-
ভাই আপনি কি এটাকে ডেমো একাউন্ট পেয়েছেন কি!! ৫০০০ ডলার কি আপনি নিজেই ইনভেস্ট কোরেছেন কোনদিন?? ৫০০০ ডলার যে বোলে দিলেন এর অর্থ বোঝেন আপনি?? দয়া করে বাংলাদেশী ট্রেডারদের এমন কোন বুদ্ধি দেবেন না। আর কে বলছে ফরামের পোস্ট ২৫০ ডরার দিয়েই মাসে অনেক টাকা আয় করা সম্ভব কিন্তু এর জন্য বুদ্ধি খাটাতে হবে।
-
অদিক ইনকাম করতে হলে ফরেক্স মার্কেটে আসলে হবে। তবে আমার মতে এখান থেকে যেমন লাভের অদিক সম্ববনা আছে আর তেমনেইব্লস হবারো সম্ববনা থাকে। তার পরেও আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি।কিন্তু কথা হল বোনাস মানি দিয়ে হবে না কেন আমার জানার খুব ইচ্ছে হচ্ছে বললে ভাল হত।
-
ফরেক্স ট্রডিংএ ট্রে করতে হলে একজ ট্রেডার কে পথমে অবশ্যই ফরেক্স মার্কেট এনালাইসিস সমন্দে ধারনা অর্জন করতে হবে।কোন ব্যবসা যেমন কোন প্রকার চিন্তা ভাননা ছাড়া হয়না তেমনেই ফরেক্স ট্রডার হতে গেলোও আপনাকে শীখতে হবে। নতুবা ফরেক্স মার্কেটে ভালো করা যাবে না।
-
ফরেক্স মার্কেট থেকে অধিক আয় করা সম্ভব যদি তারা দক্ষতা অর্জন করতে পারেন । যে যত বেশী দক্ষতা অর্জন করতে পারবেন সে তত বেমী লাভবান হতে পারবেন । সুতরাং আমরা সব সময় ধৈর্য্য ধারণ করব তারপর এই ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারবেন । আর আপনারাও বেশী বেশী ধৈর্য্য ধারণ করুন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
আমার মতে ফরেক্স মার্কেট থেকে অধিক ইনকাম করা যায় তবে তার জন্য লাগবে ফরেক্স এর অধিক জ্ঞান এবং দক্ষতা আর পাশাপাশি আধিক সময় ধরে অনুশিলক । ফরেক্স একটা কঠিন ব্যবসা এখান থেকে ইনকাম করা খুব কঠিন এখান থেকে ৯৫% মানুষ লস করে থাকে জার কারনে ব্যবসা ছেড়ে দেয় এর যারা ফরেক্স এর সম্পর্কে ভালো জানে তারা এখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারে ।
-
ফরেক্স মার্কেট থেকে অধিক েইনকাম করতে হলে নিজেকে অধিক পরিমাণে প্রস্তুত করার কোন বিকল্প নেই । যত বেশি নিজেকে প্রস্তুত করা যাবে তত বেশি নিজেকে এগিয়ে রাখা যাবে । আর ফরেক্স মার্কেটের সব থেকে বড় চমক হল সর্বদা নিজেকে প্রস্তুত করা । আর অধিক চাইলে অধিক পরিশ্রমের কোন বিকল্প নেই । যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি পরিমাণে নিজেকে এগিয়ে রাখতে পারবে ।
-
আনেকে মনে করে ফরেক্স থেকে টাকা আয় করা অনেক সহজ কিন্তু আমি মনে কতি ফরেক্স থেকে টাকা আয় করা অনেক কঠিন। অনেকে প্রথমে ফরেক্সে এসে না বুজে ট্রেড করে কিছু আয় করে তখন ফরেক্স তাদের কাছে সোজা মনে হয় এবং পরে তারা অনেক টাকা ইনভেস্ট করে। তারা যেহেতু ট্রেড বজেনা সেহেতু বড় লস করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে ।তাই আমি মনে করি ফরেক্স থেকে আয় করা অনেক কঠিন।
-
ফরেক্স মার্কেট এ অধিক ইনকাম করা যাবে। ফরেক্স মার্কেট এ অধিক আয় করতে হলে ফরেক্স মার্কেট এর যাবতীয় যত রকমের কাজ আছে বা কাজের ধাপ গুলো আছে তা ভাল করে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে তবেই ফরেক্স থেকে অধিক ইনকাম করা সম্ভব।
-
ফরেক্স মার্কেটের আয় আপনার মার্কেট সম্পর্কে দক্ষতার উপর।আপনি মার্কেট সম্পর্কে যত বেশি দক্ষ হবেন আপনি তত বেশি আয় করতে পারবেন।আর ৫০০০ ডলার ব্যলেস্ন থাকতে হবে ভাল আয় করতে গেলে।আমি এটা বিশ্বাস করি না।কারন মার্কেটের আয় নির্ভর করবে আপনি মার্কেট সম্পর্কে কত জানেন তার উপর।
-
ভাই যারা ৫০০০ ডলার নিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করতে চাই তারা মনে করি অন্যের উপর নিরভরশিল হয়ে ট্রেড করতে চাইবেনা তারা সরেক্স মার্কেট সম্পরকে ভাল ধারনা নিয়েই ফরেক্স এ আসবে আপনার প্রয়ুজনিওতা তাদের দরকার পরবেনা