-
হ্যাঁ ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে আমি আয় করেছি।ফরেক্স মার্কেট এ আমরা বিনা পুঁজিতে ট্রেড করতে পারি।আর এর মাধ্যম হচ্ছে ফরেক্স বাংলা ফোরাম।এই ফোরাম এ পোস্টিং করে আমরা যে বোনাস পাই তা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তবে এর মাধ্যমে টাকা আয় করা অনেক কষ্টকর।কারণ এতে অনেক গুলো সর্ত মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হয়।তাই এতে ট্রেড করে আয় করা অনেক কষ্ট।আপনি চাইলে তালা ইনভেস্ট করেও ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন।
-
আমি ফরেক্স মার্কেটে ফোরাম বোনাস দিয়ে প্রথমে ভাল প্রফিট করে ছিলাম।পরে আবার ভুল ট্রেড করে একাউন্ট জিরো করে পেলি।দির্ঘ এক বছর পরে আবার ফোরাম শুরু করি আসা করি এই ফোরাম বোনাস দিয়ে ভাল প্রফিট করতে পারব।
-
আমি এখনো কোন ট্রেড করিনি শুধু বোনাস নিয়ে আছি।
বোনাস এর পরিমাণ একটু বেশি হলে পরে ট্রেড করব।
-
ফোরাম
ফোরাম এর বোনাস দিয়ে ট্রেড করে আমি ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করেছি।আমি এই বোনাস দিয়ে এক দিনে ৩০ ডলার পর্যন্ত আয় করেছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফোরাম এ পোস্টিং করি।যার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুঁজি দিয়ে ট্রেড করতে পারি।ফোরাম বোনাস দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা অনেক কষ্টকর।কারণ এর মাধ্যমে আমাদের কে ফোরামে লেখালেখি করে ডলার আই করতে হয়।তাই এটা একটু কষ্ট হয়ে পরে।
-
ফোরাম বোনাস দিকে ট্রেড করেই আমি লাভবান হয়েছি.আমি একবার রিয়েল ডলার ইনভেস্ট করেছিলাম ট্রেড করার জন্য কিন্তু লস করি.এর পর্ন থেকে আমি বোনাস ডলার দিয়েই ট্রেড করছি এবং লাভ করার জন্য ডেমো ট্রেড করি.যার ফলে আমি এখন লাভ করতে পারছি.মূলধন হিসেবে এই ফোরাম বোনাস অনেক সহায়ক তাই আমি লাভ করার জন্য মূলধন হিসেবে এইটি বেবহার করি.
-
ফোরাম বোনাস দিয়ে অবশ্যই আমি ট্রেড করে লাভ করেছি কিন্তু উত্তলোনের আগেই লসে পড়ে গিয়েছি । অামরা যখনই ফোরাম থেকে অর্জিত ডলার দিয়ে ট্রেড করি তখন দক্ষতা এবং ধৈর্য্যের সহিত ট্রেড করা দরকার তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
ফোরাম থেকে যে বোনাস আমরা পাই সেই বোনাস দিয়ে যেমন ফরেক্সে ট্রেড করা যায় ঠিক তেমনি বোনস দিয়ে ট্রেড করে ট্রেডে যে লাভ হবে তাও মার্কেট থেকে উত্তোলন করে নিজের পকেটে নেওয়া যায়। আর আমি নিজে বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট লাভ করেছি এবং তা উঠাতে সক্ষম হয়েছি।
-
ফরেক্স এ প্রফিট করা আর টিকে থাকা বরই কঠিন। আমরা যতই ফরেক্স সহজ মনে করি আসলে ততটা সহজ নয়। আমি ফোরাম বোনাস দিয়ে ২০ ডলার প্রফিট করেছিলাম। যদি একাউন্ট এ বেশী ব্যলেন্স থাকে তাহলে ভালো হয় বড় ভলিউম এ ট্রেড দেওয়া যায়।
-
আসলে ফরেক্স মার্কেট এ ল্যাভ সবাই করতে পারে। লাভ করতে গেলে বিশেষ কিছুর দরকার আছে বলে আমি মনে করি না। এখানে যে কেউ লাভ করতে পারে। যে ট্রেডিং জানে না তার জন্য ও লাভ করা সম্ভব। তাই আমি বলব লাভের চিন্তা মাথা থেকে না ঝেড়ে ফেললে মার্কেট এ ঠিকে থাকা শক্ত হবে। আগে ঠিকতে শিখুন পরে আস্তে আস্তে লাভ করাও শিখে যাবেন। গ্যারান্টি।
-
আমি ফোরামের টেড দিয়ে এখনো লাভ করিনি।জেহেতু আমি নতুন তাই আরও টেড সমন্দে জান্তেয় হবে।