আমার মনে হয় ফরেক্স মার্কেট এর বিশালতা যে কত তে আমরা হয়ত জানিনা । কাজ করতে করতে হয়ত বুঝতে পারব । অনেক বড় বড় অংকের টাকা নিয়ে এখানে যেমন কাজ করে আবের আমরা ক্ষুদে ব্যবসায়ীরা ও কাজ করি ।
Printable View
আমার মনে হয় ফরেক্স মার্কেট এর বিশালতা যে কত তে আমরা হয়ত জানিনা । কাজ করতে করতে হয়ত বুঝতে পারব । অনেক বড় বড় অংকের টাকা নিয়ে এখানে যেমন কাজ করে আবের আমরা ক্ষুদে ব্যবসায়ীরা ও কাজ করি ।
এত দিন ধরে ফরেক্স করছি অনেক কিছুই বুঝেছি তবে প্রধান বিষয় হল আপনি মারকেট টা কতটুকু ভালভাবে অব্জারভ করতেছেন,মারকেট এর গতি বুঝে এবং সাপরট রেসিস্ট্যান্স বুঝে ট্রেড করলেউ ভাল কিছু সম্ভব
আমাদের মধ্যে এখনো অনেকেই ফরেক্স মার্কেট এর বিশালত্ব সম্পর্কে জানেনা।ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক একটি মার্কেট যেখানে সবাই স্বাধীন ভাবে ট্রেড করে আয় করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন প্রকার শিক্ষা গত যোগ্যতার দরকার হয় না।যে কেও স্বাধীন ভাবে ফরেক্স এ ট্রেড করে আয় করতে পারে তাও আবার খুবি অল্প পূঁজি দিয়ে।আমাদের সবার উচিৎ সবার কাছে ফরেক্স মার্কেট এর বিশালত্ব সম্পর্কে জানানো।তাহলে সাবাই উপকৃত হবে।
ফরেক্স মারকেট এক বিশাল ব্যাপার । এটা আকাশের মত খোলা এখানে অনেক বড় মাপের ট্রেডারের যেমান যায়গা আছে তেমন আমাদের মত ক্ষুদে ট্রেডারেরও যাওয়গা আছে এ এক বিশাল ব্যাপার ।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে থাকি তাহলে।আমাদের অনেক প্রফিট হবে । বিশ্বের বড় বড় সব কেন্দ্রীয় ব্যাংকগুলো ফরেক্স মার্কেট এর সাথে সরাসরি জড়িত । আমাদের ফরেক্স নিয়ে ভালোভাবে পড়ালেখা করে তার পরে ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করে । ফরেক্স মার্কেট প্লেসে এসে ট্রেড করে এখানে ট্রেড করে তারাই ভালো প্রফিট লাভের সুযোগ পাবে ।
ফরেক্স যে ছোট মনে করবে সে ভুল করবে। যদি মার্কেট ছোট হতো তাহলে মানুষ ট্রেড করে কন্ত্রোল করতে পারত। সে জন্য মার্কেট তার নিজ গতীতে চলে। মার্কেট বিশাল হয়ার কার যে যেভাবে ট্রেড করুক না কেন মার্কেট তার নিজস্ব গতিতে চলবে।
ফরেক্স আসলেই বিশাল একটা মার্কেট যেখানে দৈনিক লেনদেন হয় প্রায় ৫.৫ ট্রিলিয়ন ডলাররে মত । অন্যদিকে বিশ্বের সবচাইতে বড় শেয়ার মার্কেট হলো নিউইয়র্ক শেয়ার মার্কেট যেখানে দৈনিক লেনদেন হয় প্রায় ২৫ বিলিয়ন ডলারের মত । তাই এখান থেকেই বুঝা যায় যে ফরেক্স এর সব ব্যাপার সেপার সত্যিই আলাদা । আর সে সূত্রেই বলতে হবে যে ফরেক্স হলো অনন্য একটা বিষয় ।
ফরেক্স মার্কেট সত্যিই একটা বিশাল ব্যাপাার ।সম্পূর্ণ সত্য।ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি আপনার মত করে ট্রেড করতে পারেন এবং আমরা নিজেদেরকে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে একজন অান্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে প্রতিষ্টিত করতে পারি।কোটি কোটি টাকার মুদ্রা বিনিময় আবার এইসব ব্রোকার এর দ্বারা হয়ে থাকে
হ্যা ভাই ফরেক্স মার্কেটের ক্ষেত্রটা আসলেই অনেক বিশাল। ফরেক্স মার্কেটে শিখার কোন শেষ নেই। আপনি যতই ফরেক্সের গভীরে প্রবেশ করবেন ততই আপনার জ্ঞান ও অভিজ্ঞতা দিন দিন বেড়েই চলবে। ধীরে ধীরে ফরেক্স মার্কেটের উপর আপনার দক্ষতা বাড়বে, সেটাকে কাজে লাগানোর মাঝে ট্রেডিং এ লাভ লসের মধ্য দিয়ে আপনার আরো একটু এক্সপেরিয়েন্স হবে। সুতরাং এভাবেই চলতে থাকবে সারাজীবন।
সত্যিই ফরেক্স মার্কেট বিশাল বড়। যার প্রতিদিন মুদ্রার আদান প্রদান হয় প্রায় ৫ট্রিলিয়ন ডলার। ফরেক্স মার্কেট এর সাথে জড়িত বিশ্বের সব কেন্ত্রিয় ব্যাংক গুলো। আমরা সেখানে ফরেক্স ব্রোকারের মাধ্যমে অল্প পরিমানে ইনভেষ্ট করেও আমরা ট্রেড করতে পারি। তাই ফরেক্স অত্যান্ত জটিল ব্যবসা এবং ফরেক্স ব্যবসা আয়ত্বে আনতে অনেক সময়ের প্রয়োজন হয়। এবং বেশী তারাতারি লাভ করতে গেলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফরেক্স ভালভাবে শিখে দীর্ঘদিন ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করে আমাদের ট্রেড করা উচিত।