-
ফরেক্স মার্কেট ডিসেম্বর মাসে কোন রুলের মাধ্যমে চলে না।কোন আমালাইসিস ডিসেম্বর মাসে টিক মত কাজ করে না। অনেক অবিজ্ঞ ট্রেডাররাও ডিসেম্বর মাসে ট্রেড করতে হিমশিম খায়। এক মাস বইসা থাকব আয় হবে না তা কি হয় এইসব ভাইবা আমি ট্রেড করছি। লস টাকে পুসানোর জন্ন আরো ট্রেড করছি। কিন্তু ফল একই। আমি ণভেম্বর এর সেসের দিক এ ফরেক্স এ আসি। সামনের মাস টা ভাল যাবে আসা করি।
-
ফরেক্স মার্কেট ডিসেম্বর মাস হচ্ছে আনফ্রেডিক্টেবল মাস এই মাসে কোন এনালাইসিস কাজ করে না অনেক বড় বড় ট্রেডার ডিসেম্বর মাসে ট্রেড করা থেকে বিরত থাকে আমার মতে শুধু ডিসেম্বর মাস না আরো দুইটা মাস আছে যেমন নভেম্বর এবং মার্চ মাসে ও মার্কেট কোন এনালাইসিস কাজ করে না।ডিসেম্বর মাস সাধারণত ফরেক্সে শেষ মাস হয়। এবং ডিসেম্বর মাসে, নতুন বছরের গণনা শুরু হয়। এই ডিসেম্বরে ট্রেড করা কিছুটা জটিল। নতুন ব্যবসায়ীরা উত্তেজনা ও উত্তেজনায় অনেক সময় ব্যয় করে।
-
ফরেক্স মার্কেট ডিসেম্বর মাস হচ্ছে আনফ্রেডিক্টেবল মাস এই মাসে কোন এনালাইসিস কাজ করে না অনেক বড় বড় ট্রেডার ডিসেম্বর মাসে ট্রেড করা থেকে বিরত থাকে আমার মতে শুধু ডিসেম্বর মাস না আরো দুইটা মাস আছে যেমন নভেম্বর এবং মার্চ মাসে ও মার্কেট কোন এনালাইসিস কাজ করে না তবে আমার থেকে আরো অনেক অবিজ্ঞ ট্রেডার আছে যারা এই বিষয় অনেক ভাল বলতে পারবে।
-
ফরেক্স মার্রকেটের ডিসেম্বর মাস হচ্ছে ফরেক্স ট্রেডারদের জন্য আন্সপেক্টেবল মাস। কিন্তু এই মাসেই আমি ফরেক্স এ জয়েন করলাম। জানি না কি হবে, কতটুকুইবা কি করতে পারব। দোয়া করবেন সবাই। ধন্যবাদ।
-
ডিসেম্বর মাসটি আমার জন্য খুব একটা শুভকর মাস অতিবাহিত হয়নি। কেননা ডিসেম্বর মাসে পোস্ট করে আমি ২৭০ ডলার পেয়েছিলাম কিন্তু সেই ব্যালেন্স দিয়ে আমি তেমন প্রফিট করতে পারিনি। আপনি আসলেই ঠিকই বলেছেন ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় এনালাইসিস কার্যকরী হয় না। মার্কেট মুভমেন্ট সবসময় অস্বাভাবিক হয়ে থাকে। তাই আমাদের ডিসেম্বর মাসের ট্রেড করার ক্ষেত্রে পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করতে হবে। নতুবা ব্যালেন্স টিকিয়ে রাখাই অনেক চ্যালেঞ্জিং হতে হবে।
-
যেখানে বিশ্বের বাঘা বাঘা ট্রেডাররা এই মাসে ট্রেড করা থেকে বিরত থাকে বা ছুটি নেয় সেখানে আপনি ভাল রেজাল্ট করেছেন , একটু কেমন কেমন হয়ে গেল ব্যপারটা। তবে ফলাফল ভাল করতে পারলে খুবই ভাল। আপনাকে স্বাগতম ফরেক্স মার্কেট এর জগতে।ফরেক্স মার্কেট এ আমি অনেক দিন যাবত ডেমো ট্রেড করে আসছি ডেমো ট্রেডে অনেক সফলতা পেয়েছি।
-
ডিসেম্বর মাসে আমার খুব ভাল ট্রেডিং হয়েছে। কিন্তু ডিসেম্বর মাসে সঠিক সময়ে বোনাস না পাওয়ার কারণে একটু ঝুঁকি নিয়ে থাকতে হয়েছিল। যাক ভালই আছি এবং ভাল দিন কাটছে ফরেক্স নিয়ে।
-
ডিসেম্বর মাস হল বছরের শেষ মাস ।খুব ভালো না আবার খুব খারাপ না।নতন বছরের হিসাব নিকাশ শুরু হয় । দেখি মাসের বাকি সময় টা কেমন যায়।ডিসেম্বর মাস হল ফরেক্সের বছরের শেষ মাস । এর পরে আবার নতন বছরের হিসাব নিকাশ শুরু হয় । সুতরাং এই মাস সব সময় ট্র্রেডের অবস্থা ট্রেডারদের হিসাব নিকাশ অনুযায়ী হয় না ।
-
আমার এই মাসে অনেক লস হইছে। এক মাস বইসা থাকব আয় হবে না তা কি হয় এইসব ভাইবা আমি ট্রেড করছি। লস টাকে পুসানোর জন্ন আরো ট্রেড করছি। কিন্তু ফল একই। এই মাসে আমার যে পরিমাণ লস হয়েছে তা বলার মত না।এই মাসে যখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি তখন আমার পুরো একাউন্ট এর সব পুঁজি ছলে গেছে।পরে জান্তে পারলাম ডিসেম্ভর মাসে ট্রেড করে আয় করা অনেক কষ্টকর।তাই আমি এই মাসে ফরেক্স মার্কেট এ ট্রেড করি না।
-
এই বছর ডিসেম্বর মাসে অনেকটা প্রফিটেবল করেছি। আমি মূলত মার্কেট এনালাইসিস এর উপর নির্ভর করে আমি ট্রেড করে থাকি। মার্কেট এনালাইসিস করে মার্কেট যখন আমার অনুকূল এ আসে তখন ই আমি ফরেক্স এ ট্রেড করে থাকি। এবার ডিসেম্বর মাসে আমি ৫টি পেয়ার এ ট্রেড করে আমি ৪টি পেয়ার এ প্রফিট করে লাভ করেছিলাম।