-
ফরেক্র করতে হলে ট্রেডিং এর কলাকৌশল জানতে হবে , এখানে মূলধন আসল কথা নয় । এখানে মূল কথা হচেছ কম পুজি দিয়ে ব্যবসা শিখা ।ফরেক্র ব্যবসা ভালভাবে আয়ত্বে নিয়ে আসতে পারলে ,পুজি নিয়ে ভাবতে হবে না ।একজন দক্ষ ট্রেডার কম ডিপোজিট দিয়ে ট্রেড করে ও ভাল প্রফিট করতে পারে ।
-
ডিপোজিট কম কংবা বেশি এটা কোন ইফেক্ত পরেনা ফরেক্স এ । মুল কথা হল আপনি কতটুকু ট্রেড করার জন প্রসেস জানেন বা ব্যাবহার করতে পারেন । ডিপোজিট কম করেও আমরা ট্রেডিং করে টিকে থাকতে পারি ,যদি এনালাইসিস করে , মানিম্যনেজমেন্ত এর বিষয়ে ধারনা থাকে । ছোটছোট লটে ছোটছোট করে ট্রেড ওপেন করলে আমি মনে করি ডিপোজিট কোন ব্যাপার নয় , লাভের সাথে টিকে থাকাই মুল উদ্দেশ্য।
-
ফরেক্স কৈশল ভালভাবে অায়ত্তে থাকলে তবেই অল্প ট্রেড দিয়ে টিকে থাকা সম্ভব হয় । আর এই কাজটা বেশি করতে পারে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ফরেক্স ট্রেডাররা । তাদের কাছে জানা থাকে যথার্থ কৈশল এসব কৈশলের সফল প্রয়োগ যখনই অল্প পুঁজি দিয়ে ঘটানো সম্ভব তখনই সফলতা অর্জন করা সম্ভব হবে । তবে একজন নতুন কিংবা অল্প অভিজ্ঞ ট্রেডার এর জন্য অল্প ডিপোজিট দিয়ে টিকে থাকা অনেক কষ্টকর হবে । কেননা ডিপোজিট একটা গুুরুত্বপূর্ণ বিষয় ।
-
আমার মনে হয় আমাদের সবার আর্থিক সামর্থ্য এক থাকেনা যার কারণে সবাই সমানভাবে বিশাল অংকের ডিপোজিট করতে পারেনা তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি জরুরি জিনিস হল আমাদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা এই জিনিসগুলা যার মধ্য থাকবে সে অল্প পুজি দিয়েও বিশাল কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস কারণ যার দক্ষতা আছে তার ফরেক্স এর মত মার্কেট প্লেসের জন্য আর তেমন কিছু লাগেনা
-
আপনি যদি মোটামোটি ট্রেড বুজেন আর এনালাইসিস করতে পারেন, তাহলে মানি মেনেজমেন্ট করে কম ডিপোজিট দিয়েও আপনি ফরেক্স মার্কেট এ ঠিকে থাকতে পারবেন।। আর ট্রেড না বুজলে এনালাইসিস না বুজলে হাজার ডলার দিয়েও ঠিকে থাকতে পারবেন না।।
-
আমার মনে হয় কম ডিপোজিট টিকে থাকার জন্য কোন ব্যাপার না, কারন আপনার ডিপোজিট কম হলে আপনার লাভও কম হবে, কিন্তু ফরেক্স ব্যবসা করে টাকা আয় করে সেই টাকা দিয়ে কোন কাজ শেষ করা বা শুরু করার জন্য একটু বেশি ডিপোজিট প্রয়োজন, ভালো হয় কম করে ১০০০ ডলার ডিপোজিট করতে পারলে।
-
ফরেক্স মার্কেট কম ডিপোজিট করে ও অনেক টাকা আয় করা যায় আর ফরেক্স মার্কেট অল্প ডিপোজিট করে টিকে থাকতে হলে অনেক পড়াশুনা করতে হবে এবং ফরেক্স মার্কেট এর ম্যানিমেনেজ ম্যান্ট ফলো করে ট্রেড করতে হবে ডেমোতে অনেক বেশি প্রাকটিস করতে হবে এবং ধৈর্য সহকারে ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে তাহলে ফরেক্স মার্কেট কম ডিপোজিট দিয়ে ও টিকে থাকা সম্ভব।
-
মুলধন ছাড়া কিছুই সম্ভব হয় না। কিন্তু দেখা যায় যে, ফরেক্স ট্রেডে অল্প পুঁজি ভালো প্রশিক্ষণ নিয়ে ভালো আয় করা যায়, যা বেশি পুঁজি অল্প প্রশিক্ষণ নিয়ে সম্ভব হয় না। তাই পুঁজি কোনো ব্যপার নয়। প্রশিক্ষণটাই আসল।
-
হা ফরেক্স মার্কেটে কম ডিপোজিট করেও ফপ্রেক্স মার্কেটে টিকে থাকা সম্বব। তবে আমি মনে করি আপনি যদি ঠিমে থাকতে চান তনে আপনাকে ফরেক্স মার্কেটের মুবমেন্টা সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে হবে বলে মনে করি আর মানি মেনেজমেন্টা ভ্ল করে যান্তে হবে তাহলেই সম্বব বলে আশা করি।
-
এই বিষয়টি নিরভর করবে আপনার ট্রেড করার উপরে আপনি কত লট এর ট্রেড করছেন এবং আপনার মানি ম্যানেজমেন্ট এর উপর নিরভর করবে আপনি কম ডিপোজিট দিয়ে কতটা লাভ করতে পারবেন আর পারবেন না ।