-
আমার মতে ফরেক্স শিখা কোন কঠিন কাজ নয় বরং ফরেক্স শিখার মাধ্যমে আমরা আমাদের নিজেদের পরিবর্তন করতে পারি । নতুন ব্যবসা বলে সবাই এটাকে অনেক বেশি কঠিন মনে করে কিন্ত আমি মনে করি যে সময় আর শ্রম দিয়ে যদি লেগে থাকতে পারেন তবে একজন ভালো ফরেক্স ট্রেডার হয়ে উঠবেন ।
-
যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে। একাউন্টকরে ৬ থেকে ৭ মাস প্রেক্টিস করে অভিজ্ঞতা আসার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে তার পরে ফরেক্স মার্কেট এর এনালাইসিস শিখা।
-
ফরেক্স শেখা মোটেই কঠিন কিছু নয়। ফরেক্স খুবই সহজ একটি বিষয়। ফরেক্সে সবচেয়ে কঠিন বিষয় হর নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা। আমরা আমাদের আচরণের স্বাভাবিক ব্যবহার ঠিক রাখতে পারি না বলেই বেশিরভাগ ট্রেডেই লস করে থাকি। আমরা যদি আমাদের আবেগ, লোভ ইত্যাদিকে কন্ট্রোল করে ধীরে সুস্থে ট্রেড করি তাহলে নিশ্চিতভাবে প্রফিট করতে না পারলেও অন্তত ট্রেড শিখতে পারি। তাই আয়ের চেয়ে ট্রেড শেখা আমাদের জন্যে সবচেয়ে জরুরী।
-
যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।
-
ফরেক্স এ যারা নতুন আসবে বা এখনো নতুন তাদের কাছে অনেক কঠিন মনে হবে। আর যারা জানে তাদের কাছে অনেক সুবিধা হয়েছে । কারন ফরেক্স এর যে কাজ গুলো তা আমাদেশের যে পাঠ বই গুলো আছে তার চেয়ে অনেকটা ভিন্ন যা বুঝতে অনেকটা সমস্যা হয়। তবে এখন অনেকটা *সুবিধা হয়েছে। কারন এখন বিভিন্ন ধরনের বই বের হয়েছে এই ফরেক্স এর এবং ভিডিও আছে যা দেখে অনেকটা শেখা যায়।
-
যে কোন কাজ যা আপনি আগে করেননি তা স্বাভাবিকভাবেই কঠিন লাগতে পারে । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে কঠিন বলে যদি আপনি সামনে এগুতে না চান তবে আপনার কঠিনই মনে হবে । আর আপনি যদি বুকে সাহস নিয়ে এগিয়ে যান তবে একটা সময় কঠিনতাকে জয় করেই ফরেক্সকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন । কঠিন বলেতো কেউ বসে থাকে নি সেটাই আমাদের মনে রাখতে হবে ।
-
ফোরাম থেকে আপনি ফরেক্স বিষয়ে ধারনা পেতে পারেন।তাছাড়া অনলাইন বা ফরেক্স বিষয়ক অনেক বই পুস্তক পড়েও আপনি ফরেক্স শিখতে পারেন।আসলে আমি মনে করি ফরেক্স শিখা খুব কঠিন কাজ না।তবে ফরেক্স এ টিকে থাকা খুব কঠিন।কারন ফরেক্স এ টিকে থাকতে হলে অনেক অভিজ্ঞতা এবং ধৈর্য্যের প্রয়োজন।
-
পৃখিবীতে কঠিন কোন জিনিস আছে বরে আমার মনে হয় না । ফরেক্স শিখা কোন কঠিন কাজ না । ফরেক্স ট্রেডিয়ের বেসিক জিনিস গুলো জানতে হবে এবং ফরেক্স সংক্রান্ত ওয়েভসাইট গুলো ভিজিট করতে হবে তাহলে আপনি ফরেক্স শিখে ভালভাবে ট্রেড করতে পারবেন আপনার একটু চেষ্টার কারনে ফরেক্স মার্কেটে প্রচুর ইনকাম করতে পারবেন ।
-
ফরেক্স সেখা খুব কঠিন কাজ না । তবে ভাল ফরেক্স ফরেক্স সেখা এতো সহজ কাজ না । কারন ফরেক্স ভাল করে সেখতে হলে আগে সেখা দরকার টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি । আর আমি মনে করি এর গুলো সেখা অনেক কঠিন কাজ । তবে আসা ছাড়া ঠিক না । লেগে থাকলে একটা সময়ে সেখা যায় ।
-
যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তকন আপনার কাসে ফরেক্স অনেক ভাল লাগবে।