-
না কপি পেস্ট করলে আপনি বোনাস পাবেন্না।আমরা ফোরাম এ পোস্টিং করি ফোরাম এর কিছু আইন মেনে।তাই আমরা যদি ফোরাম এ পোস্টিং করার সময় এই আইন গুলো না মানি তা হলে আমরা ফোরাম এ পোস্টিং করে কোন বোনাস পাবনা।ফোরাম এ পোস্টিং করার জন্য আমাদের কে এই আইন গুলো মানতে হবে।যেমন-কপি পেস্ট করা জাবেনা।দুই লাইন এর কম লিখা যাবে না।খারাফ কোন মন্তব্য করা যাবে না।কোন কিছুর প্রচার করা জাবেনা।আমরা যদি এই আইন মেনে ফোরাম এ পোস্টিং করি তাহলে আমরা বোনাস পাবো।
-
না ভাই কপি পেস্ট করলে আপনি বোনস পাবেন না বরং আপনার একাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনাই বেশি । ফোরাম থেকে আপনাকে বোনাস পেতে হলে অবশ্যই ফোরামের সকল নিয়মকানুন মেনে চলতে হবে অন্যতায় আপনি কোন বোনাস পাবেন না ।
-
কপি পেস্ট করলে কখনোই বোনাস পাওয়া সম্ভব নয়। আর বাংলা ফোরামে তো কপি পেস্ট এর কোন নিয়মই নাই কপি পেস্ট করলে আরও আপনার একাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে যে কোন মুহুর্তে আপনার একাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে তাই কপি পেস্ট না করাই উত্তম। আর সবার উচিত কপি পেস্ট না করে আপনি যা পারেন তাই লিখে দেওয়া তাতে দেখবেন আপনার একাউন্টও ব্যান্ড হবে না অার আপনি বোনাসও পাবেন।
-
ফরেক্স এ কপি পেস্ট করার কোন নিয়ম নাই। কেও যদি কপি করে তাহলে তারা কিছু শিকতে
পারবে না, তা সারা ফরেক্স এ কপি পেস্ট কারার নিয়ম নাই, কেও যদি কপি পেস্ট করে ফরেক্স তাদের ব্লক করতে পারে।
-
না কপি-পেষ্ট করলে কোন বোনাস পাওয়া যায় না । এমনকি কপি-পেষ্ট করলে আপনার এ্যাকাউন্ট বাতিল করে দিতে পারে । আর এই ফোরামে আমরা লেখালেখি করি সাধারণত ফরেক্স মার্কেট সম্পর্কে জানার জন্য এবং কিভাবে ট্রেড করলে লাভবান হওয়া যাবে তা জানার জন্য । তাই আপনারা কপি-পেষ্ট থেকে দূরে থাকবেন ।
-
ফোরামে কপি পেষ্ট করলে অবশ্যই সে এ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে । আমরা কখনো ফোরামে পোষ্ট করব না । যদি আমরা এই পোষ্ট করি তাহলে আমরা ডলার পাব না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য নিজের অর্জিত লেখা দিয়ে ডলার আয় করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
কপি পেস্ট করা নিয়মের বাহিরে। কপি পেস্ট যদি কর্তপক্ষ এার কাছে কেউ কমপ্লিন করে তাহলে বাতিল বলে গন্য হবে। এমন কি কর্তপক্ষ আপনাকে বোনাস শিকারী হিসাবে আপনার একাউন্ট বাতিল করে দিতে পারে। তাছাড়া এটানৈতিকতার বিরুদ্ধে । এ্টা করলে আপনি শিকতে পারবেন না । তাই কপি পেস্ট করা থেকে বিরত থাকি।
-
ফরেক্স ফােরামে কপি পেষ্ট করা নিষিদ্ধ। এটি করলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে,তাই আগে ফরেক্স ফোরাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
-
আছা ফরেক্স ফোরাম কি জন্য করা হয়েছে সেটা জানেন কি? হ্য, আমরা সেটা ই জনি না যে কেন এই ফোরাম, এখানে কেন আমরা পোস্ট করি আমাদের মুল্যবান সময় নস্ট করি। এখানে যদি কপি পেস্ট এর কাজ হত তাহলে একই লেখা আমাদের পড়তে হত। কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। কপি পেস্ট করলে আপনার আকআন্ট যেকোন সময় ব্যন করে দিতে পাররে।
-
কপি পেস্ট করা ফোরামের নিয়ম নীতির বাহিরে। কপি পেস্ট করলে ফোরাম কতৃপক্ষ আপনার একাউন্ট বাতিল করে দিতে পারে। তাই সাবধান। আপনি পোস্ট পড়ে তারপরে বুজে শুনে নিজের মত করে লিখবেন। একটু সময় বেশি লাগবে এই আর কি।
তারপরেও তো শিখতে পাড়বেন। এটাই ফোরামের উদ্দেশ্য।