-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
আমি আসলে একজন নতুন ট্রেডার হওয়াতে ফোরামে যোগ দিয়েছি খুব অল্পদিন হল । আমি ফোরামে রেজিস্ট্রেশন করেছি আট দিন হল তবে এর আগেও আমি ফোরামে এসে অনেক কিছু জানার চেষ্টা করেছি । ফোরাম হল ফরেক্স শিখার একটা এনসাইক্লোপেডিয়া । আর এখান থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারছি যা আমাদের দক্ষ হওয়ার জন্য অনেক সাহায্য করছে ।
-
আমি অল্প কিছুদিন ধরে ফোরামের সাথে কাজ করছি আর আমার বেশ ভালই লাগে ফোরামে কাজ করতে।আশা করি সবসময়ই ভাল লাগবে ।
-
ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকমাস হচ্ছে আমি ফরেক্স বাংলা ফোরামে কাজ করে চলেছি।এখানে কাজ করতে পেরে ফরেক্স শেখাটা অনেক সহায়ক হচ্ছে। কেননা ফোরামে আমরা ফরেক্সের বিভিন্ন বিষয়ে পড়তে এবং আলোচনা করতে পারি যেগুলো আমার জন্য অনেক কার্যকরি হতে পারে।তাই সবাইকে বলবো ফোরামের বিরুদ্ধতা করবেন না।
-
এই তো অল্প কয়েকদিন হল কার্যে হস্তক্ষেপ শুরু করলাম । কারো যদি বাংলা টাইপের অভিজ্ঞতা থাকে তাহলে যেন ফরেক্স ট্রেডিং করার অাগে ফোরামে অাসে । তারাই সফলকাম যারা ধৈর্য্যের সহিত ফোরামে সঠিক পোষ্ট দেয় । অামরা সঠিক পোষ্ট দেওয়ার চেষ্টা করব তাহলেই শিখতে পারব ।
-
আমি ফোরামের সাথে সংযুক্ত আছি কয়েক বছর হলো৷অথচ সময়ের অভাবে মাত্র কয়েক মাস হলো কিছু কিছু লেখার সুযোগ পাচ্ছি৷আর অবশ্যই ভালো লেখার চেষ্টা করছি যেন আমার এই কষ্টের লেখাগুলো থেকে একদম নতুন ট্রেডারগণ কিছু উপকৃত হয়৷আর এই ভালো লেখাগুলোর কারণে শ্রদ্ধেয় মডারেটরগণ এখোনোও আমাকে Banned করছেন না বরং নিয়মিত ও দ্রুতই বোনাস ডলার দিয়ে দিচ্ছেন৷প্রকৃতপক্ষে ফরেক্সের ক খ গ-ই শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷আমাদের দেশীয় কয়েকটা ফোরাম থেকে বাংলা ভাষার কারনে খুব সহজেই ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷
-
ফরেক্স ফোরামে আমি ২ মাসের মতো কাজ করি। ভাল লাগে পোস্ট করতে আর হেল্প নিতে আমি জা জানি তা শেয়ার করতেও ভাল লাগে। কাজ করে জেতে চাই এখানে কারন এখানে কাজ করতে আমার খুব ভালোলাগে।
-
ফোরামে আমি কাজ করছি প্রায় দুই তিন মাস হচ্ছে । তবে আমি মাঝখানে অনিয়মিত ছিলাম যদিও এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি । ফরেক্স করার ক্ষেত্রে আমার জন্য ফোরামের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ । আর ফোরামকে আমি মনে করি ফরেক্স জ্ঞানের ভান্ডার হিসেবে । ফরেক্সে তারাই ভালো করতে পারে যারা কিনা নিয়মিত এই মার্কেটে কাজ করে এবং সফলতার জন্য চেষ্টা করে ।
-
আমি ১ মাস যাবত ফরেক্স এ কাজ করছি।এই ফোরামে কাজ করে জীবনে সফলকাম হতে পারব। ফোরামে কাজ করতে ভাল লাগছে কারন ফোরাম পুজি সংগ্রহের একটা উপায় ।ফোরামে কাজ করাতে আমি অনেক কিছুই শিখতে পেরেছি।
-
আমি ফোরাম এ কাজ করছি ৬-৭ মাস তবে আমি পড়া শুনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম তাই বেশি পোষ্ট করতে পারিনি। ফোরাম এ পোষ্ট করতে আমার খুব ভাল; লাগে আর এখান থেকে অনেক কিছু জানতে পারি যা আমার ফরেক্স এ ট্রেড করতে অনেক সাহায্য করে।