-
ব্যক্তিগতভাবে আমি বলবো আমি আমার বন্ধুদের কাছ থেকে এটা শিখেছি। মূলত অনলাইনভিত্তিক হওয়ায় শেখার পথটি আরও সহজ হয়েছে। আমাদের দেশে খুব কম লোকই এ পেশার সাথে জড়িত। যার ফলে আমরা এ পেশায় অনেক পিছিয়ে আছি। বাংলা ফোরাম চালু হওয়ায় এদেশে ফরেক্স ব্যপক পরিচিতি লাভ করছে। আপনি ফোরামের সাথে থাকলেও ফরেক্স সম্মন্ধে অনেক কিছু শিখতে পারবেন।
-
ফরেক্স এ কাজ করে আমার এক বন্ধু অনেক টাকা আয় করছে জানতে পারলাম। তারপর তার হাত ধরে ফরেক্স মার্কেটে আমার কাজ শুরু করা। তার কাছ থেকে প্রাথমিক ধারনা নিলাম এবং নিজে নিজে ইউটিউব ভিডিও দেখে প্রথমে ডেমো শুরু করলাম। তারপর লাইভ একাউন্ট খুলে কাজ শুরু করি।
-
ফরেক্স বিষয়টি আমি আমার একটি নিকটস্ত বড় ভাইয়ের থেকে জেনেছি । সে নিয়েমিত ট্রেড করে ফরেক্স এ তো একদিন তার বাসায় যাওয়ার পর বিষয়টি আমার নজরে আসে অতপর আমি তাকে জিং্গাস করাতে আমাকে ফরেক্স এর ব্যবপারটি খুলে বলে ।
-
আমি আমার এক বড় ভায়ের কাছ থেকে জানি । আপনি যদি ফরেক্স ভালভাবে শিখতে চান তাহলে আমার মতে কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেওয়া উচিত । তাছাড়া অনলাইনে ফরেক্স মার্কেট সম্পর্কিত অনেক তথ্য এবং ভিডিও পাওয়া যায় যা দিয়ে আপনি ইচ্ছে করলে ফরেক্স শিখতে পারেন । আপনাকে যদি হেল্প করার মত কেউ থাকে তাহলে ফরেক্স শেখার জন্য অনলাইনই যতেষ্ট অন্যতায় আপনি টাকা খরচ করে শিখতে পারেন ।
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
আসলে এটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শিখেছি। মূলত অনলাইনভিত্তিক হওয়ায় শেখার পথটি আরও সহজ হয়েছে। আমাদের দেশে খুব কম লোকই এ পেশার সাথে জড়িত। যার ফলে আমরা এ পেশায় অনেক পিছিয়ে আছি। বাংলা ফোরাম চালু হওয়ায় এদেশে ফরেক্স ব্যপক পরিচিতি লাভ করছে। আপনি ফোরামের সাথে থাকলেও ফরেক্স সম্মন্ধে অনেক কিছু শিখতে পারবেন।
-
আমি একদিন কলেজ থেকে বাসায় ফেরার পথে রাস্তায় কিছু লোক ফরেক্স বিজ্ঞাপনের কাগজ বিলি করছিল । আমি কাগজ টা নিলাম আরে পরে দেখলাম তাতে লেখা আছে আপনি কি আপনার ভাগ্য বা কেরিয়ার গড়ে তুলতে চান তাহলে আজেই যোগাযোগ করুন নিচের ঠিকানায় । আমি কয়েক দিন ভেবে তারপর সেই ঠিকানায় গেলাম এবং ফরেক্স করার জন্য ও শেখার জন্য শেখানে ভর্তি হলাম ৫০০০ টাকা দিয়ে । শুধু ফরেক্সের বেসিকটা শেখাবে যে কিভাবে ফরেক্সে কাজ করে টাকা আয় করা যায় । আমি শেখানে গিয়ে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ।
-
আপনি যদি একবারে নতুন হোন তাহলে আপনি ভালো কোন প্রতিষ্ঠান থেকে ফরেক্স ট্রেইনিং করতে পারেন। আর তাছারা আপনার যদি পরিচিত কেউ ফরেক্স করে এমন থাকলে তার থেকে ফরেক্স শিখতে পারেন। আর ইন্টারনেট তো আছেই যেখানে আপনি একা একাই সব স্টাডী করতে পারেন। এজন্য বিডিপিপ্স স্কুল(bdpips.com) আছে যেটা ফরেক্স শেখার ভাল একটা মাধ্যম।
-
আমি অনেকদিন ধরেই বাসায় বসে আছি বেকার হয়ে তাই ভাবতাম এমন যদি কোন কাজ পেতাম যে টা ঘরে বসে বসে করা যায় ,তখন আমার এক ঘনিস্ট এক বান্ধবির কাছ থেকে এই ফরেক্স এর কথা শুনি এবং মনে মনে ভাবি এই কাজটাই করব মন প্রান দিয়ে এবং পরের মাস থেকেই ফরেক্স শিখতে শুরু করি এবং আজ পর্যন্ত শিখি ।