ফরেক্স একটি স্বাধীন এবং মুক্ত পেশা হিসেবে আমরা একে গ্রহণ করেছি । কিন্ত বাংলাদেশে বলতে গেলে আমাদের আমেপাশেই হাজরো বেকার যুবক রয়েছে যারা একটা চাকরির আশায় শুধু দিনের পর দিন দেশের বোঝা হিসেবে বিবেচিত হচ্ছে । তাই আমরা যারা ট্রেডার আছি তাদের উচিত হবে আমাদের আশেপাশের বেকার যুবকদেরকে ফরেক্স সম্পর্কে সঠিক ভাবে জানানো এবং এ কাজের জন্য তাদেরকে উৎসাহিত করা । এভাবে যদি আমরা তাদেরকে এই ব্যবসায় প্র্রবেশে সাহায্য করি তবে বেকারত্বের হার কিছুটা হলেও কমবে ।