আমি গত প্রায় এক বছর যাবত ফরেক্সে কাজ করছি আর আমি সেই শুরু থেকে এই প্রর্যন্ত একটি ব্রোকারেই কাজ করে আসছি আর সেই ব্রোকারের নাম হল ইন্সটা ফরেক্স।
Printable View
আমি গত প্রায় এক বছর যাবত ফরেক্সে কাজ করছি আর আমি সেই শুরু থেকে এই প্রর্যন্ত একটি ব্রোকারেই কাজ করে আসছি আর সেই ব্রোকারের নাম হল ইন্সটা ফরেক্স।
ফেরেক্স এবং ব্রোকার শব্দ দুটি একটি আরেকটির সাথে জড়িত । ফরেক্স ছাড়া ব্রোকার এবং ব্রোকার ছাড়া ফরেক্স অসম্ভব । সাধারনত আমরা যে সকল কোম্পানির মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি থাকে ব্রোকার বলা হয় । ফরেক্স মার্কেটে সাধারনত দুই ধরনের ব্রোকার রয়েছে ।
১। ডিলিং ডেস্ক ব্রোকার এবং
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার ।
ইন্সটা ফরেক্স ব্রোকারে আপনি ভাল সুবিদা পাবেন বলে আমি আশা করি ।
ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং পরিচালনার মাধ্যম হল ব্রোকার । একটা ভাল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেডার নির্বচন করা সবচেয়ে গুরুত্বর্পণ কাজের মধ্য অন্যতম । আমি এ পর্যন্ত একটা ব্রোকারেই কাজ করেছি আর সেটা হল ইন্সটাফরেক্স তাই আমার মতে ইন্সটাফরেক্স এর সার্বিক সব দিক থেকে ভালো বিশেষ করে এশিয়দের জন্য ইন্সটাফরেক্স অনেক বেশি যথার্থ
ফরেক্স জগতে নানা ব্রোকার এখন আসছে। বিভিন্ন ধনের সুযোগ সুবিধ দিচ্ছে তারা। কিন্তু এর মাঝে আপনাকে ভালো একটা ব্রোকার এর সাথে ইনভেস্ট করে ট্রেড করতে হবে। তা না হলে আপ্নি আপ্নার ক্যপিটাল হারাতে পারেন। ফরেক্স জগতে আমি এক্-মাত্র ইন্সটা ফরেক্স কে সাপোর্ট করি। এটা এশিয়ার মধ্য সবচেয়ে বড় এবং নির্ভেজাল ব্রোকার।
আমি ফরেক্স নিয়ে যখন শুনি তখন থেকেই স্টাডি শুরু করে দিই এর উপর । অাস্তে ব্রোকার সম্পর্কে কিছুটা ধারণা পেলাম এবং এটা বুঝতে পারলাম যে একটা ভাল ব্রোকার একজন ট্রেডারকে অনেক বেশি পরিমাণে সফল হতে সাহায্য করে । কেননা ভাল ব্রোকারগুলো সবসময়ই তাদের গ্রাহকের জন্য নিত্য নতুন সুযোগ সুবিধার ব্যবস্থা রাখে যার মাধ্যমে গ্রাহক উপকার পেতে পারে । এ ক্ষেত্রে ভাল ব্রোকার হিসেবে আমি ইন্সটা ব্রোকারকেই চয়েস করব ।
ফরেক্স মার্কেটে অনেক ব্রোকার আছে আর বিভিন্ন ব্রোকার তাদের নিজস্বতা অনুযায়ি বিভিন্ন রকম অফার ও সুবিধা দিয়ে থাকে। আমি ইনিস্টা ফরেক্স ব্রোকারের সাথে সংযুক্ত আছি আর অন্য কোন ব্রোকারে আমি কখোনো কাজ করি নাই। আমার ইনিস্টা ফরেক্সের নিয়মগুলো ভাল লাগে।
আমার জানামতে ফরেক্স মার্কেটে অনেক ব্রোকার আছে আর বিভিন্ন ব্রোকার তাদের নিজস্বতা অনুযায়ি বিভিন্ন রকম অফার ও সুবিধা দিয়ে থাকে। আমি ইনিস্টা ফরেক্স ব্রোকারের সাথে সংযুক্ত আছি আর অন্য কোন ব্রোকারে আমি কখোনো কাজ করি নাই। আমার ইনিস্টা ফরেক্সের নিয়মগুলো ভাল লাগে।
সব ব্রোকারেরা ভাল সুবিধা দেয় তবে তাদের মধ্যে থেকে তুলনামুলকভাবে যে ব্রোকার ভাল সুবিধা দেবে তাদের মাধ্যমে ট্রেড করা উচিত । আমার কাছে ইনস্টাফরেক্সকে অধিকতর ভাল মনে হয় তাই ইনস্টাফরেক্স এর মাধ্যমে ট্রেড করি ।
ইনস্টা ফরেক্স ব্রোকার হিসেবে সবচেয়ে ভালো সুবিধা দিয়ে থাকে। ইনস্টা ফরেক্স এশিয়া এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এর সুবিধা ভালো দেখেই এটি জনপ্রিয়। আমি নতুন ট্রেড করলেও অনেকেই দেখেছি অনেক বছর থেকেই এই ইনস্টা ফরেক্স এর সাথে কাজ করছে এবং ভালো ব্রোকার দেখেই এখন ও এর সাথে কাজ করে যাচ্ছে।আমি মনে করি সবারই ইনিস্টা ফরেক্সের নিয়মগুলো ভাল লাগে।
ফরেক্স মার্কেটে দ্রুত ধনী হওয়ার সহজ বা সরল কোন পথ নেই।একটা কথা বলা ভাল আপনি যদি দ্রুত ধনী হওয়ার সপ্ন নয়ে ফরেক্স করেন তাহলে ফরেক্স মার্কেট হতে আপনাকে অচিরেই বিদায় নিতে হবে।ফরেক্স মার্কেট ট্রেড করার মাধ্যমে ধনী হওয়া যায় কিনা তা আমি সঠিকভাবে বলতে পারবো না।কিন্তু এটুকু বলতে পারবো ফরেক্স মার্কেটে সঠিক ভাবে ট্রেড পরিচালোনার মাধ্যমে নিজেকে আর্থিক ভাবে সাবলম্বী করতে পারবো।