-
ফরেক্স এ বো বোনাস লস হলে করনীয়ঃ
বাংলাদেশ ফরেক্স ফোরামে আমরা যারা পোস্ট করে বোনাস পেয়ে থাকি, এখানে অধিকাংশই নতুন। আর নতুন হওয়ার ফলে সঠিকভাবে এনালাইসিস না করে মার্কেট সম্পর্কে ধারনা না রেখে ট্রেড করায় বোনাস লস করে ফেলি। আর পুনরায় পোস্ট করলে ফোরাম আপনাকে বোনাস দেবে। আপনি অভিজ্ঞতা অর্জন করে আবার ট্রেড করে লাভ করতে পারবেন। বোনাস লস হয়ে গেলে আপনাকে ধৈর্য ধরে পুনরায় ঠান্ডা মাথায় কাজ করতে হবে।
-
বোনাস লস হয়ে গেলে পরবর্তী মাসে বেশি বেশি কাজ করে বোনাস প্রাপ্তির পর খুবই সাবধানতার সাথে এনালাইসিস করে ট্রেড করে লস পূরণ করে পরবর্তী মুনাফা থেকে উত্ত্লন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্ব ব্যাপী নভেল করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের ফলে সকল অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি হয়েছে, যার মধ্যে ফরেক্সও জড়িত। এর ফলে মার্কেটের অনেক ক্ষতি সাধিত হয়েছে সাথে যারা ফরেক্সে ট্রেড করেছিল তারাও। তাই ফরেক্স কোম্পানি ফরেক্স ব্যবহারকারীদের সুবিধার্থে বর্তমান সময়ের জন্য লস হলে তা পূরণ করতে হচ্ছে না।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রডার তারা লস করবে এটাই স্বাভাবিক রস করার পর সেই কভার করে ফরেক্স থেকে লাভ করতে হবে তাহলে আপনার প্রপ্রপেসনাল ট্রেডার হতে হলে লস কাভার করে ট্রেড করত। পারলে ভাল। বোনাস নিয়ে ট্রেড শুরূ করে।যদি আমরা লাভ করতে চাই তাহলে ফোরাম থেকে মোট কত ডলার নিয়েছি তা আপনার একাউন্টে ট্রেড করার মাধ্যমে পূর্ণ করতে হবে।এবং এরপর আপনি যা লাভ করবেন তা একাউন্ট হতে তুলতে পারবেন।
-
আপনার একাউন্ট এ যদি ৫০ ডলার বোনাস পান। তাহলে এর উপরে যত লাভ করবেন তত ডলার উঠাতে পারবেন। কিন্তু যদি ৫০ এর নিচে নেমে যায় তাহলে আপনি উঠাতে পারবেন না। আপনাকে রিকভার অর্থাৎ ৫০ এর ব্যালেন্স করতে হবে। তাহলেই আপনি আপনার প্রফিট আবার উঠাতে পারবেন।
-
বোনাস লস হয়ে গেলে ঐ এ্যাকাউন্টেই যদি ট্রেড করতে চান তাহলে যেকোন ভাবেই রিকভার করতে হবে। লস হওয়ার পরেও পোস্টিং দেয়া অব্যাহত রাখলে অবশ্যই বোনাস পাবেন। আমি যতটুকু জানি- বোনাস হোক বা ডিপোজিট করা হোক তা দিয়ে আপনাকে আগের লস রিকভার করে ব্যালেন্স সমন্বয় করতে হবে। এরপরে প্রফিট হলে উঠাতে পারবেন নচেত নয়। যে কোন ফ্রি জিনিসে দরদ কম থাকে তো তাই আমাদের এই অবস্থা। নিজের টাকা হলো আন্তরিকতা বেশী থাকে,থাকে ভালবাসা।
-
আমার যানা মতে আপনার বোনাস যদি লস হয়ে যাই তাহলে আপানেক লস রিকোভার করতে হবে,কারন আপনি বোনাস থেকে প্রফিট শুধু তুলতে পারবেন,আর যদি লস রিকোভার করতে না পারেন তাহলে প্রফিট তুলতে পারবেন না,ফরেক্স বিজিনেস পরিচালনা করতে এলে লস করতে হবে এবং লস রিকোভার এর সার্মথ্য ও থাকতে হবে।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসার জন্য ফোরাম পোস্টিং আমাদের কে বিশাল সুযোগ করে দিয়েছেন। ফোরাম পোস্টিং বোনাস সংগ্রহ করে সেই বোনাস দিয়ে ট্রেডিং করতে পারেন। বোনাস যদি লস হয়ে যায় কোন সমস্যা নেই। আপনি প্রতি মাসেই ফোরাম থেকে বোনাস নিতে পারবেন কিন্তু কথা হল লস টা পুরন করে তার পর লাভের টাকা উত্তলন করতে হবে।
-
:dance::writer: বোনাস লস হইয়ে গেলে কি করনীয়।
আমরা সকলেই জানি প্রতিটি টেডিং এ লাভ লস হয়ে থাকে। আমারা সবাই যদি এই লস নিয়ে পরে থাকি এবং এই লসকে অবহেলা করি তবে দিন শেষ করে আমারা দেখব যে আমাদের কাছে লস হওয়া আবেগ ছাড়া আর কিছু নেই। তাই এই লস হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের সকলকে রিকভার করতে হবে।
-
বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বোনাস মানি লস হয়ে যায় কারণ বোনাস মানি অতটা পর্যাপ্ত নয় এবং যারা বোনাস মানি দিয়ে তাদের বেশিরভাগই কিন্ত নতুন ট্রেডার বোনাস মানি লস হয়ে গেলেও আপনি বোনাস নিতে পারবেন আর লস হওয়া অর্থ রিকভার করতে গেলে আপনার অনেক বেশি সময় লাগবে এবং এর কারণে হয়তবা প্রফিট করাও হবে না তাই আপনি চাইলে অন্য বিকল্প ব্যবস্থা নিতে পারবেন ফোরাম হতেও বোনাস নিতে পারবেন যতদিন খুশি তবে ফোরামের রুলস-রেজুলেশন মেনে পোস্ট করতে হবে
-
বোনাস লস হলে আপনাকে পরর্বতীতে সেই লস রিকোভার করে দিতে হবে,আপনি ফরেক্স,করতে হলে লস এর স্বীকার হতে হবে আর আপনাকে সেই লস রিকোভার করতেও হবে,ফরেক্স লাভ এবং লস নিয়ে থাকতে হয়,কেউ একটানা এই বিজিনেস থেকে লাভও করতে পারেনা,তাই লস হলে তা আমাদের রিকোভার করে দিতে হবে।