-
ফরেক্স ট্রেডিং ব্যবসা অবশ্যই এটি একটি হালাল ব্যবসা। কারণ আমরা জানি আমদের চাহিদা মেটানোর যা টাকা পয়সা রোজকার করি তা দুই ভাবে করে থাকি। সে রোজকার এর উপায় টি হল ১ শারীরিক পরিশ্রম করে ২ মেধা পরিশ্রম করে। ফরেক্স ট্রেডিং ব্যবসায় আমরা আমাদের মেধা পরিশ্রম দিয়ে কাজ করি। তাই আমি বলবো ফরেক্স ট্রেডিং ব্যবসা একটি হালাল ব্যবসা।
-
ফরেক্স অবশ্যই হালাল আমরা টাকা রোজগার করার জন্য সঠিক পথ খুজে থাকি এবং কষ্টের সাথে মেধার অবকাশ ঘটিয়ে আমরা সাধারণত পরকীয়া করে থাকি এবং দুই ধরনের বিষয় রয়েছে যেমন একটা হচ্ছে সোয়ব যুক্ত এবং একটি সোয়াফ ফ্রি আপনি সোয়াফ ফ্রি একাউন্ট করতে পারেন।এটা একদমি ইসলামিক পধতি।
-
ফরেক্স হালাল না হারাম। আসলে ফরেক্স সুয়াফ ফ্রি হলে হালাল আমার মতে। তাই বলা যায় ফরেক্স সোয়াপ ফ্রি একাউন্ট হলাল। তাই আমার ব্যক্তিগত মতামত ফরেক্স হালাল ব্যবসা। আরাম কেন হবে। ফরেক্স হালাল হালাল
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে আয় করা হালাল কারন হল এই মার্কেটে লাভ লস দুইটিই আছে।হালাল ব্যাবসা হল য়ে ব্যাবসায় লাভ ও ল লস আছে সেই ব্যাবসা
,আমার মতে ফরেক্স ট্রেডিং করা য়ায় ইহাতে কোন সুধ হবে না।ইসলামিক একাউন্টস করার ব্রোকার আছে য়েখানে একাউন্টস করে হালাল ভাবে ব্যাবসা করা য়ায়।
-
ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম এই তর্ক বিতর্ক যেদিন থেকে ফরেক্স মার্কেটে কাজ করা শুরু করেছি সেদিন থেকেই অনেকের কাছে শুনছি। অনেকের মতে ফরেক্স ট্রেডিং হালাল আবার অনেকের মতে ফরেক্স ট্রেডিং হারাম প্রত্যেকেই যে যার নিজস্ব মতাদর্শ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আমি এই বিষয়টা নিয়ে অনলাইনে একটু আকটু অনুসন্ধান করার চেষ্টা করেছি নিজের জ্ঞানের পরিধিকে এই বিষয়ে একটুখানি প্রসারিত করার জন্য এবং সেটা করতে গিয়ে আমার কাছে ফরেক্স ট্রেডিংকে হালাল বলে মনে হয়েছে । আর এই মনে হওয়ার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে আর তা হল ইসলামের দৃষ্টিতে নিজস্ব পুঁজি বিনিয়োগ, করে যখন কোন মানুষ নিজের সময়, মেধা ইত্যাদি ব্যয় করে এবং লাভ ও লসের ঝুঁকি বহন করে অর্থ উপার্জনের প্রচেষ্টায় রত থাকে তখন সেটা হালাল ব্যবসা হিসাবে পরিগণিত হবে আর ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে উল্লেখিত প্রত্যেকটা বিষয় যথোপযুক্তভাবে অনুসরণ হয়ে থাকে সেই অর্থে আমার কাছে ফরেক্স ট্রেডিংকে হালাল ব্যবসা বলে মনে হয়।
-
ভাই এটা এক ধরনের বিজনেস আর বিজনেস হালাল আর আপনি আপনার অ্যাকাউন্ট তা সোয়াপ ফ্রী করেন তাহলে কোন প্রবলেম হবে না কারন শোয়াপ মানে হল সুদ। তাই আজই আপনার আপনার অ্যাকাউন্ট তা সোয়াপ ফ্রী করেন।
-
হ্যাঁ অবশ্যই ফরেক্স একটি হালাল ব্যবসা। এখান থেকে আমরা অর্থোপার্জন করতে পারে আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে। ফরেক্স থেকে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয়। আর আপনারা যারা এটিকে হারাম ভাবেন তারা ভুল ধারণা করেন। তাই ফরেক্সকে সম্পূর্ণ হালাল ব্যবসা বলা যায়।
-
ফরেক্স মার্কেট হালাল কি হারাম সেটা আমার জানা নাই,,,, তবে আমি যেটা জানি যে সকল প্রকার ব্যবসা হলাল যদি সেটা পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করা হয় তাহলে। আমরা ও ফরেক্স মার্কেটে শ্রম,, দক্ষতা ব্যয় করে অনেক পরিশ্রম করে তারপর অভিজ্ঞতা অর্জন করে থাকি এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ফরেক্স মার্কেটে ট্রেড করে তারপর আমরা সফলতা অর্জন করে থাকি । তাই এই ফরেক্স ব্যবসাকে হলাল ও বলা যেতে পারে,,, ধন্যবাদ ।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা ইসলামিকভাবে হালাল কি সেটা আমি জানিনা।তবে ফরেক্স ট্রেডিং এর ট্রেডিং অ্যাকাউন্ট খুলার সময় সুদ ফ্রি করে আমি অ্যাকাউন্ট খুলেছি।আসলে বুঝা বড় দায় ফরেক্স ট্রেডায ব্যবসা হালাল না হারাম।
-
হালাল। এত পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে ট্রেড করা তারপর লসও আছে তারপর গিয়ে প্রফিট। এটা হালাল না হওয়ার কোন কারন তো নেই। আমরা তো আর কাউকে ঠকিয়ে আয় করছি না। তাই কোন সন্দেহ না রেখে ট্রেডিং কিভাবে করা যায় সেই বিষয়ে চিন্তা করেন।