পিপস লাভ হতে পারে ঐ অবস্থার মার্কেটে এজন্য মানি ম্যানেজমেন্ট ঠিক করুন আর মার্জিন লেভেল এর দিকে লক্ষ রেখে যথাসম্ভব ট্রেড ওপেন করুন। তছাড়া সব কিছুতো আপনার স্ট্যাটিজির উপর নির্ভর করে। এটা আমার নিজস্ব ধারনা। ভূল হলে ক্ষমা করুন। কিন্তু আমি এই ভাবেই ট্রেড করে থাকি। এখনও আমার পেন্ডিং ট্রেড আছে দুটি ব্রোকারে ৬টি এবং কারেন্ট ট্রেড আছে ৩টি যেটির মধ্যে ২টি ট্রেড লসে আছে এবং ১ টি লাভে। তবে আমি প্রত্যেক ট্রেডে টেক প্রফিট ব্যবহার করি কারন আমি জানি লাভের পরিমান সবসময় লাভই হয়। ৬টি ট্রেডের মধ্যে আমি আসা করি যখনই ট্রেডগুলো ওপেন হবে তখনই লাভ হবে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস একটি গুরতবপূর্ন বিষয় । কিন্তু এটা সম্পর্কে আমার ভাল ধারনা নেই । সহযোগীতা করলে উপকৃত হব ।
-
আমি যতটুকু বুঝি ফরেক্স মার্কেটে স্টপ লস অনেক গুরুত্বপূর্ন। ফরেক্স মার্কেটে স্টপ লস সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। স্টপ লস চালু থাকলে ফরেক্স মার্কেটে ট্রেড করে লস হবার সম্ভাবনা কম থাকে। এবং আপনি যতটুকু লস নিতে চান ঠিক সেই সময়ে ট্রেড বন্ধ হয়ে যাবে । তেমনী ভাবে লাভ এর ....................
-
আকাউন্টে সুরক্ষা দেয়ার জন্য স্টপ লস ফাংশন ব্যবহার করা উচিৎ। যদি আপনি সবসময় ট্রেডিং করার জন্য থাহলে এই ফাংশন খুব কাজে দেবে আপনার।
-
স্টপ লস হল *খুব গুরুত্ব পুর্ন্ একটা টুল্স যা দ্বারা একাউস্সকে বিরাট loss হতে বাচানো যাই। ধন্যবাদ
-
স্টপ লস একটি গুরুত্বপূর্ণ বিষয়।স্টপ লসের মাধ্যমে আমরা আমাদের ট্রেড
গুলোকে লসের হাত থেকে রক্ষা করতে পারি। এই স্টপ লসের মাধ্যমে আমরা আমাদের ট্রেডথেকে সর্বোচ্চ যে পরিমান লস মেনে নিতে পারি তার থেকে বেশি লস আটকাতে পারি।অামি স্টপ লস চালু করে রাখি ৷
-
ফরেক্স মার্কেটে স্টপ লস অনেক গুরুত্বপূর্ন। ফরেক্স মার্কেটে স্টপ লস সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। স্টপ লস চালু থাকলে ফরেক্স মার্কেটে ট্রেড করে লস হবার সম্ভাবনা কম থাকে। ফরেক্স তাই স্টপ লস ট্রেডে ব্যবহার করা ভাল যদি ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে চান।
-
আমার মতে স্টপ লস হল ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ণ ব্যাপার। সঠিক ভাবে স্টপ লস ব্যবহার করার ম্যাধমে আপনি অনেক সময়ই লসের হাত থেকে বাচতে পারেন। তবে আমি একজন নতুন ফরেক্সার হওয়াই এখনও স্টপ লস ব্যবহার করি না।