হ্যাঁ, ফরেক্স ব্যবসায় বেশি মাথা গরম করলে তাতে করে লস করার পরিমান বেশি হয়ে থাকে । সেই জন্য ফরেক্স ট্রেড করার সময় অবশ্যই মাথা ঠান্ডা রেখে ট্রেড করা অনেক ভাল ।
Printable View
হ্যাঁ, ফরেক্স ব্যবসায় বেশি মাথা গরম করলে তাতে করে লস করার পরিমান বেশি হয়ে থাকে । সেই জন্য ফরেক্স ট্রেড করার সময় অবশ্যই মাথা ঠান্ডা রেখে ট্রেড করা অনেক ভাল ।
ফরেক্স মার্কেট একটি সদা পরিবর্তনশীল মার্কেট। এই মার্কেট ভীষণ রকমের চেলেঞ্জিং একটি মার্কেট। প্রতি মুহূর্তেই এই মার্কেট পরিবরতন হয়। তাই আমাদের সাবধানে নিজের মাথা ঠাণ্ডা রেখে ট্রেডিং করা উচিত। তা না হলে আমাদের নিজেদের ক্ষতি হতে পারে। লস ট্রেড করার পর আমাদের উচিত মাথা ঠাণ্ডা রেখে ওভার ট্রেডিং না করে ট্রেডিং প্ল্যান মেনে চলা।
ফরেক্র মারকেট যারা করেন তাদের মাথা সব সময় ঠান্ডা রাখা উচিত।উত্তেজনাই কাজ কখনও ভাল হয় না।আর নিজের প্রতি আস্থা রেখে কাজ করতে হবে তাহলে ভাল ফল পাওয়া যাবে।
ফরেক্স মার্কেট একজন সফল ট্রেডার হতে হলে অবশ্যই আপনাকে অনেক ধৈর্য থাকতে হবে এবং মাথা ঠান্ডা রেখে ট্রেড ওপেন করতে হবে।ফরেক্স মার্কেট অনেক ট্রেডার আছে যারা ট্রেড করে লস এর কবলে পরে তখন তাদের মাথা ঠিক থাকেনা তারা আবার ট্রেড নিয়ে বসে ফলে দেখা যায় তাদের লসের হার আরো অনেক বেশি হয়ে যায় তাই আমি বলব ফরেক্স মার্কেট মাথা গরম করলে আপনে লসের কবলে পরবেন আপনাকে মাথা ঠান্ডা রেখেই ট্রেড নেওয়া উচিত।
ফরেক্স এ কারেন্সী মার্কেট সবসময় উঠানামা করতে থাকে.যার ফলে আমাদের স্নায়ুচাপ ও ওঠানামা করতে থাকে.এমন অবস্থায় মানুষ অনেক ভয়ে থাকে.যার ফলে মানুহ্স অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে.কিন্তু এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা দরকার.মাথা ঠান্ডা থাকলেই মাথা কাজ করবে যার ফলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কখন কি কর উচিত.
এই মাথা ঠাণ্ডা করা বা মাথা ঠাণ্ডা রেখে ট্রেড এর কথা সবাই বলি , কিন্তু অনেক লাইভ ট্রেড এর সময় আমরা আর এই কথাটা মনে রাখ তে পারি না । আমার নিজের ক্ষেত্রে ও মাঝে মাঝেই হয় । জার মাশুল ও আমি অনেক বার দিয়েছি । তাই আমাদের মাথা ঠাণ্ডা রাখাটা যে কি পরিমান জরুরি তা ট্রেডিঙের সময় মনে না থাকলে বলে বুঝান যাবেনা ।
আপনার কথা গুলু সঠিক।আপনাকে ট্রেড করতে হলে দৈর্য দরে মার্কেট বিজতে হবে।আর লস করলে যে আপনাকে লস রিকবার করতে হবে এটা ভাবা ঠিকনা আপনার লস কেন হল তা ভাবেন মার্কেট নিয়ে বেশি বেশি চিন্তা করেন এনালাইসিস করেন ইউটুভ গুলোর মধ্যে টিওটরিয়াল গুলু ডাউনলোড করুন বুজুন দেকবেন আপনি এতদিন যা লস করছেন তাতো রিকবার হবেই বরং ভবিষ্যতে লাভ ও দেকতে পারবেন।
যে কোন কাজ করতে হলে যেমন মাথা ঠান্ডা রাখতে হয় তেমনি ফরেক্স এ কাজ করতে হলেও মাথা ঠান্ডা রাখতে হবে।তা না হলে লাভ করতে গিয়ে লস হয়ে যাবে।
হা ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অথবা আপনি যদি ফরেক্স মার্কেটে গেইন করতে চান তবে সব সময় আপনার মাথা ঠান্ডা করে ট্রেড করতে হবে না হলে আপনি অনেক বেশি লসের মধ্য পরে যাবেন। আর যারা ফরেক্স মার্কেটে বেশি লাভের আশা করে তারাই বেশি লাস করে থাকে।
ফরেক্স একটি আর্ন্তজাতিক মুদ্রা বাজার। এখানে লাভ যেমন রয়েছে তেমনি লস হওয়ার সম্ভবনাও প্রচুর। তবে কোন কিছুতেই লস করা ট্রেড দ্রুত রিকভারি দিতে গিয়ে আবারও যেন লসের সম্মুখীন না হতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।