যে ট্রেডার যত বেশী স্বাবলম্বী সে তত বেশী দক্ষতাশীল । অামাদের এই ফরেক্স ব্যবসা করার জন্য যদি দক্ষতা অর্জন করি তাহলে অবশ্যই অামরা স্বাবলম্বী হতে পারব । সুতরাং স্বাবলম্বী হওয়ার একমাত্র অবলম্বন হল এই ফরেক্স ব্যবসা ।
Printable View
যে ট্রেডার যত বেশী স্বাবলম্বী সে তত বেশী দক্ষতাশীল । অামাদের এই ফরেক্স ব্যবসা করার জন্য যদি দক্ষতা অর্জন করি তাহলে অবশ্যই অামরা স্বাবলম্বী হতে পারব । সুতরাং স্বাবলম্বী হওয়ার একমাত্র অবলম্বন হল এই ফরেক্স ব্যবসা ।
হ্যা ফরেক্স করে নিজেকে স্বাবলম্বী করে তোলা যায়। কারন শিক্ষিত যারা আছি তারা ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করলে এবং ট্রেড করার আগ্রহ থাকলে যে কোন সময় যে কোন স্থান হতে ট্রেড করতে পারবো। ট্রেড করে প্রতি মাসে প্রত্যাশিত আয় করতে পারবো যা আমাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। ফরেক্স বুঝতে পারলে ট্রেড করা সহজ হয়, তাই ফরেক্সে আসার পুর্বে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করেই আশা উচিত।
ফরেক্স মার্কেট করে অনেকে স্বাবলম্বি হতে পারবেন যদি সে ফরেক্স মার্কেট কে মুল্যায়ন করে তবেই সে ফরেক্স মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যদি মনে করে ফরেক্স মার্কেটে এম্নেই ট্রেড করে স্বাবলম্বী হতে পারে তবে সেটা হবে অনেক বড় ভুল তাই আগে ফরেক্স জেন ট্রেড করতে হবে।
অামরা দক্ষতা অর্জন করে তারপর এই ব্যবসা যদি শুরু করি তাহলেই স্বাবলম্বী হতে পারব । অামরা দক্ষতা ছাড়া এই ব্যবসা করতে চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্য ধারণ করবে সে তত বেশী লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব ।
বর্তমানে আমরা অনেক বেশি পরিমাণে ফরেক্স এর মাধ্যমে স্বাবলম্বি হতে পারি । বর্তমান যুগ হল বিশ্বয়ানের যুগ । এ যুগে মানুষ সর্বদিক থেকেই উন্নতির সর্বোচ্চ শিখরে আহরণ করছে । আমাদের কোনভাবেই উচিত হবে না এই যুগে অন্যতম স্মার্ট পেশা হিসেবে স্বিকৃত ফরেক্স থেকে ইনকাম না করে থাকা । আমাদের উচিত হবে সর্বোচ্চ চেষ্টা করা নিজেরে সামর্থ্যর মধ্য । অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে ।
আমি ফরেক্স করেই স্বাবলম্বি হতে চাই। জানিনা পারব কিনা। তবে আমার মনে আত্মবিশ্বাস আছে যে, আমি একদিন সফল ট্রেডার হব এবং এই ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করব। সামনের দিনগুলোতে আমাকে আরও বেশি করে এনালাইসস করতে হবে। কি করে আরও বেশি পোষ্ট করা যায় তা ভাবতে হবে।
ফরেক্স করে অবশ্যই স্বাবলম্বী হওয়া যাবে যদি আপনারা ধৈর্য্যশীল হতে পারেন । ধৈর্য্য ছাড়া এই ব্যবসা করে কেহই স্বাবলম্বী হত পারবে না । সুতরাং আমাদের সকলের আগে দক্ষতা অর্জন করতে হবে তারপর এই ব্যভসা শুরু করতে হবে । আর বেশী বেশী ডেমো করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।
দেশে সময়ের সাথে পাল্লা দিয়ে বেকারত্ব বাড়ছে এবং কর্মসংস্থান বাড়ছে না । ফলে দেশে শিক্ষিত বেকারে মানুষের সংখ্যান ব্যপক হারে বাড়ছে । তাই তো জাতি আজ হতাশ । এক্ষেত্রে ফরেক্স দেশে আশার আলো হিসেবে হাত ছানি দিচ্ছে । এখানে বহু লোকের বেকারত্ব দূর করে সাবলম্বি করতে পারে ।
আমি ও মনে করি ফরেক্স করে আমরা আমাদের জীবন গড়টা পারি, তার জন্য আমাদের কে আগে ভাল করে এই বাবসা সিকতা হবে। আমি অনেক সফল ট্রাডার দাখাছি। তাই আমি মনে করি আমিও সফল হব।
ফরেক্স হল একটি স্বাধীন ব্যবসা । এইট আপনি পাট টাইম ফুল টাইম করতে পারেন । ফরেক্স যদি বুঝে আপনি করতে পারেন তাহলে আর কোথায় ও যাওয়া লগবেনা আপনি এখান থেকে সফল হবেন । এবং এখান থেকে নিজেকে স্বাভালম্বি করতো পারবেন । আর এ ব্যবসায় আপনার কোন বস নেই আপনি নিজেই নিজের বস । আর এরকম সুযো অামারমনে হয় না অামরা অন্য কোন ব্যবসাতে পাবো ।