-
যারা ফরেক্স এ শরু করে তারা সবাই ডেমো দিয়াই শুরু করে। কারন ডেমো কোন কিছু হারাবার নাই। আমার দেখা মতে একজন ট্রেডার ও পাই নাই যে ডেমোতে ট্রেড দিয়া উনি খুশী । বা আমরা সব সময় একটা উপদেশ বানী শুনি সেটা হল ডেমোতে ট্রেড করবেন কোন একটা স্ট্যাজি ফলো করার আগে। কিন্তু কেউই সেটা করে না। কারন সবাই চায় ম্যাজিক। মানে ট্রেড দিবে আর লাভ হবে। তাই আমার মতে সবার একটা সেন্ট একাউন্ট থাকা উচিত। কোন কিছু টেষ্ট করতে চাইলে ডেমো থেকে রিয়েল এ করা ভাল।
-
ফরেক্স মার্কেট এ পরিপূর্ণ অভিজ্ঞ হতেহলে আপনাকে আগে অবশ্যই ডেমো একাউন্ট এ ট্রেড করতে হবে।আমি একাউন্ট এ ট্রেড করে ধক্ষতা অর্জন করে এখন ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করতেছি।এতে আমি ভালোভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারতেছি।আমি ডেমো একাউন্ট এ ট্রেড করে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু জান্তে পেরেছি যা আমি এখন ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ কাজে লাগাচ্ছি।তাই আগে ভালোভাবে ডেমো একাউন্ট এ ট্রেড করে দক্ষ হন।
-
ফরেক্স প্রতিটি ট্রেডারই ডেমো দিয়ে ট্রেড শুরু করে।কারন নতুন অবস্থায় সবাই ফরেক্স শিখতে চাই।কারন না শিখে ফরেক্স ট্রেড করা যায়না।তাই ডেমো দিয়ে শুরু করে সিরিয়াসভাবে ট্রেড প্রাকটিস করতে হবে যাতে রিয়েল ট্রেডিং করতে এসে কোনো সমস্যার মোকাবেলা না করার প্রয়োজন হয়।
-
ফরেক্স মার্কেটের শুরুটা আামার মনে হয় ১০০ ভাগ ট্রেডাররাই ডেমো দিয়ে শুরু করে থাকেন । আমি নিজেও ডেমোতে ট্রেড করেছিলাম । তবে এটাও ঠিক যে ডেমোতে সহজে সাইকোলজি ডেভোলপমেন্ট করা যায় না । তাই আমার মতে সেন্ট অ্যাকাউন্ট হলেও ডেমো থেকে বেটার ।
-
হ্যাঁ আপনার সাথে আমরা সবাই একমত যে, যারা নতুন তারা সবাই ডেমো দিয়ে একাউন্ট শুরু করা উচিত। ডেমো দিয়ে একাউন্ট শুরু করলে আপনারা নিজেকে এখান থেকে ফরেক্স মার্কেটের জন্য দক্ষ করে গড়ে তুলতে পারবেন। ডেমোতে সাধ্যমত অনুশীলন করা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
-
ফরেক্স ট্রডিংয়ে ডেমো অ্যকাউন্ট বলতে রিয়েল মার্কেটে ভার্চুয়াল মানি দিয়ে ঝুকিমুক্ত ভাবে ট্রেডিং প্রাকটিসের পদ্ধতি। ডেমো অ্যকাউন্ট ট্রডিং প্রাকটিসের জন্য। বিশেষ করে যারা নতুন তারা ফরেক্স সম্পর্কে প্রত্যক্ষ ধারনা পাওয়ার জন্য ডেমো অ্যকাউন্ট ব্যবহার করে। আমিও নিজে ৪ মাস ধরে ডেমো ট্রেড করছি ।এখনো শেখার উপরেই আছি ।
-
ডেমো দিয়ে শুরু না ক্রলে আমার ম্নে হয় রিয়াল অ্যাকাউন্ট এ লস ক্রার স্মভবনা আকটু বেশি রয়েছে। ন্তুন যারা ফরেক্স এ আসবে তাদের উচিত প্রথম ছয় মাস ভাল ভাবে ডেমো ট্রেড ক্রা ,স্ক্ল নিয়ম কানুন ফলো ক্রা,মার্কেট এনালাইসিস ক্রা । স্ঠিক ভাবে ডেমো ট্রেড অনুশীলন ক্রলে ভাল ভাবে দক্ষ হতে পারলে রিয়েল অ্যাকাউন্ট এ ভাল ক্রা স্মভব ।
-
ডেমো ট্রেড
ভাই আপনি ডেমো একাউন্ট সম্পর্কে খুব সুন্দর কিছু তথ্য তুলে দরেচেন।ডেমো একাউন্ট এবং রিয়েল একাউন্ট এর মধ্যে তেমন কোন তপাত নাই।ডেমো একাউন্ট হচ্ছে শুধু ফরেক্স মার্কেট এর রিয়েল ট্রেড সম্পর্কে জানার জন্য।ডেমো একাউন্ট এ ট্রেড করে আপনি আপনার আয় করা টাকা উত্তোলন করতে পারবেননা তবে রিয়েল একাউন্ট এ ট্রেড করে আপনি আপনার আয় করা টাকা উত্তোলন করতে পারবেন।ডেমো একাউন্ট শুধু মাত্র প্রশিক্ষণ এর জন্য।তাই ডেমো এবং রিয়েল এর মধ্যে এক দিক দিয়ে তপাত রয়েছে।
-
আমি বলবো অবশ্যই আমিও আপনার সাথে একমত। আমার মনে হয় বিশেষ করে যারা নতুন ফরেক্সে আসে তাদের জন্য বেশি বেশি ডেমো ট্রেড করে তাদের ট্রেডিং অভিজ্ঞতা বারানো উচিৎ। আমিও ফরেক্সে নতুন তাই আমিও এখন ডেমো ট্রেড করছি। আমি অন্তত ৬ মাস ডেমো একাউন্টে ট্রেড করে প্রাকটিস করবো তারপর রিয়েলভাবে শুরু করবো।
-
আসলেই ট্রেডিং এর শুরুটা আসলে ডেমো থেকেই.এর মাধ্যমে আপনি ফরেক্স সম্পর্কে পুন জ্ঞান লাভ করতে পারবেন.কিভাবে মার্কেট এ টিকে থাকতে হবে তার অভিজ্ঞতা আপনি এর মাধ্যমে অর্জন করতে পারবেন.এর মাধ্যমে মার্কেট এনালাইসিস থেকে শুরু করে মানি ম্যানেজমেন্ট সব ই এই ডেমো ট্রেডিং এর মাধ্যমে করতে পারবেন.তাই সকল ত্রাদের দের ডেমো দিয়ে শুরু করা উচিত.