-
আপনি কখন ট্রেড শুরু করবেন আর কখন ক্লোজ করবেন, এ সকল অ্যানালাইসিস এর উপর নির্ভর করে। আপনি যদি এনালাইসিস ছাড়া ট্রেড শুরু করেন তাহলে লসের সম্ভাবনাই বেশি থাকে, আর যদি এনালাইসিস করে ট্রেড শুরু ও শেষ করেন তাহলে লসের সম্ভাবনা কম থাকে। আপনার জন্য - ১, ট্যাকনিকেল ২, পানডামেন্টাল ও ৩, সেন্টিমেন্টাল
এই সব গুলো এনালাইসিস জনার জন্য বিভিন্ন বল্গ ও সাইড ভিজট করতে পারেন ।
-
মার্কেত এনালাইসিস করার ভাল উপায় হল প্রচু পরিমানে ডেমো একাউণতে ভাল করে প্রাকটিস করা ।আপনি যদি ফরেক্স মার্কেটে সাফল্য পেতে চান তাহলে মার্কেটে অবশ্যই ডেমো একাউন্টে প্রাকোতিস করতেও হবে।মার্কেট এনালাইসিস করার জন্য সাপোর্ট আর রিজিস্ট্যান্স ভাল ভাবে নির্নয় করা শিখতে হবে।
-
মার্কেট এনালিসিস নির্ভর করবে আপনার দক্ষতা এবং ট্রেড এর ধরন এর উপর। যেমন আমি মনে করি খুব শর্ট টার্ম ট্রেড এর জন্য চার্ট পর্যালোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনাকে অনেক বেশি তাড়াতাড়ি সিধান্ত নিতে হবে। তবে আমার মনে হয় সব পর্যালোচনার এ উপকারিতা আছে এবং আমাদের সব সম্বন্ধেই কিছু না কিছু জানতে হবে।
-
মার্কেট এনালাইসিস করার ভাল উপায় হলো টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস। এই দুটোর সমন্বয়ে ট্রেডিং এনালাইসিস সবচেয়ে ভাল হয়। সাথে মানি মেনেজম্যান্ট মেনে ট্রেড করলে খুব ভাল ফল পাওয়া যায়।
-
আমার মতে মার্কেট এনালাইসিস করতে হলে বেশিরভাগ সময় ডেমোতে দিতে হবে। আমরা যত বেশি সময় বিভিন্ন এনালাইসিস নিয়ে প্রাকটিস করব ততই আমাদের অভিজ্ঞতা বাড়বে। আমাদেরকে টেকনিক্যাল এনালাইসিস নিয়ে বেশি চিন্তা করা উচিত। এতে আমরা বেশি বেশি লাভবান হতে পারব।
-
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট পৃথিবীর কেউ এই মার্কেটের সঠিক 100% analysis করতে পারে না। আর তাই যদি হতো ফরেক্স বৃকার রা নিজেরাই সব চুষে খেয়ে ফেলতো। সুতরাং নিজে নিজেই একটি trade করে, একটি স্টাজেডি তৈরী করুন এবং নিজের যা পারেন মার্কেট সম্পর্কে বুঝতে চেষ্ঠা করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে একসময়।প্রতি বছর হয়তো 1 অথবা 2 দিন মার্কেট আপনার স্টাজেডিকে সার্পোট নাও করতে পারে ভয় পাবেন না চালিয়ে যান। কারন প্রতি বছর মাত্র 1 অথবা 2 দিন লস হয়েছে বাদ বাকী দিনগুলি প্রফিট সুতরাং আমি মনে করি খুব ভাল।আর সব সময় বেশি মুলধন নিয়ে ট্রেড করবেন না।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে সফলতা অর্জন করার অন্যতম উপায় হল মার্কেট ভালমত বা সঠিকভাবে এনালাইসিস করতে জানা । যে ট্রেডার মার্কেট ভালমত এনালাইসিস করতে পারবে সে ট্রেডার কখনো তেমন বেশি লস করবে না অথ্যাৎ ফরেক্স ট্রেডিং মার্কেটে সফলতার সহিত টিকে থাকবে। মার্কেট ভালমত এনালাইসিস করতে হলে টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস ভালোমত শিখতে হবে। একটি ট্রেডিং সিস্টেম ফলো করতে হবে। সফলতা পাওয়া পর্যন্ত ডেমো ট্রেডিং করতে হবে।
-
আমি বলবো কোন একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি ভেলুর যে পরিবর্তন ঘটে এবং তা বিশ্লেষণ বা বের করার চেষ্টা করুন । বিশ্ব অর্থনৈতিক চলকগুলো বুজতে চেষ্টা করুন । কোন দেশের কি নিউজ রিলিজ হলে মার্কেটে কোন কারেন্সি কি আচরণ করে সে গুলো দেখে বোঝার চেষ্টা করুন । ফরেক্সের জন্য বিভিন্ন নিউজ সাইট আছে সেখান থেকে নিউজগুলোর ব্যাখ্যা বুঝতে চেষ্টা করুন।
-
আমার মতে আপনি অনেকগুলো ভালো উপায় বলেছেন যেগুলো মার্কেট অ্যানালাইসিস করা জন্য অনেক কার্যকরি ভূমিকা পালন করে। মূলত ফরেক্স মার্কেটে প্রতিদিন অনেক নিউজ রিলিজ হয়ে থাকে নির্দিষ্ট কারেন্সির গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়মিত পর্যালোচনা করতে হবে। সর্বদা ফরেক্স বিষয়ে সর্বোচ্চ সাজাগ থাকলে যেকোনো অ্যানালাইসিসের জন্য সুবিধা বয়ে আনেবলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস রয়েছে।এর মধ্যে ফান্ডামেন্টালের জন্য আপনাকে বেশি করে নিউজ ফলো করতে হবে ও তা বুঝতে হবে।আর টেকনিক্যালের জন্য বেশি বেশি ডেমো অনুশীলন করতে হবে।