-
আসলে ফরেক্স ট্রেডিং অ প্রতিদিন সমান তালে ট্রেড করা সম্ভব হয়না.আমি মাসে ৫৫-৬০ ডলার এর মত প্রফিট করতে পারি যার দৈনিক গড় হিসাব করলে দাড়ায় ২ ডলার.আসলে এখন ও আমি ট্রেডিং অ তেমন একটা শক্ত অবস্থান এ যেতে পারিনি.তাই এখন লাভ এর পরিমান অতটা বাড়েনি.কিন্তু ধীরে ধীরে বাড়বে বলে আশা করছি.
-
আমি মনে করি যাদের ফরেক্স সম্পর্কে ভাল ধারনা আছে তাদের জন্য এটি একটি খুব ভাল এবং নিরাপদ বিজনেস চেতাই আমি বলবো আগে ডেমো করেন । আর আপনি ইনভেস্ট না করে ও ফরেক্স করতে পারেন ।
-
অনলাইন বেবসায়ের মধ্যে ফরেক্স যথেষ্ট নিরাপদ। তবুও এইখানে যারা ট্রেড করে তাদের যথেষ্ট নিরাপত্তার সাথে ভেবেচিন্তে ট্রেড করা উচিত।
-
অন্যান্য ব্যবসার তুলনায় ফরেক্স অনেক বেশি নিরাপদ।ফরেক্স করতে আমাদের অনেক জ্ঞান এর প্রয়োজন । আমি মনে করি ফরেক্স মার্কেটে সবসময় নিজেকে যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হ কারণ প্রতিটি নতুন পরিস্থিতি নতুন শিক্ষা আমাদেরকে দেয় শেযার বাজার থেকে ফরেক্স বিনিয়োগ করা অনেক দিক থেকে লাভজনক।
-
ফরেক্স একশতভাগ্ নিরাপদ এখানে প্রতারনার সুযোগ নাই । তবে এখানে মেধা এবং শিখাই বড় মুলধন । শিখা হলো ফরেক্স সম্পরকিত শিখা । এখানে স্কুল কলেজের শিখার প্রোয়োজন হয় না ।
-
ফরেক্স এর সাথে শেয়ার ব্যবসার তুলনা করে কোন লাভ হবে না । কেননা বাংলাদেশের শেয়ার অবস্থার চেয়ে ফরেক্স মার্কেটের শেয়ার অবস্থা অনেক বেশি ভালো । তাই আমি মনে করি যে যদি আমরা ভাল পরিমাণে আয় ও নিরাপদভাবে ব্যবসা পরিচালনা করতে চায় তবে শেয়ার এর চেয় বহুগুণ বেশি ভাল হবে ফরেক্স মার্কেট ।
-
ফরেক্স সত্যিই নিরাপদ । কারণ ফরেক্স ব্যবসা করে কেহ এখন পর্যন্ত ধোকায় পড়তে হয় না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য নিরাপদে থাকব । কোন প্রকার চিন্তা করব না । কারণ এ ব্যবসা চলে যাব না । অতএব আমরা চিন্তামুক্তভাবে ট্রেড চালিয়ে যান তাহলেই সফলকাম হতে পারবেন ।
-
হ্যা, ফরেক্স ট্রেড করা নিরাপদ। তবে অবশ্যই ট্রেড শিখে ট্রেড করা নিরাপদ। এখানে অর্থ ছাড়াও আরও অন্য কিছু প্রয়োজন যা মেধা ও শ্রম। তবে ফরেক্স নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে চাইলে অর্থ ইনভেস্ট করা জরুরী বলে মনে করি। ফোরাম পোস্টিং বোনাস দিয়ে ট্রেড ভালো শিখা যায় ও মুনাফা লাভ করা যায়। তবে দীর্ঘ মেয়াদে ভালো কিছু করার জন্য ইনভেস্ট করতে হয়। এখানে পরিশ্রমী ও দক্ষ ট্রেডার হতে পারলে নিজেকে স্বাবলম্বী করে তোলা সহজ হয়।
-
আমাদের যাদের টাকা আছে তারা সহজেই টাকা ইনভেস্ট করতে পারি। কিন্তু অনেএর টাকা নেই কিন্তু ফরেক্স করতে বা শিখতে আগ্রহী। তাদের বলছি ফরেক্স আপনি এখন ফোরাম পোস্ট করে করলে শুধু আপনার মেধা আর শ্রম যাবে। আপনার নিজের কোন টাকা খরচ হবে। এক্ষত্রে বিনা ইনভেস্ট এ আপনি টাকা আয় করতে পারছে।
-
আমার মতে ফরেক্স অনেক বেশি নিরাপদ অন্যান্য ব্যবসার তুলনায়। কেননা এখানে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নাই। এখানে ইনভেস্টমেন্ট বলতে আপনার মেধা আর শ্রম ই হবে মুল চালিকা শক্তি। সাথে যোগ করতে হবে ফোরাম পোস্টিং। আর শেয়ার বিজনেস এ সচ্ছতার অভাব আছে। কিন্তু ফরেক্সে সচ্ছতা আছে,আর অনেক বেশি নিরাপদ ও।