যে কন ব্যবসা করতে হলে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে আর আপনী যদি লোন নিয়ে ব্যবসা করতে যান তবে আমি মনে করি আপনার কাজটা ঠিক হবে না। কারন আপনি যদি লোন নেন তবে আপনাকে লোনের টাকা পরিশোধ করতে হবে আর এই চিন্তায় আপিনার ট্রেড এলো মেলো হতে পারে।
Printable View
যে কন ব্যবসা করতে হলে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে আর আপনী যদি লোন নিয়ে ব্যবসা করতে যান তবে আমি মনে করি আপনার কাজটা ঠিক হবে না। কারন আপনি যদি লোন নেন তবে আপনাকে লোনের টাকা পরিশোধ করতে হবে আর এই চিন্তায় আপিনার ট্রেড এলো মেলো হতে পারে।
আমার মতে না। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আপনার লাভ লস দুটিই হতে পারে আর আপনি যদি লোন নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করেন আর অঅনি যদি লস করেন তিবে আপনি দুই দিকেই হারাবেন আর জন্য আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন না তাই নিজের টাকাই ট্রেড করা ভাল।
কোনমতেই আপনি ব্যাংক লোন নিয়ে ফরেক্স ব্যাবসায় আসবেন না । আপনি একটা মাস কস্ট করে ফোরামে পোস্ট করে যে বোনাস পাবেন তাতে আপনি ভালই ট্রেড করতে পারবেন । এভাবে আপনি যদি পরিশ্রমি হোণ তা হলে ক্যাশ যোগাড় হয়েই যাবে । নিজের ক্যাশ কেন ঢুকাবেন ?
আমার মনে হয় লোন নিয়ে ফরেক্সে ট্রেড করা একদমই ঠিক হবে না। তবে আপনার যদি ফরেক্সে ভালো অভিজ্ঞতা থাকে এবং আপনি নিজেকে একজন সফল ট্রেডর মনে করেন তাহলে লোন নিয়ে ট্রেড করতে পারে। তবে ট্রেডের ক্ষেত্রে সাবধাতনা অবলম্বন করুন। আপনার পুজি যেন শেষ হয়ে না যায়। এবং লস করে লোনের বোঝা বইতে গিয়ে আপনি নিজেই যেন শেষ হয়ে না যান।
আমি মনে করি রিস্ক হয়ে যায় বেপার টা।কারন এই খানে লস হতেই পারে
তাই এত রিস্ক নাহ নিয়ে আপনি ভাল ভাবে ফরেক্স সিখে থেন এই রিস্ক টা নিতে পারেন।
ফরেক্স মার্কেট এ আমরা লোন নিয়ে করতে পারি কিন্তু এই ভাবে লোন নিয়ে ট্রেড করা ঠিক না, কারন যদি এই মার্কেট এ ট্রেডিং করতে গেলে লস হয়ে, যায় সে লস আপনার অনেক ক্ষতির কারন হয়ে যাবে,তাই ফরেক্স মার্কেট এ দক্ষ ট্রেডার হবার পরে লোন নিয়ে ডিপোজিট করতে পারেন।
লোন নিয়ে ফরেক্স করা ঠিক না আবার ঠিক কারন অনেকে আছে গরিব কিন্তু ফরেক্স ব্যবসা খুব ভাল বোঝে । লোন নিয়ে ফরেক্স করা তাদের জন্য ১০০% ঠিক । কিন্তু অনেকে আছে ফরেক্স সম্পর্কে অনেক ভাল বোঝে না । আমি মনে করি লোন নিয়ে বা ইনভেস্ট করে তাদের ফরেক্স ব্যবসা করা মোটেই ঠিক না । তারম তারা যে কোন সময়ে লস করে বস্তে পারে ।
আপনি লোন নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু আপনি কি শিউর যে আপনি ফরেক্স ব্যবসা করে আপনি অনেক লাভবান হতে পারবেন।অনেকেই মনে করে যে ফরেক্স ব্যবসা খুব সহজ কিন্তু না ফরেক্স ব্যবসা তার কাছেই সহজ যে মার্কেট সম্পর্কে অনেক দক্ষ।আগে মার্কেট সম্পর্কে দক্ষ হয়ে নেন তারপর ইনভেস্ট করেন।
পৃথিবীতে কোন কিছুই পারফেক্ট নেই আর আপনি তো শুধু একটা অনুমান এর উপর ট্রেড বসান এখানে কিভাবে বুঝলেন যে আপনার স্ট্রেটিজি ১০০% পারফেক্টলি কাজ করবে। একজন ভাল ট্রেডারও যে সব সময় সফল হবে এটা সে কখনই বলতে পারবে না সে যদি ৫ টা ট্রেডও যদি সফল হয় তবে তার পরের টা যে সফল হবে কোন নিশ্চয়তা দিতে পারবে না ।
ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা তাই এখানে ইনভেস্ট করার আগে আপনাকে ভাবতে হবে আপনি ফরেক্সে কতটা দক্ষ।। তারপরো আমি বলব লোন করে ফরেক্সে ট্রেড করা মুটেও ভাল হবে না।।কারন এখানে লস করাটা খুবই সাভাবিক।। তাই আমি বলব আগে আপনি ফরেক্স শিখুন তারপর ট্রেড করার চিন্তা করুণ।।।